Ajker Patrika

সংরক্ষিত আসনে সরাসরি ভোট চান নারী নেত্রীরা

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ২০: ৫৯
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সংরক্ষিত নারী আসন বাড়ানোর পাশি সরাসরি নির্বাচন চেয়েছেন নারী নেত্রীরা। আজ শনিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে টেলিভিশনের সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এমনটাই উঠে এসেছে।

বৈঠক শেষে বাংলাদেশ মহিলা পরিষদের সহসভাপতি রেখা চৌধুরী বলেন, আমরা সংরক্ষিত নারী আসন বাড়িয়ে ১৫০টি করার কথা বলেছি। সাংবাদিক আয়েশা কবীর বলেন, নির্বাচনে নারীদের অধিকার, ভূমিকা ও সুযোগ দিতে হবে। প্রার্থী ও ভোটার হিসেবে শুধু নারীই না পুরুষদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করতে বলেছি।

তৃণমূল নারী নেত্রী ও কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম বলেন, ‘আমরা চাচ্ছি সংসদে সরাসরি নির্বাচন করে যাবো। সংরক্ষিত রাখার দরকারটা কি? সংরক্ষিত যারা হচ্ছে তারা ওই পরিমাণ কাজ পাচ্ছে না। আর উপজেলা ভাইস চেয়ারম্যান যারা আছে তাদের কোনো সাইনিং পাওয়ার নাই। সাইনিং পাওয়ার না দেওয়ায় মানুষের কাছে আমরা জবাব দিতে পারি না। সেই ক্ষেত্রে এই পদ না থাকাই ভালো।’

বৈঠকের পর ড. বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনে নারীদের নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়েছে। তারা রাজনৈতিক দলের সব পর্যায়ের কমিটিতে ৩৩ শতাংশ নারী রাখা বাধ্যতামূলক করা, নির্বাচনে ব্যয় কমিয়ে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা, সংসদে সংরক্ষিত নারী আসন সংখ্যা ১০০ বা ১৫০টি করার প্রস্তাব করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

আরপিও সংশোধন থেকে সরলে লন্ডন বৈঠকের ধারাবাহিকতায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া মনে করবে এনসিপি: আখতার

ভারতের ইন্দোরে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

আজকের রাশিফল: মেজাজ সামলে রাখুন, ফেসবুকে দার্শনিকতা বন্ধ করুন

বাড়ি ফেরার পথে লালনশিল্পীকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

এলাকার খবর
Loading...