Ajker Patrika

সুদান সংঘাত: ১৩৫ বাংলাদেশিকে নিয়ে জেদ্দা থেকে এল প্রথম ফ্লাইট 

আপডেট : ০৮ মে ২০২৩, ১৩: ৩৯
সুদান সংঘাত: ১৩৫ বাংলাদেশিকে নিয়ে জেদ্দা থেকে এল প্রথম ফ্লাইট 

যুদ্ধকবলিত সুদান থেকে দেশে ফিরেছেন ১৩৫ বাংলাদেশি। সৌদি আরবের জেদ্দা বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁরা ঢাকা আসেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় তাঁরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তিনি বলেন, সুদান থেকে ১৩৫ জন বাংলাদেশি ফিরেছেন। তাঁদের আর্থিক সহায়তা করা হবে। এ কারণে সুদান ফেরত সবাইকে রেজিস্ট্রেশন করার আহ্বান জানান তিনি।

এর আগে গতকাল রোববার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে তাঁরা জেদ্দা থেকে ঢাকা রওনা হন। এই ১৩৫ জনের মধ্যে ১৭ জন নারী, ১১টি শিশু ও অন্তত ৮ জন অসুস্থ ব্যক্তি রয়েছেন।

সুদানে আটকে যাওয়া বাংলাদেশিদের একাংশ আজ দেশে ফিরেছেনরিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায়, যুদ্ধকবলিত সুদান থেকে ১৩৫ বাংলাদেশি নাগরিক সৌদি এয়ারফোর্সের বিশেষ তিনটি বিমানে জেদ্দা পৌঁছেছেন। দুপুরে দুটি বিমানে ৭০ জন, বিকেলে আরও একটি বিমানে ৬৫ জন বাংলাদেশি জেদ্দায় পৌঁছান।

গত ১৫ এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। সংঘর্ষে এ পর্যন্ত চার শতাধিক মানুষ নিহত হয়েছেন। তাঁদের মধ্যে বেসামরিক লোকজন ছাড়াও জাতিসংঘ কর্মী, মিসরের সহকারী প্রতিরক্ষা উপদেষ্টাও রয়েছেন। সুদানে প্রায় ১ হাজার ৫০০ বাংলাদেশি রয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ৭০০ জন দেশে ফেরত আসার জন্য নিবন্ধন করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত