নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যত খুশি ‘নিরপেক্ষ’ পর্যবেক্ষক পাঠাক, তাতে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে ইইউ প্রতিনিধিদলের ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পর্যবেক্ষক পাঠানোর প্রসঙ্গে অশোক কুমার দেবনাথ বলেন, সেপ্টেম্বরের মধ্যে আবেদনগুলো এলে ভালো হয়। কারণ স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স দরকার হবে। সে ক্ষেত্রে তারা যদি নিরপেক্ষ পর্যবেক্ষক পাঠায়, তাতে নির্বাচন কমিশনের কোনো আপত্তি নেই।
তিনি বলেন, ‘তারা (ইইউ প্রতিনিধিদল) বিভিন্ন বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছে। আগামী জাতীয় নির্বাচন, আমাদের ভোটার, ভোটকেন্দ্র, পর্যবেক্ষক পাঠানোর বিষয় ও সিসি ক্যামেরার বিষয়ে তারা জানতে চেয়েছে।’
ইসির নির্বাচন ব্যবস্থাপনা কর্মকর্তাদের সঙ্গে প্রতিনিধিদলের একটি টেকনিক্যাল টিম ১৮ থেকে ২২ তারিখের মধ্যে আরেকটি বৈঠক করবে বলেও জানান তিনি।
অতিরিক্ত সচিব বলেন, ‘তারা আমাদের প্রস্তুতি দেখেছে। নির্বাচন কমিশনের করা ৯১১টি নির্বাচনে তারা সন্তুষ্ট। পরিবেশ নিয়ে সন্তুষ্ট। তারা আরও বিস্তারিত আলোচনা করবে।’
নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো কথা হয় নাই জানিয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আনা নিয়ে তারা আমাদের কাছে কিছু জানতে চায়নি। তারা জানতে চেয়েছে ভোটারের সংখ্যা কত।’
কমিশনের সক্ষমতা নিয়ে সন্তুষ্ট-অসন্তুষ্ট কিছুই প্রকাশ করেনি জানিয়ে অশোক কুমার দেবনাথ বলেন, ‘আমাদের দ্বাদশ ভোটের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে। কমিশন সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম কি না, তা জানতে চেয়েছে। তারা সন্তুষ্ট হয়েছে।’
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা ও মো. আনিছুর রহমান, ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইইউর প্রতিনিধিদলে বাংলাদেশে ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলিসহ পাঁচজন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যত খুশি ‘নিরপেক্ষ’ পর্যবেক্ষক পাঠাক, তাতে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে ইইউ প্রতিনিধিদলের ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পর্যবেক্ষক পাঠানোর প্রসঙ্গে অশোক কুমার দেবনাথ বলেন, সেপ্টেম্বরের মধ্যে আবেদনগুলো এলে ভালো হয়। কারণ স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স দরকার হবে। সে ক্ষেত্রে তারা যদি নিরপেক্ষ পর্যবেক্ষক পাঠায়, তাতে নির্বাচন কমিশনের কোনো আপত্তি নেই।
তিনি বলেন, ‘তারা (ইইউ প্রতিনিধিদল) বিভিন্ন বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছে। আগামী জাতীয় নির্বাচন, আমাদের ভোটার, ভোটকেন্দ্র, পর্যবেক্ষক পাঠানোর বিষয় ও সিসি ক্যামেরার বিষয়ে তারা জানতে চেয়েছে।’
ইসির নির্বাচন ব্যবস্থাপনা কর্মকর্তাদের সঙ্গে প্রতিনিধিদলের একটি টেকনিক্যাল টিম ১৮ থেকে ২২ তারিখের মধ্যে আরেকটি বৈঠক করবে বলেও জানান তিনি।
অতিরিক্ত সচিব বলেন, ‘তারা আমাদের প্রস্তুতি দেখেছে। নির্বাচন কমিশনের করা ৯১১টি নির্বাচনে তারা সন্তুষ্ট। পরিবেশ নিয়ে সন্তুষ্ট। তারা আরও বিস্তারিত আলোচনা করবে।’
নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো কথা হয় নাই জানিয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আনা নিয়ে তারা আমাদের কাছে কিছু জানতে চায়নি। তারা জানতে চেয়েছে ভোটারের সংখ্যা কত।’
কমিশনের সক্ষমতা নিয়ে সন্তুষ্ট-অসন্তুষ্ট কিছুই প্রকাশ করেনি জানিয়ে অশোক কুমার দেবনাথ বলেন, ‘আমাদের দ্বাদশ ভোটের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে। কমিশন সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম কি না, তা জানতে চেয়েছে। তারা সন্তুষ্ট হয়েছে।’
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা ও মো. আনিছুর রহমান, ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইইউর প্রতিনিধিদলে বাংলাদেশে ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলিসহ পাঁচজন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সতর্ক করে বলেছে, সাবাহ প্রদেশে যাওয়ার আগ্রহী কর্মীদের কোনো প্রতারক চক্রের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হতে এবং তাদের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হচ্ছে।
১ ঘণ্টা আগেরাষ্ট্র কাঠামো সংস্কারে ৩০ রাজনৈতিক দল ও জোটের সঙ্গে দ্বিতীয় ধাপে ২৩ দিনের সংলাপে ১৯টি বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এর মধ্যে ১১টি বিষয়ে নোট অব ডিসেন্ট (আপত্তির নোট) দেওয়ার কথা জানিয়েছে বিএনপিসহ একাধিক দল। গত ২ জুন ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের উদ্বোধন করেন
২ ঘণ্টা আগেরাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে এবং তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছে সেনাবাহিনী।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকাল ট্যারিফ নেগোসিয়েশনে বাংলাদেশ ভারতের চেয়ে ৫ শতাংশ কম শুল্ক পাওয়া অসামান্য অর্জন বলে মনে করছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এই অর্জনের জন্য ব্যবসায়ী মহল সরকারকে প্রাপ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
৬ ঘণ্টা আগে