নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোরবানির ঈদ উপলক্ষে সীমান্তপথে কোরবানির পশুর চামড়া পাচারের আশঙ্কায় কড়া অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের নিরাপত্তা বিধান, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি এবার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে চামড়া পাচার প্রতিরোধে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের দিনসহ পূর্ববর্তী ও পরবর্তী সময়ে সীমান্তবর্তী এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে চোরাচালান প্রতিরোধে কাজ করছেন।
চামড়া পাচারের পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশইন’ রোধেও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এই বাহিনী। সংশ্লিষ্ট সব ব্যাটালিয়নে আলাদা করে চোরাচালান ও পাচারবিরোধী বিশেষ দল মোতায়েন করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, প্রতিবছর কোরবানির ঈদ ঘিরে চামড়া পাচারকারীরা সীমান্ত ব্যবহার করে চামড়া বিদেশে পাচারের চেষ্টা করে। এ ধরনের যেকোনো অপচেষ্টা রুখতে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।
একাধিক সীমান্তে বিজিবির অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে এবং স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও চামড়া ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
বিজিবির পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে, সীমান্তে চামড়া পাচার কিংবা আইন লঙ্ঘনের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
কোরবানির ঈদ উপলক্ষে সীমান্তপথে কোরবানির পশুর চামড়া পাচারের আশঙ্কায় কড়া অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের নিরাপত্তা বিধান, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি এবার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে চামড়া পাচার প্রতিরোধে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের দিনসহ পূর্ববর্তী ও পরবর্তী সময়ে সীমান্তবর্তী এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে চোরাচালান প্রতিরোধে কাজ করছেন।
চামড়া পাচারের পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশইন’ রোধেও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এই বাহিনী। সংশ্লিষ্ট সব ব্যাটালিয়নে আলাদা করে চোরাচালান ও পাচারবিরোধী বিশেষ দল মোতায়েন করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, প্রতিবছর কোরবানির ঈদ ঘিরে চামড়া পাচারকারীরা সীমান্ত ব্যবহার করে চামড়া বিদেশে পাচারের চেষ্টা করে। এ ধরনের যেকোনো অপচেষ্টা রুখতে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।
একাধিক সীমান্তে বিজিবির অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে এবং স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও চামড়া ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
বিজিবির পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে, সীমান্তে চামড়া পাচার কিংবা আইন লঙ্ঘনের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় সহকারী কমিশনার মো. শফিকুল ইসলামের নিয়োগ বাতিল করেছে সরকার। প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ৪১তম বিসিএসে উত্তীর্ণ হয়ে গত বছরের ২৮ জুলাই সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন।
১ ঘণ্টা আগেপুলিশের উপসহকারী পরিদর্শক (এএসআই) পদে ৪ হাজার সদস্য নিয়োগ করবে সরকার। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পুলিশ-৩ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ই-গেট অচিরেই খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার (২০ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি এসব কথা জানান।
৩ ঘণ্টা আগেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে কোনো উদ্বেগ নেই। ভালো ভোট করতে প্রতিশ্রুতিবদ্ধ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ৯০ হাজার থেকে ১ লাখ সেনাসদস্য, দেড় লাখ পুলিশ সদস্য ও সাড়ে ৫ থেকে ৬ লাখ আনসার সদস্য নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র
৪ ঘণ্টা আগে