নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুলিশ সদস্যদের আবাসন ও খাদ্য ব্যবস্থার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর বিমানবন্দর, উত্তরা পশ্চিম ও তুরাগ—এই তিনটি থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন উপদেষ্টা।
তিনি বলেন, ‘আজকের পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল পুলিশের অধস্তন সদস্যদের থাকা-খাওয়ার ব্যবস্থা সরেজমিনে পর্যালোচনা করা। আমি দেখেছি, তাদের অনেকেরই বসবাসের অবস্থা খুবই করুণ। বিষয়টি প্রধান উপদেষ্টা গুরুত্বের সঙ্গে দেখছেন। সে অনুযায়ী ব্যবস্থা নিতে আমরা মাঠপর্যায়ে যাচ্ছি।’
উপদেষ্টা জানান, রাজধানীর থানাগুলোকে নিজস্ব জায়গা ও ভবনে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সেবার মান বৃদ্ধি পায় এবং জনদুর্ভোগ কমে। এর অংশ হিসেবে আগামী ১ সেপ্টেম্বর থেকে নয়টি থানা নতুন/নিজস্ব ভবনে স্থানান্তর করা হবে। পর্যায়ক্রমে বাকি থানাগুলোকেও স্থানান্তর করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের সময় দায়ের করা মিথ্যা মামলাগুলো নিয়ে আমরা সচেতন। পুলিশকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, যেন কোনো নাগরিককে মিথ্যা মামলায় হয়রানি না করা হয়।’
এ সময় তিনি ওসিদের গণমাধ্যমের সঙ্গে সমন্বয় বজায় রাখা এবং সঠিক তথ্য প্রদান নিশ্চিত করার নির্দেশনা দেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, ‘১৮ কোটি মানুষের দেশে সবকিছু একদিনে সম্ভব নয়। ধীরে ধীরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে আরও হবে।’
তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিল ঠেকাতে পুলিশ কোথাও নিষ্ক্রিয় থাকলে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শনের অংশ হিসেবে উপদেষ্টা আজ দিনের শেষ ভাগে আকস্মিকভাবে পল্লবী থানা পরিদর্শনে যান।
পুলিশ সদস্যদের আবাসন ও খাদ্য ব্যবস্থার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর বিমানবন্দর, উত্তরা পশ্চিম ও তুরাগ—এই তিনটি থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন উপদেষ্টা।
তিনি বলেন, ‘আজকের পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল পুলিশের অধস্তন সদস্যদের থাকা-খাওয়ার ব্যবস্থা সরেজমিনে পর্যালোচনা করা। আমি দেখেছি, তাদের অনেকেরই বসবাসের অবস্থা খুবই করুণ। বিষয়টি প্রধান উপদেষ্টা গুরুত্বের সঙ্গে দেখছেন। সে অনুযায়ী ব্যবস্থা নিতে আমরা মাঠপর্যায়ে যাচ্ছি।’
উপদেষ্টা জানান, রাজধানীর থানাগুলোকে নিজস্ব জায়গা ও ভবনে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সেবার মান বৃদ্ধি পায় এবং জনদুর্ভোগ কমে। এর অংশ হিসেবে আগামী ১ সেপ্টেম্বর থেকে নয়টি থানা নতুন/নিজস্ব ভবনে স্থানান্তর করা হবে। পর্যায়ক্রমে বাকি থানাগুলোকেও স্থানান্তর করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের সময় দায়ের করা মিথ্যা মামলাগুলো নিয়ে আমরা সচেতন। পুলিশকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, যেন কোনো নাগরিককে মিথ্যা মামলায় হয়রানি না করা হয়।’
এ সময় তিনি ওসিদের গণমাধ্যমের সঙ্গে সমন্বয় বজায় রাখা এবং সঠিক তথ্য প্রদান নিশ্চিত করার নির্দেশনা দেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, ‘১৮ কোটি মানুষের দেশে সবকিছু একদিনে সম্ভব নয়। ধীরে ধীরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে আরও হবে।’
তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিল ঠেকাতে পুলিশ কোথাও নিষ্ক্রিয় থাকলে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শনের অংশ হিসেবে উপদেষ্টা আজ দিনের শেষ ভাগে আকস্মিকভাবে পল্লবী থানা পরিদর্শনে যান।
রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আবেদন সরাসরি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে করা যাবে। এই মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটরের কাছে মামলা প্রত্যাহারের আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে অবশ্যই সংশ্লিষ্ট মামলার এজাহার ও প্রযোজ্য ক্ষেত্রে অভিযোগপত্রের (চার্জশিট) সত্যায়িত অনুলিপি দাখিল করতে
৩৪ মিনিট আগেকমডোর মো. শফিউল বারীকে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার। এই নৌ কর্মকর্তাকে ওই পদে নিয়োগ দিতে তাঁর চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদ্যুৎ ও জ্বালানি, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হওয়া মামলায় আসামি গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে ডিএমপির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। আজ রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন রিটটি দায়ের করেন। এতে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার...
২ ঘণ্টা আগে