Ajker Patrika

অবৈধ অভিবাসীদের ফেরাতে যুক্তরাজ্যের সঙ্গে এসওপি সই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ঢাকা
আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ২১: ১৪
অবৈধ অভিবাসীদের ফেরাতে যুক্তরাজ্যের সঙ্গে এসওপি সই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাজ্যে বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফিরিয়ে আনতে শিগগিরই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) সইয়ের উদ্যোগ নেবে সরকার। 

আজ বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক দায়িত্ব নেওয়ার পর প্রথমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন। ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেক দিনের। সেটা স্মরণ করেই তিনি এখানে এসেছেন।’ 

আলোচনার বিষয়ে মন্ত্রী বলেন, ‘অবৈধ কিছু অভিবাসী ব্রিটেনে রয়েছেন। ইউরোপের সঙ্গে বাংলাদেশের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) হয়েছে। যাঁরা অবৈধভাবে সেখানে বসবাস করেন, তাঁদের কীভাবে ফিরিয়ে দেবেন, সে জন্যই একটি এসওপি সই হয়েছিল। তাঁরা ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসবেন। যে কারণে তাঁদের সঙ্গেও একটি এসওপি করার কথা বলেছেন। খুব শিগগিরই এই এসওপিতে সই করা হবে।’ 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ব্রিটেন বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করতে চায়। তারা দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন খাতে প্রশিক্ষণ দিতে চাচ্ছে।’ 

মন্ত্রী বলেন, ‘হাইকমিশনারকে বলা হয়েছে, ব্রিটেন বাংলাদেশের সব ধরনের সহযোগিতা করতে চায়। তাঁরা দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন খাতে প্রশিক্ষণ দিতে চাচ্ছেন। তাঁকে বলা হয়েছে, বাংলাদেশের পুলিশ অফিসারেরা আগেও আপনাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছে। সেটা অব্যাহত রাখতে চাচ্ছি। জিআইজেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান কারাগার নিয়ে কাজ করছে। এটা অব্যাহত রাখতে চাচ্ছে।’ 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরসের (এসওপি) মাধ্যমে দেশে ফিরিয়ে আনা যাবে কি না—এ প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের চেষ্টা করবই। তাঁরা কতখানি করবেন, সেটা তাঁরা জানেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত