নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাইকারি বাজারে পণ্যের দাম কমে এলেও খুচরা বাজারে এখনো নিয়ন্ত্রণে আসেনি। রমজানের প্রথম দিনে বাজার মনিটর করতে এসে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী পাইকারি ও খুচরা সব দোকানে মূল্যতালিকা টানানোর নির্দেশ দিয়েছেন। কেউ মূল্যতালিকা না টানালে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
হঠাৎ করে মাংসের দাম বেড়ে যাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘মাংসের বিষয়টি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় দেখে থাকে। ইতিমধ্যে রমজান উপলক্ষে ওই মন্ত্রণালয়ের অধীনে মাছ-মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।’
বিভিন্ন জায়গায় চাঁদাবাজির বিষয়ে প্রশ্ন করা হলে বাণিজ্যমন্ত্রী বলেন, চাঁদাবাজির বিষয় নিয়ে এই সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক হবে। সেখানে বিষয়টি উত্থাপন করা হবে। চাঁদাবাজি বন্ধে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবির গাড়ি থেকে ২৫০ জন পণ্য নিয়ে যাচ্ছেন, হয়তো সেখানে দাঁড়িয়ে থাকা ২০-২৫ জন নিতে পারেননি। যাঁরা পেলেন না, মিডিয়ায় তাঁদের বিষয়টি ফলাও করে প্রচার করা হয়। যাঁরা পণ্য পেলেন, তাঁদের বিষয়টি প্রচার করা হয় না। যাঁরা পণ্য পেলেন, তাঁদের বিষয়টি প্রচার করার অনুরোধ করেন মন্ত্রী।
বাজার তদারকির সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান, এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাইকারি বাজারে পণ্যের দাম কমে এলেও খুচরা বাজারে এখনো নিয়ন্ত্রণে আসেনি। রমজানের প্রথম দিনে বাজার মনিটর করতে এসে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী পাইকারি ও খুচরা সব দোকানে মূল্যতালিকা টানানোর নির্দেশ দিয়েছেন। কেউ মূল্যতালিকা না টানালে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
হঠাৎ করে মাংসের দাম বেড়ে যাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘মাংসের বিষয়টি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় দেখে থাকে। ইতিমধ্যে রমজান উপলক্ষে ওই মন্ত্রণালয়ের অধীনে মাছ-মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।’
বিভিন্ন জায়গায় চাঁদাবাজির বিষয়ে প্রশ্ন করা হলে বাণিজ্যমন্ত্রী বলেন, চাঁদাবাজির বিষয় নিয়ে এই সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক হবে। সেখানে বিষয়টি উত্থাপন করা হবে। চাঁদাবাজি বন্ধে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবির গাড়ি থেকে ২৫০ জন পণ্য নিয়ে যাচ্ছেন, হয়তো সেখানে দাঁড়িয়ে থাকা ২০-২৫ জন নিতে পারেননি। যাঁরা পেলেন না, মিডিয়ায় তাঁদের বিষয়টি ফলাও করে প্রচার করা হয়। যাঁরা পণ্য পেলেন, তাঁদের বিষয়টি প্রচার করা হয় না। যাঁরা পণ্য পেলেন, তাঁদের বিষয়টি প্রচার করার অনুরোধ করেন মন্ত্রী।
বাজার তদারকির সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান, এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের শ্রমিকদের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। আগামী ৬ বছরের ব্যবধানে দেশটি বাংলাদেশ থেকে ১২ লাখ শ্রমিক নেবে বলে আশা করছে অন্তর্বর্তী সরকার। তাঁদের মধ্যে প্রায় ২০ হাজার শ্রমিক নেবে বিনা খরচে।
৭ ঘণ্টা আগেরাজধানী ঢাকায় এবার বিদ্যুৎ-চালিত (ইলেকট্রিক) বাস নামানোর পরিকল্পনা করা হয়েছে। এ জন্য আড়াই হাজার কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে পাঠানো এই প্রস্তাবে বলা হয়েছে, প্রকল্পে ৪০০ বিদ্যুৎ-চালিত বাস কেনা হবে। এসব বাসের ডিপো...
৭ ঘণ্টা আগেধানের শীষের মেয়র প্রার্থী ইশরাক হোসেনের দায়েরকৃত নির্বাচনী মামলার রায় ও নির্বাচন কমিশনের আপিল দায়ের না করা বিষয়ে কোন আইনি জটিলতা আছে কিনা-সে বিষয়ে আইন ও বিচার বিভাগে চিঠি দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
১১ ঘণ্টা আগেইন্টারনেটের দাম জুলাই থেকে ২০ শতাংশ কমছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়্যব। তিনি বলেছেন, ‘মূল্য এ বছরের জুলাই মাস থেকে ইন্টারনেট সেবা প্রদানকারী (আইএসপি) ও আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) স্তরে ইন্টারনেটের দাম ২০ শতাংশ হারে কমানো হবে।’
১১ ঘণ্টা আগে