কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ সরকার, সরকারের কোনো প্রতিষ্ঠান ও কর্মকর্তার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আসতে পারে এমনটি বিশ্বাস করেন না পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তবে একটি মহল সরকারের বিরুদ্ধে কয়েকটি দেশে কিছু আইনি প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে এবং তারা বিভিন্ন ধরনের ‘বানোয়াট’ তথ্য দিচ্ছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
সোমবার (৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্র ২০২১ সালের ১০ ডিসেম্বর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও সংস্থার ছয় কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়। মহলবিশেষের উসকানির মুখে আগামী ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে সরকারের বিভিন্ন সংস্থা ও দায়িত্বশীল ব্যক্তিদের ওপর আবার নিষেধাজ্ঞা আসতে পারে এমন আশঙ্কা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই আশঙ্কায় বহির্বিশ্বে থাকা বাংলাদেশের সব দূতাবাস ও মিশনের প্রধানদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে গত ৩১ ডিসেম্বর চিঠি পাঠিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
র্যাব প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একসময় র্যাবের কিছু বাড়াবাড়ি ছিল। অনেক বছর ধরে র্যাবের বাড়াবাড়ি কম। সংস্থাটির কয়েক শ লোকের পদোন্নতি হয়নি। অনেকের শাস্তি হয়েছে। সুতরাং তাদের মধ্যে নিজস্ব দায়বদ্ধতার ব্যবস্থা আছে।’
নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশও গণতন্ত্র ও মানবাধিকারে বিশ্বাস করে। বাংলাদেশের কোথাও ঘাটতি থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে। যদি বন্ধু হিসেবে তারা বাংলাদেশকে বলে, সেটা সরকারের জন্য লাভ। এ ধরনের পরামর্শে ইতিমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে বলেও মন্ত্রী দাবি করেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা, বিনিয়োগ, বাণিজ্যসহ অনেক বিষয়ে সহযোগিতা নিয়ে কাজ চলছে জানিয়ে মন্ত্রী বলেন, তারা সমুদ্র নিরাপত্তায় সাহায্য করেছে। দেশটি থেকে বাংলাদেশ কিছু সরঞ্জাম সংগ্রহ করেছে।
বাংলাদেশ সরকার, সরকারের কোনো প্রতিষ্ঠান ও কর্মকর্তার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আসতে পারে এমনটি বিশ্বাস করেন না পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তবে একটি মহল সরকারের বিরুদ্ধে কয়েকটি দেশে কিছু আইনি প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে এবং তারা বিভিন্ন ধরনের ‘বানোয়াট’ তথ্য দিচ্ছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
সোমবার (৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্র ২০২১ সালের ১০ ডিসেম্বর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও সংস্থার ছয় কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়। মহলবিশেষের উসকানির মুখে আগামী ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে সরকারের বিভিন্ন সংস্থা ও দায়িত্বশীল ব্যক্তিদের ওপর আবার নিষেধাজ্ঞা আসতে পারে এমন আশঙ্কা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই আশঙ্কায় বহির্বিশ্বে থাকা বাংলাদেশের সব দূতাবাস ও মিশনের প্রধানদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে গত ৩১ ডিসেম্বর চিঠি পাঠিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
র্যাব প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একসময় র্যাবের কিছু বাড়াবাড়ি ছিল। অনেক বছর ধরে র্যাবের বাড়াবাড়ি কম। সংস্থাটির কয়েক শ লোকের পদোন্নতি হয়নি। অনেকের শাস্তি হয়েছে। সুতরাং তাদের মধ্যে নিজস্ব দায়বদ্ধতার ব্যবস্থা আছে।’
নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশও গণতন্ত্র ও মানবাধিকারে বিশ্বাস করে। বাংলাদেশের কোথাও ঘাটতি থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে। যদি বন্ধু হিসেবে তারা বাংলাদেশকে বলে, সেটা সরকারের জন্য লাভ। এ ধরনের পরামর্শে ইতিমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে বলেও মন্ত্রী দাবি করেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা, বিনিয়োগ, বাণিজ্যসহ অনেক বিষয়ে সহযোগিতা নিয়ে কাজ চলছে জানিয়ে মন্ত্রী বলেন, তারা সমুদ্র নিরাপত্তায় সাহায্য করেছে। দেশটি থেকে বাংলাদেশ কিছু সরঞ্জাম সংগ্রহ করেছে।
ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
১০ ঘণ্টা আগেকোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক নৌপরিবহনমন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক এমপি শাজাহান খান, তাঁর স্ত্রী সৈয়দা রোকেয়া বেগম ও ছেলে মো. আসিবুর রহমানের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শাজাহান খানের মেয়ে ঐশী খানের সম্পদ বিবরণীর নোটিশ
১২ ঘণ্টা আগেভূমধ্যসাগর হয়ে অবৈধ উপায়ে ইতালি যাওয়ার সময় নৌকাডুবির শিকার হয়ে মারা যাওয়া ২৩ ব্যক্তিকে লিবিয়ায় দাফন করা হয়েছে। এসব মৃতদেহের অবয়ব দেখে রেড ক্রিসেন্টসহ লিবিয়ার স্থানীয় কর্তৃপক্ষ ধারণা করছে, নিহতরা বাংলাদেশের নাগরিক। এদিকে নৌকাডুবির ঘটনায় আরও দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
১২ ঘণ্টা আগেইতালিতে পাঠানোর নাম করে নিরীহ চাকরিপ্রার্থীদের লিবিয়ায় আটকে রেখে মুক্তিপণ আদায় করছে ভয়ঙ্কর নিষ্ঠুর মাফিয়া চক্র। সম্প্রতি ইতালিসহ বিশ্বের কয়েকটি গন্তব্যে যেতে আগ্রহী কর্মীদের প্রতারণার ফাঁদে ফেলার প্রবণতা বেড়েছে। মানব পাচারকারীদের কবলে পড়ে নৌকাডুবিতে মৃত্যু ছাড়াও নির্যাতন ও হত্যার শিকার হচ্ছে অনেকে।
১২ ঘণ্টা আগে