Ajker Patrika

ইইউর ‘নিরপেক্ষ’ পর্যবেক্ষক চায় ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ জুলাই ২০২৩, ১৪: ৪৬
ইইউর ‘নিরপেক্ষ’ পর্যবেক্ষক চায় ইসি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যত খুশি ‘নিরপেক্ষ’ পর্যবেক্ষক পাঠাক, তাতে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। 

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে ইইউ প্রতিনিধিদলের ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

পর্যবেক্ষক পাঠানোর প্রসঙ্গে অশোক কুমার দেবনাথ বলেন, সেপ্টেম্বরের মধ্যে আবেদনগুলো এলে ভালো হয়। কারণ স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স দরকার হবে। সে ক্ষেত্রে তারা যদি নিরপেক্ষ পর্যবেক্ষক পাঠায়, তাতে নির্বাচন কমিশনের কোনো আপত্তি নেই। 

তিনি বলেন, ‘তারা (ইইউ প্রতিনিধিদল) বিভিন্ন বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছে। আগামী জাতীয় নির্বাচন, আমাদের ভোটার, ভোটকেন্দ্র, পর্যবেক্ষক পাঠানোর বিষয় ও সিসি ক্যামেরার বিষয়ে তারা জানতে চেয়েছে।’ 

ইসির নির্বাচন ব্যবস্থাপনা কর্মকর্তাদের সঙ্গে প্রতিনিধিদলের একটি টেকনিক্যাল টিম ১৮ থেকে ২২ তারিখের মধ্যে আরেকটি বৈঠক করবে বলেও জানান তিনি। 

অতিরিক্ত সচিব বলেন, ‘তারা আমাদের প্রস্তুতি দেখেছে। নির্বাচন কমিশনের করা ৯১১টি নির্বাচনে তারা সন্তুষ্ট। পরিবেশ নিয়ে সন্তুষ্ট। তারা আরও বিস্তারিত আলোচনা করবে।’ 

নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো কথা হয় নাই জানিয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আনা নিয়ে তারা আমাদের কাছে কিছু জানতে চায়নি। তারা জানতে চেয়েছে ভোটারের সংখ্যা কত।’ 

কমিশনের সক্ষমতা নিয়ে সন্তুষ্ট-অসন্তুষ্ট কিছুই প্রকাশ করেনি জানিয়ে অশোক কুমার দেবনাথ বলেন, ‘আমাদের দ্বাদশ ভোটের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে। কমিশন সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম কি না, তা জানতে চেয়েছে। তারা সন্তুষ্ট হয়েছে।’ 

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা ও মো. আনিছুর রহমান, ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইইউর প্রতিনিধিদলে বাংলাদেশে ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলিসহ পাঁচজন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পত্রিকায় নিবন্ধ লেখার পর বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাকে ফেরত নেওয়ার অনুরোধ কাতারের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার অগ্রগতি জানাবে ইউজিসি

বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল যুক্তরাষ্ট্র

শেখ হাসিনার ‘ফেরার পরিকল্পনা’ ঘিরে গোপন বৈঠক, গ্রেপ্তার ২২ নেতা-কর্মী কারাগারে

পর্যটকদের জন্য দ্বার খুলে দিচ্ছে বিশ্বের অন্যতম নিঃসঙ্গ একটি দেশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত