অনলাইন ডেস্ক
বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ও জ্যেষ্ঠ মানবাধিকারবিষয়ক উপদেষ্টা হুমা খান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক করেছেন। রোববার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কনফারেন্স রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, বিএম সুলতান মাহমুদ ও শাইখ মাহদী প্রমুখ।
বৈঠক শেষে এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, জাতিসংঘের প্রতিনিধিদল জুলাই–আগস্টে সংঘটিত অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করার প্রশ্নে বাংলাদেশের অঙ্গীকারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া, তদন্ত প্রক্রিয়া কেমন আগাচ্ছে, আমাদের কোনো সমস্যা আছে কি না, তাদের পক্ষ থেকে কোনো সহযোগিতা প্রয়োজন আছে কি না–এসব বিষয়ে আলোচনা করেছেন।
তাজুল ইসলাম বলেন, আমরা তাঁদের অনুরোধ করেছি প্রসিকিউশন ও তদন্ত সংস্থাকে প্রযুক্তিগত সহযোগিতা দেওয়ার জন্য। জাতিসংঘ যদি সহযোগিতা করে সেটা আমাদের জন্য সহায়ক হবে। জাতিসংঘ যাতে এই বিচার প্রক্রিয়ায় অব্যাহত সমর্থন দেন সেই বিষয়ে অনুরোধ করেছি। তাঁরা অনুরোধে সাড়া দিয়েছেন। জাতিসংঘের অধীনে প্রশিক্ষণের আশ্বাস দিয়েছেন। যেহেতু এই বিচারের জন্য বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা আছে, তাই বিচারটা যাতে ভালোভাবে হয় জাতিসংঘ এই বিচার প্রক্রিয়াকে সমর্থন জানাবে যতটুকু তাদের পক্ষে সম্ভব।
এদিকে জুলাই–আগস্টের গণহত্যায় জড়িত বিরুদ্ধে চার্জশিট দেওয়ার বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, আমরা দিন–রাত কাজ করছি। অগ্রগতি আছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে অন্তত দু–একটি মামলার প্রতিবেদন পেয়ে যাব।
বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ও জ্যেষ্ঠ মানবাধিকারবিষয়ক উপদেষ্টা হুমা খান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক করেছেন। রোববার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কনফারেন্স রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, বিএম সুলতান মাহমুদ ও শাইখ মাহদী প্রমুখ।
বৈঠক শেষে এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, জাতিসংঘের প্রতিনিধিদল জুলাই–আগস্টে সংঘটিত অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করার প্রশ্নে বাংলাদেশের অঙ্গীকারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া, তদন্ত প্রক্রিয়া কেমন আগাচ্ছে, আমাদের কোনো সমস্যা আছে কি না, তাদের পক্ষ থেকে কোনো সহযোগিতা প্রয়োজন আছে কি না–এসব বিষয়ে আলোচনা করেছেন।
তাজুল ইসলাম বলেন, আমরা তাঁদের অনুরোধ করেছি প্রসিকিউশন ও তদন্ত সংস্থাকে প্রযুক্তিগত সহযোগিতা দেওয়ার জন্য। জাতিসংঘ যদি সহযোগিতা করে সেটা আমাদের জন্য সহায়ক হবে। জাতিসংঘ যাতে এই বিচার প্রক্রিয়ায় অব্যাহত সমর্থন দেন সেই বিষয়ে অনুরোধ করেছি। তাঁরা অনুরোধে সাড়া দিয়েছেন। জাতিসংঘের অধীনে প্রশিক্ষণের আশ্বাস দিয়েছেন। যেহেতু এই বিচারের জন্য বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা আছে, তাই বিচারটা যাতে ভালোভাবে হয় জাতিসংঘ এই বিচার প্রক্রিয়াকে সমর্থন জানাবে যতটুকু তাদের পক্ষে সম্ভব।
এদিকে জুলাই–আগস্টের গণহত্যায় জড়িত বিরুদ্ধে চার্জশিট দেওয়ার বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, আমরা দিন–রাত কাজ করছি। অগ্রগতি আছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে অন্তত দু–একটি মামলার প্রতিবেদন পেয়ে যাব।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। যাতে দলটির ২৪ নেতা–কর্মী নিহত হয়। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয়। ২০১৮ সালে বিচারিক আদালত দুটি মামলারই রায় দেন।
৫ মিনিট আগেজাতীয় ঐকমত্যে পৌঁছাতে সহযোগীদের সঙ্গে আলোচনা করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, ‘জাতীয় ঐকমত্য তৈরির দায়িত্ব কেবলমাত্র শুধু জাতীয় ঐকমত্য কমিশনের নয়। আপনারা যারা সংগ্রামে আছেন, যারা আজ আমাদের সঙ্গে কথা বলছেন, আপনারা আপনাদের...
২ ঘণ্টা আগেবুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকে পূর্বপরিকল্পিত উল্লেখ করে হাইকোর্ট বলেছেন, ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকতে পারেন; শুধু এই অভিযোগে তাঁকে পিটিয়ে হত্যা করেছেন অভিযুক্ত ব্যক্তিরা। কিন্তু কোনো বিবেকসম্পন্ন ব্যক্তির, এমন নির্মম নির্যাতন ও অমানবিকভাবে কাউকে হত্যা করার যুক্তি হতে...
৯ ঘণ্টা আগেকলেজছাত্রীকে ইভটিজিং করে ফেসবুকে ভিডিও ছড়ানোর অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডেমরা থানা-পুলিশ। শনিবার (৩ মে) রাত আনুমানিক সাড়ে ৯টায় ডেমরা সারুলিয়া বাজার এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলোন— মো. রোমান সিকদার (২০) ও শুভ হাওলাদার (২০)।
১২ ঘণ্টা আগে