নিজস্ব প্রতিবেদক ঢাকা
যুক্তরাজ্যে বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফিরিয়ে আনতে শিগগিরই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) সইয়ের উদ্যোগ নেবে সরকার।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক দায়িত্ব নেওয়ার পর প্রথমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন। ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেক দিনের। সেটা স্মরণ করেই তিনি এখানে এসেছেন।’
আলোচনার বিষয়ে মন্ত্রী বলেন, ‘অবৈধ কিছু অভিবাসী ব্রিটেনে রয়েছেন। ইউরোপের সঙ্গে বাংলাদেশের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) হয়েছে। যাঁরা অবৈধভাবে সেখানে বসবাস করেন, তাঁদের কীভাবে ফিরিয়ে দেবেন, সে জন্যই একটি এসওপি সই হয়েছিল। তাঁরা ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসবেন। যে কারণে তাঁদের সঙ্গেও একটি এসওপি করার কথা বলেছেন। খুব শিগগিরই এই এসওপিতে সই করা হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ব্রিটেন বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করতে চায়। তারা দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন খাতে প্রশিক্ষণ দিতে চাচ্ছে।’
মন্ত্রী বলেন, ‘হাইকমিশনারকে বলা হয়েছে, ব্রিটেন বাংলাদেশের সব ধরনের সহযোগিতা করতে চায়। তাঁরা দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন খাতে প্রশিক্ষণ দিতে চাচ্ছেন। তাঁকে বলা হয়েছে, বাংলাদেশের পুলিশ অফিসারেরা আগেও আপনাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছে। সেটা অব্যাহত রাখতে চাচ্ছি। জিআইজেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান কারাগার নিয়ে কাজ করছে। এটা অব্যাহত রাখতে চাচ্ছে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরসের (এসওপি) মাধ্যমে দেশে ফিরিয়ে আনা যাবে কি না—এ প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের চেষ্টা করবই। তাঁরা কতখানি করবেন, সেটা তাঁরা জানেন।’
যুক্তরাজ্যে বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফিরিয়ে আনতে শিগগিরই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) সইয়ের উদ্যোগ নেবে সরকার।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক দায়িত্ব নেওয়ার পর প্রথমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন। ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেক দিনের। সেটা স্মরণ করেই তিনি এখানে এসেছেন।’
আলোচনার বিষয়ে মন্ত্রী বলেন, ‘অবৈধ কিছু অভিবাসী ব্রিটেনে রয়েছেন। ইউরোপের সঙ্গে বাংলাদেশের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) হয়েছে। যাঁরা অবৈধভাবে সেখানে বসবাস করেন, তাঁদের কীভাবে ফিরিয়ে দেবেন, সে জন্যই একটি এসওপি সই হয়েছিল। তাঁরা ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসবেন। যে কারণে তাঁদের সঙ্গেও একটি এসওপি করার কথা বলেছেন। খুব শিগগিরই এই এসওপিতে সই করা হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ব্রিটেন বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করতে চায়। তারা দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন খাতে প্রশিক্ষণ দিতে চাচ্ছে।’
মন্ত্রী বলেন, ‘হাইকমিশনারকে বলা হয়েছে, ব্রিটেন বাংলাদেশের সব ধরনের সহযোগিতা করতে চায়। তাঁরা দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন খাতে প্রশিক্ষণ দিতে চাচ্ছেন। তাঁকে বলা হয়েছে, বাংলাদেশের পুলিশ অফিসারেরা আগেও আপনাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছে। সেটা অব্যাহত রাখতে চাচ্ছি। জিআইজেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান কারাগার নিয়ে কাজ করছে। এটা অব্যাহত রাখতে চাচ্ছে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরসের (এসওপি) মাধ্যমে দেশে ফিরিয়ে আনা যাবে কি না—এ প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের চেষ্টা করবই। তাঁরা কতখানি করবেন, সেটা তাঁরা জানেন।’
জুলাই গণ-অভ্যুত্থানের প্রায় এক বছর হতে চললেও দুর্নীতি দমন কমিশন (দুদক) আওয়ামী লীগ আমলে বিতর্কিত আইনজীবী প্যানেল বদলাতে পারেনি। এসব আইনজীবীদের অনেকে শুনানিতে গাফিলতি এবং আদালতে অনুপস্থিত থাকছেন বলে অভিযোগ রয়েছে।
১২ মিনিট আগেরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মৌলিক কাঠামোর সংস্কার এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা এমন নির্দেশনা দিয়েছেন বলে সূত্রে জানা গেছে।
১০ ঘণ্টা আগেগোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে গতকাল বুধবার হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ মহাপরিদর্শক গতকাল গণমাধ্যমকে জানান, গোপালগঞ্জের ঘটনায় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি পুলিশ। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও গুলির শব্দ শোনা গেছে। বেসরকারি সংস্থা আইন
১২ ঘণ্টা আগেসাময়িক বরখাস্তের পর রাষ্ট্রের গোপনীয় নথি ফাঁস করার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব (কাস্টমস পলিসি) মুকিতুল হাসানের বিরুদ্ধে এবার মামলা করা হয়েছে। গতকাল বুধবার আরেক দ্বিতীয় সচিব (বোর্ড প্রশাসন-৪) বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় এই মামলা করেন।
১২ ঘণ্টা আগে