Ajker Patrika

নাশকতাকারীরা কেউই ছাত্র নয়, শক্ত হাতে দমনে দেশবাসীকে আহ্বান জানাই: প্রধানমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নাশকতাকারীরা কেউই ছাত্র নয়, শক্ত হাতে দমনে দেশবাসীকে আহ্বান জানাই: প্রধানমন্ত্রী 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন যারা নাশকতা করছে, তারা কেউই ছাত্র নয়, তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই। আজ রোববার নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকের পর প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বার্তা থেকে এ তথ্য জানা গেছে। 

আজ রোববার সকাল থেকে সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ডাকা অসহযোগ আন্দোলন চলছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে। এরই মধ্যে এই সহিংসতায় ১৩ জন নিহত হয়েছে। 

প্রেস উইং থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, প্রধানমন্ত্রী বলেছেন, ‘এখন যারা নাশকতা করছে, এরা কেউ ছাত্র নয়। এরা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের কঠোরভাবে দমন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাই।’ 

এর আগে আজ বেলা ১১টার পর গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটি সঙ্গে বৈঠক করেন কমিটির আহ্বায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের মন্ত্রী-প্রতিমন্ত্রী, নিরাপত্তা উপদেষ্টা, সচিব, সেনা, নৌ, বিমান, পুলিশ, বিজিবি, কোস্ট গার্ড, ফোর্সেস ইন্টেলিজেন্স ও এনএসআই প্রধানসহ এ কমিটির সদস্য ২৯ জন। 

নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির কাজ হচ্ছে দেশের নিরাপত্তা এবং প্রতিরক্ষা সংক্রান্ত যাবতীয় সমস্যা ও কার্যক্রম পুনঃনিরীক্ষণ বা রিভিউ; দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাজনিত পরিস্থিতি মূল্যায়ন; দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়াদির ওপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান ও প্রয়োজনে মন্ত্রিসভার জন্য সুপারিশ প্রণয়ন এবং সংশ্লিষ্ট বিষয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত