Ajker Patrika

বিচারকদের জন্য বদলি ও পদায়ন নীতিমালার খসড়া প্রকাশ

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ২৩: ১৮
ফাইল ছবি
ফাইল ছবি

অধস্তন আদালতের বিচারকদের জন্য বদলি ও পদায়ন নীতিমালার খসড়া প্রণয়ন করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। নীতিমালা সম্পর্কে বিচারকদের মতামত চেয়ে চিঠি পাঠানো হয়েছে। আগামী ৭ নভেম্বরের মধ্যে নীতিমালার বিষয়ে মতামত দিতে বলা হয়েছে চিঠিতে।

আজ রোববার সুপ্রিম কোর্ট প্রশাসন বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।

খসড়া নীতিমালায় বলা হয়েছে, এক কর্মস্থলে তিন বছর পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন। তবে বিশেষ ক্ষেত্রে প্রধান বিচারপতি চাইলে এক বছর বাড়াতে পারবেন। আর চৌকি আদালতে কেবল এক বছর। দেওয়ানি ও ফৌজদারি আদালতে পর্যায়ক্রমে দায়িত্ব পালন করতে হবে। একটি নির্দিষ্ট জেলায় তিনবারের বেশি বদলি করা যাবে না।

খসড়া নীতিমালায় আরও বলা হয়েছে, যে আদালতে পরিবারের কেউ (স্বামী, স্ত্রী, বাবা, মা, শ্বশুর, শাশুড়ি, ভাই, বোন, নানা, দাদা) আইনজীবী আছেন, সেখানে বদলি করা যাবে না।

যেখানে বিচারক ১০ শতাংশ জমি কিনেছেন, সেই জেলায় বদলি করা যাবে না। এছাড়া স্বামী-স্ত্রী বিচারক হলে একই কর্মস্থলে বদলির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ড্রাইভিং লাইসেন্সে বিআরটিএর নিয়ন্ত্রণ থাকছে না: উপদেষ্টা ফাওজুল কবির

ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় নতুন ৩ ব্যাটালিয়ন, দুই হাজার ২৫৮ পদ সৃষ্টি

সন্তান জন্মের ৪ মাস পর বিয়ের খবর দিলেন জেমস

প্রবাসীর স্ত্রীকে বেঁধে মারধর, সালিসে তালাক নিয়ে আরেকজনের সঙ্গে বিয়ে

কাপের অবশিষ্ট কফি ড্রেনে ঢেলে দেওয়ায় নারীকে ২৪ হাজার টাকা জরিমানা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ