নিজস্ব প্রতিবেদক ঢাকা
যুক্তরাজ্যে বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফিরিয়ে আনতে শিগগিরই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) সইয়ের উদ্যোগ নেবে সরকার।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক দায়িত্ব নেওয়ার পর প্রথমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন। ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেক দিনের। সেটা স্মরণ করেই তিনি এখানে এসেছেন।’
আলোচনার বিষয়ে মন্ত্রী বলেন, ‘অবৈধ কিছু অভিবাসী ব্রিটেনে রয়েছেন। ইউরোপের সঙ্গে বাংলাদেশের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) হয়েছে। যাঁরা অবৈধভাবে সেখানে বসবাস করেন, তাঁদের কীভাবে ফিরিয়ে দেবেন, সে জন্যই একটি এসওপি সই হয়েছিল। তাঁরা ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসবেন। যে কারণে তাঁদের সঙ্গেও একটি এসওপি করার কথা বলেছেন। খুব শিগগিরই এই এসওপিতে সই করা হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ব্রিটেন বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করতে চায়। তারা দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন খাতে প্রশিক্ষণ দিতে চাচ্ছে।’
মন্ত্রী বলেন, ‘হাইকমিশনারকে বলা হয়েছে, ব্রিটেন বাংলাদেশের সব ধরনের সহযোগিতা করতে চায়। তাঁরা দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন খাতে প্রশিক্ষণ দিতে চাচ্ছেন। তাঁকে বলা হয়েছে, বাংলাদেশের পুলিশ অফিসারেরা আগেও আপনাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছে। সেটা অব্যাহত রাখতে চাচ্ছি। জিআইজেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান কারাগার নিয়ে কাজ করছে। এটা অব্যাহত রাখতে চাচ্ছে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরসের (এসওপি) মাধ্যমে দেশে ফিরিয়ে আনা যাবে কি না—এ প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের চেষ্টা করবই। তাঁরা কতখানি করবেন, সেটা তাঁরা জানেন।’
যুক্তরাজ্যে বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফিরিয়ে আনতে শিগগিরই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) সইয়ের উদ্যোগ নেবে সরকার।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক দায়িত্ব নেওয়ার পর প্রথমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন। ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেক দিনের। সেটা স্মরণ করেই তিনি এখানে এসেছেন।’
আলোচনার বিষয়ে মন্ত্রী বলেন, ‘অবৈধ কিছু অভিবাসী ব্রিটেনে রয়েছেন। ইউরোপের সঙ্গে বাংলাদেশের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) হয়েছে। যাঁরা অবৈধভাবে সেখানে বসবাস করেন, তাঁদের কীভাবে ফিরিয়ে দেবেন, সে জন্যই একটি এসওপি সই হয়েছিল। তাঁরা ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসবেন। যে কারণে তাঁদের সঙ্গেও একটি এসওপি করার কথা বলেছেন। খুব শিগগিরই এই এসওপিতে সই করা হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ব্রিটেন বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করতে চায়। তারা দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন খাতে প্রশিক্ষণ দিতে চাচ্ছে।’
মন্ত্রী বলেন, ‘হাইকমিশনারকে বলা হয়েছে, ব্রিটেন বাংলাদেশের সব ধরনের সহযোগিতা করতে চায়। তাঁরা দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন খাতে প্রশিক্ষণ দিতে চাচ্ছেন। তাঁকে বলা হয়েছে, বাংলাদেশের পুলিশ অফিসারেরা আগেও আপনাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছে। সেটা অব্যাহত রাখতে চাচ্ছি। জিআইজেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান কারাগার নিয়ে কাজ করছে। এটা অব্যাহত রাখতে চাচ্ছে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরসের (এসওপি) মাধ্যমে দেশে ফিরিয়ে আনা যাবে কি না—এ প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের চেষ্টা করবই। তাঁরা কতখানি করবেন, সেটা তাঁরা জানেন।’
সব সরকারি দপ্তরে একই ধরনের কাজে কর্মরতদের পদ-পদবি ও বেতন স্কেল একসময় একই ছিল। তিন দশক আগে সচিবালয়ের কর্মচারীদের পদনাম বদলে দিয়ে তাঁদের বেতন গ্রেড উন্নীত করে সরকার। পরে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীদের এভাবে সুবিধা দেওয়া হয়। সরকারি অন্য দপ্তরের কর্মচারীরা ‘প্রভাবশালী’ ওই তিন
৪ মিনিট আগেসামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবকে নিয়ে করা পোস্টে ‘লাইক-কমেন্ট’ করে শৃঙ্খলামূলক ব্যবস্থার সম্মুখীন মৎস্য অধিদপ্তরের পাঁচ কর্মকর্তা। অধিদপ্তরের মহাপরিচালক ৪ মে ওই কর্মকর্তাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ফেসবুকে লাইক-কমেন্ট করার
৩৪ মিনিট আগেদেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পেশাদারত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই অংশ হিসেবে ৮ থেকে ১৪ মে পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটসমূহ দেশের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এই অভিযানে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী
৪ ঘণ্টা আগেকক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারের দুটি চাকার একটি খুলে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দেওয়া বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
৬ ঘণ্টা আগে