Ajker Patrika

বেইলি রোডে আগুন, চীনা পররাষ্ট্রমন্ত্রীর শোক

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১২: ২৯
বেইলি রোডে আগুন, চীনা পররাষ্ট্রমন্ত্রীর শোক

রাজধানী ঢাকার বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আজ সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের কাছে পাঠানো এক চিঠিতে তিনি এই শোক প্রকাশ করেন। 

বাংলাদেশে চীনা দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গত ২৯ ফেব্রুয়ারি ঢাকার একটি শপিং মলে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোকবার্তা পাঠান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে। 

শোকবার্তায় ওয়াং ই বলেন, ‘ঢাকার একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় তিনি মর্মাহত ও দুঃখিত। তিনি হতাহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন, নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।’ 

উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি রাত ৯টা ৫০ মিনিটের দিকে ভবনে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ভবনে থাকা বিভিন্ন দোকান ও রেস্তোরাঁর কর্মী এবং সেখানে খেতে যাওয়া ব্যক্তিরা আগুনের মুখে আটকা পড়ে। রাত ১১টা ৫০ মিনিটের দিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু পুরো ভবন ছিল আবদ্ধ। অগ্নিনিরাপত্তা ব্যবস্থাও ছিল না। 

পুলিশ ও ফায়ার সার্ভিসের ধারণা, ভবনটির নিচের তলার চা-কফির দোকান ‘চুমুক’ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফলে আগুন ওপরের দিকে উঠে দ্রুত ছড়িয়ে পড়েছে। মানুষ নিচে নামার সুযোগ পায়নি। আগুনে ৪৬ জনের মৃত্যু হয়েছে, যাদের সবারই শ্বাসনালি পুড়ে গেছে। 

গ্রিন কোজি কটেজ নামের সাততলা ভবনটির নিচ থেকে ওপর পর্যন্ত পুরোটাই বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয়। এর মধ্যে নিচতলায় একাধিক কাপড়ের দোকান ও বিভিন্ন ইলেকট্রনিকস পণ্যের যন্ত্রাংশ বিক্রি হয়। দ্বিতীয় তলা থেকে ওপরের দিকে কাচ্চি ভাই, কেএফসি, পিজ্জা ইনসহ বেশ কয়েকটি রেস্তোরাঁ ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত