রাজীব কুমার সাহা
বাংলা ভাষায় বহুল পরিচিত একটি শব্দ হলো কালাজ্বর। শব্দটি কমবেশি আমরা সবাই শুনেছি। এমনকি কেউ কেউ কালাজ্বরে আক্রান্তও হয়েছি। কিন্তু এই জ্বরকে কালাজ্বর কেন বলা হয়? কালো রঙের সঙ্গে এর কি কোনো সম্পর্ক রয়েছে? জ্বরের প্রকারভেদে রঙের কি আদৌ কোনো ভূমিকা রয়েছে? যদি না থাকে তাহলে প্রশ্ন হলো, কেন এ জ্বরকে কালাজ্বর বলা হয়? কালাজ্বর আসলে কোন ভাষার শব্দ? তবে চলুন আজ জানব কালাজ্বরের আদ্যোপান্ত।
অসমীয় শব্দ ‘কাল’ ও ফারসি শব্দ ‘আজার’ (ব্যাধি) মিলে গঠিত মূল শব্দটি ছিল ‘কালজার’। এর মূল অর্থ ছিল ব্যাধিকাল বা রোগাক্রান্ত সময় যাপন। ‘কালজার’ শব্দের পরিবর্তিত রূপ হলো ‘কালাজ্বর’। এটি বিশেষ্য পদ। কিন্তু প্রশ্ন হলো, এই ‘কালজার’ শব্দটি ‘কালাজ্বর’ শব্দে রূপান্তরিত হলো কী করে? ভাষাবৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এই বিষয়টি বিশ্লেষণ করলে দেখা যায়, এই পরিবর্তনটি সাধিত হয়েছে ‘লোকনিরুক্তি’ নামক রূপতাত্ত্বিক একটি পদ্ধতির মাধ্যমে। কালজার শব্দটি লোকনিরুক্তি প্রক্রিয়ার মধ্য দিয়ে সাধারণ মানুষের মুখে এসে ‘কালাজ্বর’ হয়ে গেছে। আভিধানিকভাবে কালাজ্বর শব্দের মানে হলো ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে মানবদেহে মাছিবাহিত জীবাণু সংক্রমণের ফলে সৃষ্ট জ্বর, যা থেকে রক্তশূন্যতা, গায়ের চামড়া কালো হয়ে যাওয়া এবং যকৃৎ ও প্লীহার স্ফীতি প্রভৃতি উপসর্গ দেখা দেয়। এটি প্রাণঘাতী রোগ হিসেবে বিবেচিত। ইংরেজিতে শব্দটি হলো ‘kala-ayar’।
প্রাসঙ্গিকভাবেই প্রশ্ন আসে, তাহলে লোকনিরুক্তি কী? খুব ছোট করে বললে বলতে হয়, আমাদের একটি সাধারণ ভাষিক প্রবণতা হলো আমরা চিরকালই কোনো অচেনা শব্দকে চেনা ছকে আবদ্ধ করতে ক্রমাগত চেষ্টা বা পছন্দ করি। কোনো অপরিচিত বা স্বল্প ব্যবহৃত শব্দ যখন ধ্বনিগত সাদৃশ্য আছে এমন একটি পরিচিত শব্দের রূপ পরিগ্রহ করে তখন তাকে লোকনিরুক্তি বলে। প্রকৃতপক্ষে, দীর্ঘ সময় ধরে ভিন্ন ভাষাভাষী সমাজের সংযোগ এবং পারিপার্শ্বিক সাংস্কৃতিক আদানপ্রদানের ফলে যখন কোনো একটি শব্দ অন্য একটি শব্দের দ্বারা প্রতিস্থাপিত হয়, ফলে নতুন শব্দটি আমাদের কাছে অধিক পরিচিত ও জনপ্রিয় হয়ে ওঠে, তাকেই লোকনিরুক্তি বলে। কয়েকটি উদাহরণ দিলে বিষয়টি আরও পরিষ্কার হবে। যেমন: পর্তুগিজ শব্দ ‘আর্মারিও’ ও ‘আনানাস’ থেকে লোকনিরুক্তির মাধ্যমে যথাক্রমে ‘আলমারি’ ও ‘আনারস’ শব্দদ্বয় রূপান্তরিত হয়েছে। আবার ইংরেজি শব্দ আর্ম চেয়ার লোকনিরুক্তির ফলে আরাম চেয়ার বা আরাম কেদারা হয়েছে। যেহেতু চেয়ারে বসলে আরাম হয়, তাই ‘আর্ম চেয়ার’ শব্দটি খুব সহজেই লোকনিরুক্তির ফলে ‘আরাম চেয়ার’ হয়ে গেছে। অনুরূপ কালজার শব্দটিও আমাদের বাঙালি সমাজে জুতসই কোনো অর্থ তৈরি করতে পারছিল না। যদিও সবাই এ জ্বরের লক্ষণ সম্পর্কে অবগত ছিল। তারা খেয়াল করল এ রোগ হলে প্রচণ্ড তাপে মুখমণ্ডলসহ শরীরের চামড়া ধীরে ধীরে কালো হতে শুরু করে। এখান থেকেই লোকনিরুক্তির পর্যায়টি সম্পন্ন হয়। সামগ্রিক উপসর্গ বিচারে তারা ধরে নেয় ঠিক শব্দটি কালজার নয়, হবে কালাজ্বর। আর এভাবেই ‘কালজার’ শব্দটি লোকনিরুক্তির মাধ্যমে সাধারণ মানুষের মুখে এসে ‘কালাজ্বর’ হয়ে গেছে।
উনিশ শতকের চল্লিশের দশক থেকে কালাজ্বর বাংলাদেশে আঞ্চলিক রোগ হিসেবে অন্যতম জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দেয়। শিশুরাই এ রোগে অধিক আক্রান্ত হয়। কালাজ্বরের জীবাণুবাহী স্ত্রী বেলে মাছির দংশনে এর সংক্রমণ ঘটে। রোগের সুপ্তিকাল সাধারণত ২ থেকে ৬ মাস। এ রোগের জীবাণু শরীরে প্রবেশের পর থেকে রোগের লক্ষণ প্রকাশ পেতে দুই মাস থেকে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে। এ রোগে যকৃৎ ও প্লীহার তন্ত্রে প্রদাহ সৃষ্টি হয় এবং প্রায়ই রোগী মারা যায়। ম্যালেরিয়ার পরে এটিই পরজীবীঘটিত রোগগুলোর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী। সময়মতো এবং সঠিকভাবে চিকিৎসা না করলে কালাজ্বরে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। কালাজ্বর নিয়ন্ত্রণে বাহকের বংশবিস্তারের উৎপত্তিস্থল ধ্বংসই সর্বোত্তম উপায়।
বর্তমান সময়ে কালাজ্বরের মতো এমন অনেক শব্দবন্ধ আমাদের ভাষাভাষী সমাজে লোকনিরুক্তি প্রক্রিয়ার মধ্য দিয়ে গঠিত
হচ্ছে। এমন শব্দগুলো আমাদের বাগর্থবিজ্ঞানে নতুন নতুন ব্যঞ্জনায় ধরা দিয়ে ভাষাকে নিরন্তর সমৃদ্ধ করে চলেছে।
লেখক: রাজীব কুমার সাহা
আভিধানিক ও প্রাবন্ধিক
বাংলা ভাষায় বহুল পরিচিত একটি শব্দ হলো কালাজ্বর। শব্দটি কমবেশি আমরা সবাই শুনেছি। এমনকি কেউ কেউ কালাজ্বরে আক্রান্তও হয়েছি। কিন্তু এই জ্বরকে কালাজ্বর কেন বলা হয়? কালো রঙের সঙ্গে এর কি কোনো সম্পর্ক রয়েছে? জ্বরের প্রকারভেদে রঙের কি আদৌ কোনো ভূমিকা রয়েছে? যদি না থাকে তাহলে প্রশ্ন হলো, কেন এ জ্বরকে কালাজ্বর বলা হয়? কালাজ্বর আসলে কোন ভাষার শব্দ? তবে চলুন আজ জানব কালাজ্বরের আদ্যোপান্ত।
অসমীয় শব্দ ‘কাল’ ও ফারসি শব্দ ‘আজার’ (ব্যাধি) মিলে গঠিত মূল শব্দটি ছিল ‘কালজার’। এর মূল অর্থ ছিল ব্যাধিকাল বা রোগাক্রান্ত সময় যাপন। ‘কালজার’ শব্দের পরিবর্তিত রূপ হলো ‘কালাজ্বর’। এটি বিশেষ্য পদ। কিন্তু প্রশ্ন হলো, এই ‘কালজার’ শব্দটি ‘কালাজ্বর’ শব্দে রূপান্তরিত হলো কী করে? ভাষাবৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এই বিষয়টি বিশ্লেষণ করলে দেখা যায়, এই পরিবর্তনটি সাধিত হয়েছে ‘লোকনিরুক্তি’ নামক রূপতাত্ত্বিক একটি পদ্ধতির মাধ্যমে। কালজার শব্দটি লোকনিরুক্তি প্রক্রিয়ার মধ্য দিয়ে সাধারণ মানুষের মুখে এসে ‘কালাজ্বর’ হয়ে গেছে। আভিধানিকভাবে কালাজ্বর শব্দের মানে হলো ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে মানবদেহে মাছিবাহিত জীবাণু সংক্রমণের ফলে সৃষ্ট জ্বর, যা থেকে রক্তশূন্যতা, গায়ের চামড়া কালো হয়ে যাওয়া এবং যকৃৎ ও প্লীহার স্ফীতি প্রভৃতি উপসর্গ দেখা দেয়। এটি প্রাণঘাতী রোগ হিসেবে বিবেচিত। ইংরেজিতে শব্দটি হলো ‘kala-ayar’।
প্রাসঙ্গিকভাবেই প্রশ্ন আসে, তাহলে লোকনিরুক্তি কী? খুব ছোট করে বললে বলতে হয়, আমাদের একটি সাধারণ ভাষিক প্রবণতা হলো আমরা চিরকালই কোনো অচেনা শব্দকে চেনা ছকে আবদ্ধ করতে ক্রমাগত চেষ্টা বা পছন্দ করি। কোনো অপরিচিত বা স্বল্প ব্যবহৃত শব্দ যখন ধ্বনিগত সাদৃশ্য আছে এমন একটি পরিচিত শব্দের রূপ পরিগ্রহ করে তখন তাকে লোকনিরুক্তি বলে। প্রকৃতপক্ষে, দীর্ঘ সময় ধরে ভিন্ন ভাষাভাষী সমাজের সংযোগ এবং পারিপার্শ্বিক সাংস্কৃতিক আদানপ্রদানের ফলে যখন কোনো একটি শব্দ অন্য একটি শব্দের দ্বারা প্রতিস্থাপিত হয়, ফলে নতুন শব্দটি আমাদের কাছে অধিক পরিচিত ও জনপ্রিয় হয়ে ওঠে, তাকেই লোকনিরুক্তি বলে। কয়েকটি উদাহরণ দিলে বিষয়টি আরও পরিষ্কার হবে। যেমন: পর্তুগিজ শব্দ ‘আর্মারিও’ ও ‘আনানাস’ থেকে লোকনিরুক্তির মাধ্যমে যথাক্রমে ‘আলমারি’ ও ‘আনারস’ শব্দদ্বয় রূপান্তরিত হয়েছে। আবার ইংরেজি শব্দ আর্ম চেয়ার লোকনিরুক্তির ফলে আরাম চেয়ার বা আরাম কেদারা হয়েছে। যেহেতু চেয়ারে বসলে আরাম হয়, তাই ‘আর্ম চেয়ার’ শব্দটি খুব সহজেই লোকনিরুক্তির ফলে ‘আরাম চেয়ার’ হয়ে গেছে। অনুরূপ কালজার শব্দটিও আমাদের বাঙালি সমাজে জুতসই কোনো অর্থ তৈরি করতে পারছিল না। যদিও সবাই এ জ্বরের লক্ষণ সম্পর্কে অবগত ছিল। তারা খেয়াল করল এ রোগ হলে প্রচণ্ড তাপে মুখমণ্ডলসহ শরীরের চামড়া ধীরে ধীরে কালো হতে শুরু করে। এখান থেকেই লোকনিরুক্তির পর্যায়টি সম্পন্ন হয়। সামগ্রিক উপসর্গ বিচারে তারা ধরে নেয় ঠিক শব্দটি কালজার নয়, হবে কালাজ্বর। আর এভাবেই ‘কালজার’ শব্দটি লোকনিরুক্তির মাধ্যমে সাধারণ মানুষের মুখে এসে ‘কালাজ্বর’ হয়ে গেছে।
উনিশ শতকের চল্লিশের দশক থেকে কালাজ্বর বাংলাদেশে আঞ্চলিক রোগ হিসেবে অন্যতম জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দেয়। শিশুরাই এ রোগে অধিক আক্রান্ত হয়। কালাজ্বরের জীবাণুবাহী স্ত্রী বেলে মাছির দংশনে এর সংক্রমণ ঘটে। রোগের সুপ্তিকাল সাধারণত ২ থেকে ৬ মাস। এ রোগের জীবাণু শরীরে প্রবেশের পর থেকে রোগের লক্ষণ প্রকাশ পেতে দুই মাস থেকে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে। এ রোগে যকৃৎ ও প্লীহার তন্ত্রে প্রদাহ সৃষ্টি হয় এবং প্রায়ই রোগী মারা যায়। ম্যালেরিয়ার পরে এটিই পরজীবীঘটিত রোগগুলোর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী। সময়মতো এবং সঠিকভাবে চিকিৎসা না করলে কালাজ্বরে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। কালাজ্বর নিয়ন্ত্রণে বাহকের বংশবিস্তারের উৎপত্তিস্থল ধ্বংসই সর্বোত্তম উপায়।
বর্তমান সময়ে কালাজ্বরের মতো এমন অনেক শব্দবন্ধ আমাদের ভাষাভাষী সমাজে লোকনিরুক্তি প্রক্রিয়ার মধ্য দিয়ে গঠিত
হচ্ছে। এমন শব্দগুলো আমাদের বাগর্থবিজ্ঞানে নতুন নতুন ব্যঞ্জনায় ধরা দিয়ে ভাষাকে নিরন্তর সমৃদ্ধ করে চলেছে।
লেখক: রাজীব কুমার সাহা
আভিধানিক ও প্রাবন্ধিক
রুমিন ফারহানা বাংলাদেশের একজন রাজনীতিবিদ, আইনজীবী ও রাজনীতি বিশ্লেষক। তিনি সংরক্ষিত নারী আসন থেকে একাদশ জাতীয় সংসদের সদস্য ছিলেন। তিনি বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
১০ ঘণ্টা আগেদেশে প্রতিবছর বহু প্রকল্প বাস্তবায়ন করা হয়। বাস্তবায়নের সময় মাঝে মাঝে সংবাদ চোখে পড়ে যে প্রকল্পের ভবন নির্মাণ করতে গিয়ে গাছ কাটা পড়ছে, বনভূমি উজাড় হচ্ছে, খাল ও জলাভূমি ভরাট হচ্ছে, নির্মাণস্থলে নির্মাণকাজের ফলে পরিবেশ দূষণ হচ্ছে, এমনকি কোনো কোনো প্রকল্প গ্রহণের ফলে পরিবেশের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব...
১০ ঘণ্টা আগেপাহাড় রক্ষা করা যখন খুবই জরুরি, তখন সে পাহাড় কেটে গোটা অঞ্চলের জন্য বিপদ ডেকে আনছে একদল দুর্বৃত্ত। খাগড়াছড়ির পানছড়ি এলাকায় অবাধে পাহাড় কাটা হচ্ছে, অথচ সরকারি কর্মকর্তারা এ বিষয়ে দায়সারা বক্তব্য দিয়ে নিজেদের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা করছেন।
১০ ঘণ্টা আগে১৯৪৯ সালের ২৩ জুন মওলানা ভাসানীকে সভাপতি এবং শামসুল হককে সাধারণ সম্পাদক করে গঠিত হয়েছিল আওয়ামী লীগ। তখন শেখ মুজিবুর রহমান জেলে ছিলেন, তাঁকে করা হয়েছিল দলের যুগ্ম সম্পাদক। পরবর্তী সময়ে শামসুল হক অপ্রকৃতিস্থ হয়ে যাওয়ায় শেখ মুজিবুর রহমানকে দলের সাধারণ সম্পাদক করা হয়।
১ দিন আগে