কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
রোহিঙ্গা-সংকট সমাধানে সাত বছর ধরে অনেক প্রতিশ্রুতি দিচ্ছে আঞ্চলিক শক্তি চীন। কিন্তু প্রতিশ্রুতির তুলনায় দেশটির দিক থেকে বাস্তব পদক্ষেপ খুবই কম। আজ সোমবার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য টেকসই ভবিষ্যৎ বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ও সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের ফরেন সার্ভিস একাডেমি এ সেমিনারের আয়োজন করে।
রোহিঙ্গা-সংকট সমাধানে চীনের নেতৃত্বে বাংলাদেশ ও মিয়ানমারকে যুক্ত করে একটি ত্রিপক্ষীয় ব্যবস্থা চালু আছে।
উপদেষ্টা বলেন, মিয়ানমারে চীনের গভীর স্বার্থ আছে। আর মিয়ানমার বলতে বাংলাদেশ রাখাইন বোঝে। কারণ দেশটির সঙ্গে সীমান্তের বেশির ভাগই রাখাইনের সঙ্গে। কিন্তু রাখাইন অঞ্চল এখন আরাকান আর্মির দখলে। চীনের সঙ্গে মিয়ানমারের সব অংশের প্রতিনিধিদের যোগাযোগ আছে। এ কারণে মিয়ানমারে শান্তি ফিরিয়ে আনতে দেশটির অভ্যন্তরীণ সমস্যা সমাধানের জন্য চীনকে অনুরোধ করা হয়েছে।
তৌহিদ হোসেন আরও বলেন, রোহিঙ্গাদের সংকটের দীর্ঘমেয়াদি সমাধানের জন্য তাঁরা যে স্থান থেকে বিতাড়িত হয়েছে, সেখানে নিরাপত্তা ও অধিকারসহ ফেরত যাওয়া নিশ্চিত করতে হবে। এটিই একমাত্র পথ। আর ফিরে যাওয়ার পর যাতে তারা আর নৃশংসতার শিকার না হয়, এটি আশিয়ানসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে নিশ্চিত করতে হবে।
আন্তর্জাতিক সম্প্রদায় সাহায্য কমিয়ে আনছে, এমনটি উল্লেখ করে উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সমস্যার বড় দিক চাহিদা অনুযায়ী সহায়তা অব্যাহত রাখা। এমন অবস্থায় মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসনের একটি রোডম্যাপ তৈরি করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান ও সিজিএস পরিচালক অধ্যাপক এ এস এম আলী আশরাফ সেমিনারে বক্তব্য দেন।
রোহিঙ্গা-সংকট সমাধানে সাত বছর ধরে অনেক প্রতিশ্রুতি দিচ্ছে আঞ্চলিক শক্তি চীন। কিন্তু প্রতিশ্রুতির তুলনায় দেশটির দিক থেকে বাস্তব পদক্ষেপ খুবই কম। আজ সোমবার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য টেকসই ভবিষ্যৎ বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ও সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের ফরেন সার্ভিস একাডেমি এ সেমিনারের আয়োজন করে।
রোহিঙ্গা-সংকট সমাধানে চীনের নেতৃত্বে বাংলাদেশ ও মিয়ানমারকে যুক্ত করে একটি ত্রিপক্ষীয় ব্যবস্থা চালু আছে।
উপদেষ্টা বলেন, মিয়ানমারে চীনের গভীর স্বার্থ আছে। আর মিয়ানমার বলতে বাংলাদেশ রাখাইন বোঝে। কারণ দেশটির সঙ্গে সীমান্তের বেশির ভাগই রাখাইনের সঙ্গে। কিন্তু রাখাইন অঞ্চল এখন আরাকান আর্মির দখলে। চীনের সঙ্গে মিয়ানমারের সব অংশের প্রতিনিধিদের যোগাযোগ আছে। এ কারণে মিয়ানমারে শান্তি ফিরিয়ে আনতে দেশটির অভ্যন্তরীণ সমস্যা সমাধানের জন্য চীনকে অনুরোধ করা হয়েছে।
তৌহিদ হোসেন আরও বলেন, রোহিঙ্গাদের সংকটের দীর্ঘমেয়াদি সমাধানের জন্য তাঁরা যে স্থান থেকে বিতাড়িত হয়েছে, সেখানে নিরাপত্তা ও অধিকারসহ ফেরত যাওয়া নিশ্চিত করতে হবে। এটিই একমাত্র পথ। আর ফিরে যাওয়ার পর যাতে তারা আর নৃশংসতার শিকার না হয়, এটি আশিয়ানসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে নিশ্চিত করতে হবে।
আন্তর্জাতিক সম্প্রদায় সাহায্য কমিয়ে আনছে, এমনটি উল্লেখ করে উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সমস্যার বড় দিক চাহিদা অনুযায়ী সহায়তা অব্যাহত রাখা। এমন অবস্থায় মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসনের একটি রোডম্যাপ তৈরি করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান ও সিজিএস পরিচালক অধ্যাপক এ এস এম আলী আশরাফ সেমিনারে বক্তব্য দেন।
বইমেলার ঠিক পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন। একেকটি ট্রেন থামে, আর হুড়মুড় করে স্টেশনে নামে মানুষ। বড় অংশের গন্তব্য বইমেলা। আরেক অংশের গতিমুখ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল। রাজধানীতে সরস্বতীপূজার অন্যতম আয়োজনটা হয় এখানে। গতকাল সোমবার ছিল সরস্বতীপূজা।
১৯ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে থেমে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় আরোহী ভগ্নিপতি ও শ্যালিকা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।
২ ঘণ্টা আগেকর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পাওনা পরিশোধ না করে আত্মসাৎ এবং তাঁদের হয়রানিসহ নানা অনিয়মের অভিযোগে জাতীয় মহিলা সংস্থায় অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার রাজধানীর বেইলি রোডে দুদকের সহকারী পরিচালক শাহ আলমে শেখের নেতৃত্বে তিন সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে।
২ ঘণ্টা আগেকারাগারে আটক সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান ফেসবুক ব্যবহারের দাবিটি গুজব বলে জানিয়েছে কারা অধিদপ্তর। আজ সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল-ফরহাদ এ তথ্য জানান।
৩ ঘণ্টা আগে