কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদান থেকে বাংলাদেশের ৫৫২ নাগরিক সৌদি আরবে যাচ্ছে। আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার চারটি ফ্লাইটে জেদ্দায় পৌঁছাবে তারা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম আজ ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশ সরকারের ভাড়া করা চারটি ফ্লাইটে সুদানের পোর্ট সুদান থেকে তাদের জেদ্দায় নেওয়া হবে। এর মধ্যে তিনটি ফ্লাইট আজ রওনা হবে। আগামীকাল যাবে আরেকটি ফ্লাইটে। জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে যত তাড়াতাড়ি সম্ভব ৫৫২ জনকেই ঢাকায় নিয়ে আসা হবে বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান।
এর আগে সুদানের রাজধানী খার্তুম থেকে পোর্ট সুদানে সরিয়ে নেওয়া প্রায় ৭০০ বাংলাদেশির মধ্যে অন্তত ১৩৫ জনকে গত রোববার (৭ মে) সৌদি আরবের জেদ্দায় নেওয়া হয়। এর পরদিন সোমবার সৌদি আরবের জেদ্দা বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা ঢাকা আসে।
গত ১৫ এপ্রিল সুদানের সেনাবাহিনীর সঙ্গে র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) নামের আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘাত শুরু হয়। ২০২১ সালের অক্টোবরে সামরিক অভ্যুত্থানের পর থেকে সুদানের ক্ষমতা মূলত সামরিক জেনারেলদের হাতে। সেনাবাহিনীর নেতৃত্বে রয়েছেন জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। তাঁর অনুগত বাহিনীর সঙ্গে লড়াই চলছে জেনারেল মোহাম্মদ হামদান দাগালুর নেতৃত্বাধীন আরএসএফের।
সুদানে চলমান সংঘর্ষে এ পর্যন্ত চার শতাধিক মানুষ নিহত হয়েছে। দেশটিতে প্রায় ১ হাজার ৫০০ বাংলাদেশি রয়েছে। তাদের মধ্যে প্রায় ৭০০ জন দেশে ফেরত আসার জন্য নিবন্ধন করেছে।
গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদান থেকে বাংলাদেশের ৫৫২ নাগরিক সৌদি আরবে যাচ্ছে। আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার চারটি ফ্লাইটে জেদ্দায় পৌঁছাবে তারা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম আজ ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশ সরকারের ভাড়া করা চারটি ফ্লাইটে সুদানের পোর্ট সুদান থেকে তাদের জেদ্দায় নেওয়া হবে। এর মধ্যে তিনটি ফ্লাইট আজ রওনা হবে। আগামীকাল যাবে আরেকটি ফ্লাইটে। জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে যত তাড়াতাড়ি সম্ভব ৫৫২ জনকেই ঢাকায় নিয়ে আসা হবে বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান।
এর আগে সুদানের রাজধানী খার্তুম থেকে পোর্ট সুদানে সরিয়ে নেওয়া প্রায় ৭০০ বাংলাদেশির মধ্যে অন্তত ১৩৫ জনকে গত রোববার (৭ মে) সৌদি আরবের জেদ্দায় নেওয়া হয়। এর পরদিন সোমবার সৌদি আরবের জেদ্দা বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা ঢাকা আসে।
গত ১৫ এপ্রিল সুদানের সেনাবাহিনীর সঙ্গে র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) নামের আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘাত শুরু হয়। ২০২১ সালের অক্টোবরে সামরিক অভ্যুত্থানের পর থেকে সুদানের ক্ষমতা মূলত সামরিক জেনারেলদের হাতে। সেনাবাহিনীর নেতৃত্বে রয়েছেন জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। তাঁর অনুগত বাহিনীর সঙ্গে লড়াই চলছে জেনারেল মোহাম্মদ হামদান দাগালুর নেতৃত্বাধীন আরএসএফের।
সুদানে চলমান সংঘর্ষে এ পর্যন্ত চার শতাধিক মানুষ নিহত হয়েছে। দেশটিতে প্রায় ১ হাজার ৫০০ বাংলাদেশি রয়েছে। তাদের মধ্যে প্রায় ৭০০ জন দেশে ফেরত আসার জন্য নিবন্ধন করেছে।
মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার পর ধর্ষণ মামলার বিচার দ্রুত করার জন্য আইন সংশোধন করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে গত ২৫ মার্চ গেজেট প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। সংশোধিত আইনে ধর্ষণের বিচারের সময়সীমা কমিয়ে ৯০ কার্যদিবসে...
১১ ঘণ্টা আগেপ্রায় ১৫ বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে কাশ্মীর ইস্যু তুলে ধরে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ তোলে পাকিস্তান। তবে বাংলাদেশের বিবৃতিতে এই ইস্যুর উল্লেখ না থাকলেও ঢাকা একাত্তরের গণহত্যা, ক্ষতিপূরণসহ একাধিক ঐতিহাসিক বিষয় উত্থাপন করে। বৈঠকে সার্ক পুনরুজ্জীবন এবং
১৫ ঘণ্টা আগেবিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণে সমান অধিকারের জন্য অধ্যাদেশ জারির সুপারিশ করেছে নারীবিষয়ক সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন
১৬ ঘণ্টা আগেনারীর প্রতি বৈষম্য দূর করতে নারীবিষয়ক সংস্কার কমিশনের যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য, সেসব দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
১৮ ঘণ্টা আগে