Ajker Patrika

রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন যুক্তরাষ্ট্রের ২ কংগ্রেসম্যান

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন যুক্তরাষ্ট্রের ২ কংগ্রেসম্যান

যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলীয় কংগ্রেসম্যান অ্যাড কেস আজ শনিবার ঢাকা পৌঁছেছেন। বিরোধী রিপাবলিকান দলীয় কংগ্রেসম্যান রিচার্ড ম্যাককরমিকের আগামীকাল রোববার প্রথম প্রহরে ঢাকা পৌঁছানোর কথা। 

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, তাঁরা রোববার কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবির দেখতে যাবেন বলে একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে। 

আজ থেকে চার দিনের সফরে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনসহ অন্য কর্মকর্তা, কয়েকজন রাজনীতিক এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন তাঁরা। 

বাংলাদেশের নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতিতে কঠোর পদক্ষেপ নিতে কয়েকজন কংগ্রেসম্যান যখন মার্কিন সরকারের ওপর চাপ বাড়িয়ে চলেছেন, সেই সময়ে দ্বিদলীয় এই কংগ্রেসম্যানদের সফর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত