Ajker Patrika

জামায়াতের রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞার বিষয়ে শুনানি ৩১ আগস্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জামায়াতের রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞার বিষয়ে শুনানি ৩১ আগস্ট

জামায়াতের নিবন্ধন সংক্রান্ত আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলটির রাজনৈতিক কর্মসূচি পালনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনের শুনানি হবে আগামী ৩১ আগস্ট। ওই দিন জামায়াতে ইসলামীর আমির ও সেক্রেটারি জেনারেলসহ সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে করা আদালত অবমাননার আবেদনেরও শুনানি হবে। 

আজ বৃহস্পতিবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন।
এর আগে তরীকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ কয়েকজন আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় দুটি আবেদন করেন। যাতে জামায়াতের নিবন্ধন নিয়ে চলা মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনের ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়। সেই সঙ্গে জামায়াত নেতাদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনও করা হয়। 

আবেদন দুটি গত ২৬ জুন আপিল বিভাগের চেম্বার আদালতে উপস্থাপন করা হলে তা আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার আবেদন দুটি আপিল বিভাগের কার্যতালিকায় ওঠে। আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার তানিয়া আমীর ও আহসানুল করীম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত