আজকের পত্রিকা ডেস্ক
বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ও জ্যেষ্ঠ মানবাধিকারবিষয়ক উপদেষ্টা হুমা খান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক করেছেন। রোববার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কনফারেন্স রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, বিএম সুলতান মাহমুদ ও শাইখ মাহদী প্রমুখ।
বৈঠক শেষে এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, জাতিসংঘের প্রতিনিধিদল জুলাই–আগস্টে সংঘটিত অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করার প্রশ্নে বাংলাদেশের অঙ্গীকারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া, তদন্ত প্রক্রিয়া কেমন আগাচ্ছে, আমাদের কোনো সমস্যা আছে কি না, তাদের পক্ষ থেকে কোনো সহযোগিতা প্রয়োজন আছে কি না–এসব বিষয়ে আলোচনা করেছেন।
তাজুল ইসলাম বলেন, আমরা তাঁদের অনুরোধ করেছি প্রসিকিউশন ও তদন্ত সংস্থাকে প্রযুক্তিগত সহযোগিতা দেওয়ার জন্য। জাতিসংঘ যদি সহযোগিতা করে সেটা আমাদের জন্য সহায়ক হবে। জাতিসংঘ যাতে এই বিচার প্রক্রিয়ায় অব্যাহত সমর্থন দেন সেই বিষয়ে অনুরোধ করেছি। তাঁরা অনুরোধে সাড়া দিয়েছেন। জাতিসংঘের অধীনে প্রশিক্ষণের আশ্বাস দিয়েছেন। যেহেতু এই বিচারের জন্য বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা আছে, তাই বিচারটা যাতে ভালোভাবে হয় জাতিসংঘ এই বিচার প্রক্রিয়াকে সমর্থন জানাবে যতটুকু তাদের পক্ষে সম্ভব।
এদিকে জুলাই–আগস্টের গণহত্যায় জড়িত বিরুদ্ধে চার্জশিট দেওয়ার বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, আমরা দিন–রাত কাজ করছি। অগ্রগতি আছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে অন্তত দু–একটি মামলার প্রতিবেদন পেয়ে যাব।
বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ও জ্যেষ্ঠ মানবাধিকারবিষয়ক উপদেষ্টা হুমা খান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক করেছেন। রোববার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কনফারেন্স রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, বিএম সুলতান মাহমুদ ও শাইখ মাহদী প্রমুখ।
বৈঠক শেষে এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, জাতিসংঘের প্রতিনিধিদল জুলাই–আগস্টে সংঘটিত অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করার প্রশ্নে বাংলাদেশের অঙ্গীকারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া, তদন্ত প্রক্রিয়া কেমন আগাচ্ছে, আমাদের কোনো সমস্যা আছে কি না, তাদের পক্ষ থেকে কোনো সহযোগিতা প্রয়োজন আছে কি না–এসব বিষয়ে আলোচনা করেছেন।
তাজুল ইসলাম বলেন, আমরা তাঁদের অনুরোধ করেছি প্রসিকিউশন ও তদন্ত সংস্থাকে প্রযুক্তিগত সহযোগিতা দেওয়ার জন্য। জাতিসংঘ যদি সহযোগিতা করে সেটা আমাদের জন্য সহায়ক হবে। জাতিসংঘ যাতে এই বিচার প্রক্রিয়ায় অব্যাহত সমর্থন দেন সেই বিষয়ে অনুরোধ করেছি। তাঁরা অনুরোধে সাড়া দিয়েছেন। জাতিসংঘের অধীনে প্রশিক্ষণের আশ্বাস দিয়েছেন। যেহেতু এই বিচারের জন্য বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা আছে, তাই বিচারটা যাতে ভালোভাবে হয় জাতিসংঘ এই বিচার প্রক্রিয়াকে সমর্থন জানাবে যতটুকু তাদের পক্ষে সম্ভব।
এদিকে জুলাই–আগস্টের গণহত্যায় জড়িত বিরুদ্ধে চার্জশিট দেওয়ার বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, আমরা দিন–রাত কাজ করছি। অগ্রগতি আছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে অন্তত দু–একটি মামলার প্রতিবেদন পেয়ে যাব।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে বৈঠক শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
২ ঘণ্টা আগেজুলাই সনদ নিয়ে ‘বিশেষ আদেশ’ জারি করে তার ভিত্তিতে গণভোট এবং আগামী জাতীয় সংসদকে দ্বৈত ভূমিকা দেওয়ার সুপারিশের পরিকল্পনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে, বিশেষ আদেশের ভিত্তি কী হবে, তা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।
১১ ঘণ্টা আগেআজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এই নির্দেশ দেন।
১৫ ঘণ্টা আগেসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই, বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার (১৯ অক্টোবর) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
১৬ ঘণ্টা আগে