Ajker Patrika

পাইকারিতে পণ্যের দাম কমলেও খুচরা বাজারে কমেনি: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১৪: ৫৬
পাইকারিতে পণ্যের দাম কমলেও খুচরা বাজারে কমেনি: বাণিজ্যমন্ত্রী

পাইকারি বাজারে পণ্যের দাম কমে এলেও খুচরা বাজারে এখনো নিয়ন্ত্রণে আসেনি। রমজানের প্রথম দিনে বাজার মনিটর করতে এসে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী পাইকারি ও খুচরা সব দোকানে মূল্যতালিকা টানানোর নির্দেশ দিয়েছেন। কেউ মূল্যতালিকা না টানালে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  

হঠাৎ করে মাংসের দাম বেড়ে যাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘মাংসের বিষয়টি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় দেখে থাকে। ইতিমধ্যে রমজান উপলক্ষে ওই মন্ত্রণালয়ের অধীনে মাছ-মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।’

বিভিন্ন জায়গায় চাঁদাবাজির বিষয়ে প্রশ্ন করা হলে বাণিজ্যমন্ত্রী বলেন, চাঁদাবাজির বিষয় নিয়ে এই সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক হবে। সেখানে বিষয়টি উত্থাপন করা হবে। চাঁদাবাজি বন্ধে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

বাজার পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রীসাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবির গাড়ি থেকে ২৫০ জন পণ্য নিয়ে যাচ্ছেন, হয়তো সেখানে দাঁড়িয়ে থাকা ২০-২৫ জন নিতে পারেননি। যাঁরা পেলেন না, মিডিয়ায় তাঁদের বিষয়টি ফলাও করে প্রচার করা হয়। যাঁরা পণ্য পেলেন, তাঁদের বিষয়টি প্রচার করা হয় না। যাঁরা পণ্য পেলেন, তাঁদের বিষয়টি প্রচার করার অনুরোধ করেন মন্ত্রী।

বাজার তদারকির সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান, এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত