Ajker Patrika

কাঠগড়া ছাড়া দেশে হাসিনার কোনো স্থান নেই: ফরিদা আখতার

অনলাইন ডেস্ক
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১৫: ৩৫
পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে ফরিদা আখতার। ছবি: আজকের পত্রিকা
পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে ফরিদা আখতার। ছবি: আজকের পত্রিকা

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘শেখ হাসিনা যদি দেশে আসেন, তাহলে আসবেন গণহত্যার আসামি হিসেবে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে। এ ছাড়া আর কোথাও জায়গা নেই তাঁর।’

আজ রোববার বিকেলে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বৈষম্যবিরোধী আন্দোলনে বিজিবির উদ্যোগে আহতদের পুনর্বাসন সহায়তা কার্যক্রমের অনুষ্ঠানে ফরিদা আখতার এ কথা বলেন। এ অনুষ্ঠানে কবি ও চিন্তক ফরহাদ মজহারও উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

ফরিদা আখতার বলেন, ‘তিনি (শেখ হাসিনা) প্রতিদিনই দেশের এদিক দিয়া ঢোকেন, ওদিক দিয়ে ঢোকেন! কিন্তু তাঁর মনে রাখতে হবে, তাঁকে এসে কাঠগড়ায় দাঁড়াতে হবে।’

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব সম্পর্কে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘আমাদের দায়িত্ব শুধু কয়েকটা মন্ত্রণালয় চালানো না, আমাদের দায়িত্ব একটা নির্বাচিত সরকারের থেকেও বেশি। যতটুকু সময় আমরা থাকি না কেন—আমাদের দায়বদ্ধতা থাকবে। যদি আমরা আমাদের দায়িত্ব পালন করতে না পারি, তাহলে আমাদের অবশ্যই সাজা দেবেন।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুরুষের পাশাপাশি নারীদেরও অবদান ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘শুধু পুরুষ নন, নারীরাও সমানভাবে আন্দোলনে নেমে এসেছিলেন। ছাত্র-জনতার প্রতিবাদের মুখে ফ্যাসিস্ট হাসিনা বিতাড়িত হয়েছে। অনেকগুলো হাসপাতাল ঘুরেছে, একটা ছেলের হাত কেটে গেছে—সে ক্রিকেট খেলত, কিন্তু তার চোখে-মুখে বিষাদ নয়, ছিল আনন্দ। বলছে, এমন ঘটলে আবারও সে রাস্তায় নামবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত