মো. আবু নাসের খান
ঘটনাচক্রে শিক্ষক! শিক্ষামন্ত্রীর মন্তব্যে তুচ্ছতাচ্ছিল্য থাকলেও আমি গর্বিত। সাধুবাদ শিক্ষামন্ত্রীর মন্তব্যকে। অনেক দেরি হয়ে গেছে। তবু শিক্ষামন্ত্রীর বাস্তবতানির্ভর এ অনুধাবনকে সাধুবাদ জানাই। আজ আমি শিক্ষক, নাকি চাকরিজীবী—এ দুইয়ের তফাৎ নিয়ে ভাবি না। কিন্তু ভাবা দরকার ছিল। নিজের ও জাতির ভালোর কথা ভেবেই এ চিন্তা আসা উচিত ছিল।
শিক্ষক হলে তো প্রশিক্ষণ গ্রহণ ও পাঠদান এবং শিক্ষার উন্নয়ন নিয়ে ভাবতাম। আজ এর পাশে মর্যাদা ও বেতন নিয়ে ভাবতে ভালো লাগে। পেশাজীবীদের অন্তর্ভুক্ত পেশা শিক্ষকতায় যুক্ত থেকে বেতন নিয়ে ভাবাটা আমার লোভের বহিঃপ্রকাশ হবে বোধ হয়। রাজনীতি, চিকিৎসক, আইনজীবী ও সাংবাদিকসহ অন্য পেশাজীবীরা হয়তো লোভী নন। সংগত কারণেই তাঁরা সম্মান নিয়ে ভাবছেন। আজ আমি আমার অসংগত চিন্তা ও ঘটনাচক্র নিয়ে কিছু বলছি—
আলোচনাটা শিক্ষকতা নিয়ে। তবুও প্রারম্ভিক আলোচনায় উঠে আসে ছাত্রত্ব। ছাত্র হিসেবে একেবারে খারাপ ছিলাম না। প্রাথমিক ডিঙিয়ে নিম্ন মাধ্যমিক পেরোনোর পর পরিবারের উপদেশে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে হলো। তথ্যপ্রযুক্তির সুবিধাহীন সে সময়ে অগ্রজদের উপদেশই পথ দেখিয়েছে। অগ্রজদের দেখানো পথেই এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হই। পরিবারের হাল ধরতে বড্ড তাড়াহুড়োয় রসায়ন বিষয়ে সম্মানটা (অনার্স) শেষ না করেই ২০০৩ সালে বিএটা শেষ করলাম। ২০০৪ সালে প্রাথমিক শিক্ষায় নিয়োগ বিজ্ঞপ্তি দিল। বাবার আদেশ—‘দরখাস্ত করো’।
সেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে প্রায় দু বছর লেগে যায়। ফাঁকে একটা কোম্পানিতে চাকরিও করা হয়েছিল। কোনো ধরনের এদিক-সেদিক ছাড়াই প্রাথমিক বিদ্যালয়ে চাকরিটা হয়ে গেল। সংসারের বড় ছেলে বলে চাকরি এটাই করতে হবে; বাড়ি-ঘরও দেখা হবে, চাকরিও করা হবে। কোম্পানি চাকরি ইস্তফা দিয়ে শুধু ছাত্রত্বর যোগ্যতা নিয়ে শিক্ষকতায় যোগ দিলাম। কারণ, আজও বাবার অবাধ্য হতে পারিনি। এভাবেই ঘটনাচক্রে আমি শিক্ষক।
সরকার যোগ্যতার মানদণ্ড অনুযায়ীই এটা হলো। তৎকালীন ১৭ গ্রেডে যোগদানের পর বিভিন্ন সময়ে আন্দোলন করে চাকরির ১৫ বছর পর আজ ১৩ গ্রেডে উন্নীত হয়েছি। একটা টাইমস্কেল নিয়ে ১২ গ্রেডে অবস্থান। ২০১৫ সালের পে-স্কেল কেড়ে নিল দুটি টাইমস্কেল। অনেককে চলে যেতে দেখেছি একই পদে চাকরি করে; নেই কোনো পদোন্নতি। প্রধান শিক্ষকেরা আজও তৃতীয় শ্রেণির কর্মচারী।
যদিও ২০১৪ সালে মাননীয় প্রধানমন্ত্রী এই পদকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তাও আটকে আছে আমলাতান্ত্রিক জটিলতায়। ২০১৪ সালের ঘোষণা বাস্তবায়ন না হওয়া ও ২০১৫ সালের টাইমস্কেল কেড়ে নেওয়ার বিষয়টি চক্রাকার ঘটনার এক অর্ধবৃত্ত এঁকে রেখেছে। পূর্ণবৃত্ত অঙ্কন করে দিতে ঘটনাচক্রে নিয়োগকৃত শিক্ষকদের পেশাগত সম্মান কেড়ে নিয়ে স্রেফ চাকরিজীবী ভাবাটা খুবই জরুরি। প্রধান শিক্ষকের পাশে তৃতীয় শ্রেণির কর্মচারী দেখা চোখগুলো বুজে নয়, চেয়ে থেকেই অনুধাবন করা সম্ভব সহকারী শিক্ষক শ্রেণিহীন বৈকি।
একজন শিক্ষক শ্রেণিতে পাঠদান করবেন শিক্ষার্থীর মেধা-মনন, ভৌগোলিক অবস্থান ও পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে। কিন্তু সেখানেও বাধ সাধে বিভিন্ন পরিপত্র। নির্দিষ্ট ও নির্ধারিত করে দেওয়া হয় পাঠ, তথা পাঠদান পদ্ধতি। প্রতিনিয়ত পরিবর্তন করা হচ্ছে শিক্ষার নীতিমালা। শতভাগ ভর্তি নিশ্চিত করা, বই বিতরণ, শিশু জরিপ, হোম ভিজিট, উপকরণ তৈরি, ফিডিং কার্যক্রম, উপবৃত্তি কার্যক্রম, ভোটার তথ্য সংগ্রহ, মা-সমাবেশ, উঠান বৈঠক, ঠিকাদারি, বিদ্যালয়ে বিভিন্ন রেজিস্ট্রার লেখা, স্বাস্থ্য দপ্তরকে সহযোগিতা করাসহ আরও নানা কাজ করতে হয় পাঠদানের পাশাপাশি। এত কিছুর পরও শিক্ষকেরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করেন শুধু কোমলমতি শিশুদের কথা চিন্তা করে। শিশুদের ভালোবাসার কাছে এসব কাজের ক্লান্তি যেন কিছুই না। শিশুদের ভালোবাসার কাছে হেরে গিয়ে জাতি গড়ার কাজে নিয়োজিত বলে আমি গর্বিত।
সরকারের অন্য সব দপ্তর শিক্ষা অফিসারের চেয়ে শ্রেণি বিবেচনায় উন্নত। বহু ক্যাডারের ভিড়ে ক্যাডারহীন শিক্ষা অফিসার শ্রীহীন। শ্রীহীনের অধস্তন তৃতীয় শ্রেণির কর্মচারী শিক্ষক; পরিবার দেখাশোনার পাশাপাশি বাড়তি রোজগার, শিক্ষার্থী থেকে স্যার/সালাম সম্মানের আশায় এলেও আসা যায়, কিন্তু ভালোবেসে এ পেশায় আসার কারণ কী হতে পারে? ভালোবেসে পেশা বাছাই, স্বপ্ন নিয়ে পেশায় আগমনের হেতু কী? অর্থনৈতিক দুরবস্থার কারণে (যদিও আগের তুলনায় একটু ভালো) বেশির ভাগ শিক্ষকের চেক বন্ধক রেখে লোন নিতে হয়। পদে পদে আর্থিক অপমানের শিকার হতে হয়।
মাননীয় শিক্ষামন্ত্রী আপনি যথার্থই বলেছেন, বেশির ভাগ শিক্ষকই ঘটনাচক্রে শিক্ষক। ঘটনাচক্রে শিক্ষক হলেও এ পেশায় আসতে দীর্ঘ বন্ধুর পথ পাড়ি দিতে হয়েছে। একসময় এ পেশায় দীর্ঘ পথ চলতে চলতে শিক্ষক ভালোবাসায় জড়িয়ে পড়েছে। ভালোবেসে না এলেও আসার পরে ভালোবাসা হয়ে গেছে। আজ ভালোবেসে মনে-প্রাণে শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে যারপরনাই চেষ্টা করছে তারা। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আগের তুলনায় অনেক এগিয়েছে। প্রত্যেকে নিজের সামর্থ্য অনুযায়ী একে আরও এগিয়ে নিতে সচেষ্ট। কিন্তু আপনারাই যদি আমাদের তাচ্ছিল্য করেন, তাহলে অন্যরা কীভাবে আমাদের মূল্যায়ন করবে? তবে আর যেন কেউ ঘটনাচক্রে এ পেশায় না আসে, সে ব্যবস্থা করলেই তো ভালোবেসে বা স্বপ্ন বুনে এ পেশায় আগমন ঘটবে। উপলব্ধিই যখন করেছেন, তখন এর শেকড়ে গিয়ে সমাধানের ব্যবস্থা আপনারাই করবেন—সেই আশাবাদ রেখে যাচ্ছি।
মো. আবু নাসের খান: প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব), পশ্চিম চরহোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দশমিনা, পটুয়াখালী
ঘটনাচক্রে শিক্ষক! শিক্ষামন্ত্রীর মন্তব্যে তুচ্ছতাচ্ছিল্য থাকলেও আমি গর্বিত। সাধুবাদ শিক্ষামন্ত্রীর মন্তব্যকে। অনেক দেরি হয়ে গেছে। তবু শিক্ষামন্ত্রীর বাস্তবতানির্ভর এ অনুধাবনকে সাধুবাদ জানাই। আজ আমি শিক্ষক, নাকি চাকরিজীবী—এ দুইয়ের তফাৎ নিয়ে ভাবি না। কিন্তু ভাবা দরকার ছিল। নিজের ও জাতির ভালোর কথা ভেবেই এ চিন্তা আসা উচিত ছিল।
শিক্ষক হলে তো প্রশিক্ষণ গ্রহণ ও পাঠদান এবং শিক্ষার উন্নয়ন নিয়ে ভাবতাম। আজ এর পাশে মর্যাদা ও বেতন নিয়ে ভাবতে ভালো লাগে। পেশাজীবীদের অন্তর্ভুক্ত পেশা শিক্ষকতায় যুক্ত থেকে বেতন নিয়ে ভাবাটা আমার লোভের বহিঃপ্রকাশ হবে বোধ হয়। রাজনীতি, চিকিৎসক, আইনজীবী ও সাংবাদিকসহ অন্য পেশাজীবীরা হয়তো লোভী নন। সংগত কারণেই তাঁরা সম্মান নিয়ে ভাবছেন। আজ আমি আমার অসংগত চিন্তা ও ঘটনাচক্র নিয়ে কিছু বলছি—
আলোচনাটা শিক্ষকতা নিয়ে। তবুও প্রারম্ভিক আলোচনায় উঠে আসে ছাত্রত্ব। ছাত্র হিসেবে একেবারে খারাপ ছিলাম না। প্রাথমিক ডিঙিয়ে নিম্ন মাধ্যমিক পেরোনোর পর পরিবারের উপদেশে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে হলো। তথ্যপ্রযুক্তির সুবিধাহীন সে সময়ে অগ্রজদের উপদেশই পথ দেখিয়েছে। অগ্রজদের দেখানো পথেই এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হই। পরিবারের হাল ধরতে বড্ড তাড়াহুড়োয় রসায়ন বিষয়ে সম্মানটা (অনার্স) শেষ না করেই ২০০৩ সালে বিএটা শেষ করলাম। ২০০৪ সালে প্রাথমিক শিক্ষায় নিয়োগ বিজ্ঞপ্তি দিল। বাবার আদেশ—‘দরখাস্ত করো’।
সেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে প্রায় দু বছর লেগে যায়। ফাঁকে একটা কোম্পানিতে চাকরিও করা হয়েছিল। কোনো ধরনের এদিক-সেদিক ছাড়াই প্রাথমিক বিদ্যালয়ে চাকরিটা হয়ে গেল। সংসারের বড় ছেলে বলে চাকরি এটাই করতে হবে; বাড়ি-ঘরও দেখা হবে, চাকরিও করা হবে। কোম্পানি চাকরি ইস্তফা দিয়ে শুধু ছাত্রত্বর যোগ্যতা নিয়ে শিক্ষকতায় যোগ দিলাম। কারণ, আজও বাবার অবাধ্য হতে পারিনি। এভাবেই ঘটনাচক্রে আমি শিক্ষক।
সরকার যোগ্যতার মানদণ্ড অনুযায়ীই এটা হলো। তৎকালীন ১৭ গ্রেডে যোগদানের পর বিভিন্ন সময়ে আন্দোলন করে চাকরির ১৫ বছর পর আজ ১৩ গ্রেডে উন্নীত হয়েছি। একটা টাইমস্কেল নিয়ে ১২ গ্রেডে অবস্থান। ২০১৫ সালের পে-স্কেল কেড়ে নিল দুটি টাইমস্কেল। অনেককে চলে যেতে দেখেছি একই পদে চাকরি করে; নেই কোনো পদোন্নতি। প্রধান শিক্ষকেরা আজও তৃতীয় শ্রেণির কর্মচারী।
যদিও ২০১৪ সালে মাননীয় প্রধানমন্ত্রী এই পদকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তাও আটকে আছে আমলাতান্ত্রিক জটিলতায়। ২০১৪ সালের ঘোষণা বাস্তবায়ন না হওয়া ও ২০১৫ সালের টাইমস্কেল কেড়ে নেওয়ার বিষয়টি চক্রাকার ঘটনার এক অর্ধবৃত্ত এঁকে রেখেছে। পূর্ণবৃত্ত অঙ্কন করে দিতে ঘটনাচক্রে নিয়োগকৃত শিক্ষকদের পেশাগত সম্মান কেড়ে নিয়ে স্রেফ চাকরিজীবী ভাবাটা খুবই জরুরি। প্রধান শিক্ষকের পাশে তৃতীয় শ্রেণির কর্মচারী দেখা চোখগুলো বুজে নয়, চেয়ে থেকেই অনুধাবন করা সম্ভব সহকারী শিক্ষক শ্রেণিহীন বৈকি।
একজন শিক্ষক শ্রেণিতে পাঠদান করবেন শিক্ষার্থীর মেধা-মনন, ভৌগোলিক অবস্থান ও পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে। কিন্তু সেখানেও বাধ সাধে বিভিন্ন পরিপত্র। নির্দিষ্ট ও নির্ধারিত করে দেওয়া হয় পাঠ, তথা পাঠদান পদ্ধতি। প্রতিনিয়ত পরিবর্তন করা হচ্ছে শিক্ষার নীতিমালা। শতভাগ ভর্তি নিশ্চিত করা, বই বিতরণ, শিশু জরিপ, হোম ভিজিট, উপকরণ তৈরি, ফিডিং কার্যক্রম, উপবৃত্তি কার্যক্রম, ভোটার তথ্য সংগ্রহ, মা-সমাবেশ, উঠান বৈঠক, ঠিকাদারি, বিদ্যালয়ে বিভিন্ন রেজিস্ট্রার লেখা, স্বাস্থ্য দপ্তরকে সহযোগিতা করাসহ আরও নানা কাজ করতে হয় পাঠদানের পাশাপাশি। এত কিছুর পরও শিক্ষকেরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করেন শুধু কোমলমতি শিশুদের কথা চিন্তা করে। শিশুদের ভালোবাসার কাছে এসব কাজের ক্লান্তি যেন কিছুই না। শিশুদের ভালোবাসার কাছে হেরে গিয়ে জাতি গড়ার কাজে নিয়োজিত বলে আমি গর্বিত।
সরকারের অন্য সব দপ্তর শিক্ষা অফিসারের চেয়ে শ্রেণি বিবেচনায় উন্নত। বহু ক্যাডারের ভিড়ে ক্যাডারহীন শিক্ষা অফিসার শ্রীহীন। শ্রীহীনের অধস্তন তৃতীয় শ্রেণির কর্মচারী শিক্ষক; পরিবার দেখাশোনার পাশাপাশি বাড়তি রোজগার, শিক্ষার্থী থেকে স্যার/সালাম সম্মানের আশায় এলেও আসা যায়, কিন্তু ভালোবেসে এ পেশায় আসার কারণ কী হতে পারে? ভালোবেসে পেশা বাছাই, স্বপ্ন নিয়ে পেশায় আগমনের হেতু কী? অর্থনৈতিক দুরবস্থার কারণে (যদিও আগের তুলনায় একটু ভালো) বেশির ভাগ শিক্ষকের চেক বন্ধক রেখে লোন নিতে হয়। পদে পদে আর্থিক অপমানের শিকার হতে হয়।
মাননীয় শিক্ষামন্ত্রী আপনি যথার্থই বলেছেন, বেশির ভাগ শিক্ষকই ঘটনাচক্রে শিক্ষক। ঘটনাচক্রে শিক্ষক হলেও এ পেশায় আসতে দীর্ঘ বন্ধুর পথ পাড়ি দিতে হয়েছে। একসময় এ পেশায় দীর্ঘ পথ চলতে চলতে শিক্ষক ভালোবাসায় জড়িয়ে পড়েছে। ভালোবেসে না এলেও আসার পরে ভালোবাসা হয়ে গেছে। আজ ভালোবেসে মনে-প্রাণে শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে যারপরনাই চেষ্টা করছে তারা। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আগের তুলনায় অনেক এগিয়েছে। প্রত্যেকে নিজের সামর্থ্য অনুযায়ী একে আরও এগিয়ে নিতে সচেষ্ট। কিন্তু আপনারাই যদি আমাদের তাচ্ছিল্য করেন, তাহলে অন্যরা কীভাবে আমাদের মূল্যায়ন করবে? তবে আর যেন কেউ ঘটনাচক্রে এ পেশায় না আসে, সে ব্যবস্থা করলেই তো ভালোবেসে বা স্বপ্ন বুনে এ পেশায় আগমন ঘটবে। উপলব্ধিই যখন করেছেন, তখন এর শেকড়ে গিয়ে সমাধানের ব্যবস্থা আপনারাই করবেন—সেই আশাবাদ রেখে যাচ্ছি।
মো. আবু নাসের খান: প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব), পশ্চিম চরহোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দশমিনা, পটুয়াখালী
বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান যুদ্ধ-সংঘাত, দুরবস্থা, দ্বৈতনীতি, পক্ষপাতিত্ব ইত্যাদির ভেতর বাংলাদেশ কেমন আছে? ফুটন্ত তেলের কড়াই থেকে জ্বলন্ত চুলা, আবার চুলা থেকে টগবগে কড়াই—এই তো চলছে এ দেশের জনগণকে নিয়ে। বরং যত দিন যাচ্ছে কড়াইয়ের তেল ও চুলার আগুন উভয়ই আরও উত্তপ্ত ও পরাবাস্তব হয়ে উঠছে।
১৯ ঘণ্টা আগেগত আট মাসে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক ব্যতিক্রমী দৃশ্যমানতা তৈরি হয়েছে ২৬টি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের মধ্য দিয়ে। ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের রেশ না কাটতেই একে একে এদের উত্থান অনেককেই বিস্মিত করেছে, কেউ কেউ দেখেছেন সম্ভাবনার নতুন আলো, আবার কেউ কেউ দেখেছেন এটি বিদ্যমান রাজনৈতিক অস্থিরতারই
১৯ ঘণ্টা আগেশিক্ষা মন্ত্রণালয়ের ডিআইএতে নিয়োগ নিয়ে যা হয়ে গেল, তাকে ‘ম্যাজিক কারবার’ বলা হলে ভুল বলা হবে না। সকালে পরীক্ষা নিয়ে রাতেই ফল প্রকাশ করার এক অতি মানবীয় দৃষ্টান্ত স্থাপন করেছে ডিআইএ। তারাই প্রশ্নপত্র প্রণয়ন করেছে, তারাই খাতা মূল্যায়নের ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ছিল। সুতরাং এই ম্যাজিকের জন্মদাতা কে—তা
১৯ ঘণ্টা আগেবাংলাদেশে এখন প্রেমও রাজনৈতিক। আগে প্রেমে পড়লে মানুষ কবিতা লিখত, এখন ফেসবুক স্ট্যাটাস দেয়। একসময় ‘কিছু বলব না, বুঝে নিও’ টাইপ প্রেমিকা ছিল—এখন ‘টক্সিসিটিই প্রেমের সৌন্দর্য’ বলে নিজের ফ্যান-ফলোয়ারদের মাঝে থ্রো করে দেয় একখানা থিওরিটিক্যাল বোমা।
১৯ ঘণ্টা আগে