Ajker Patrika

যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করার ক্ষমতা সরকারের নেই: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ২১: ২৫
যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করার ক্ষমতা সরকারের নেই: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করার ক্ষমতা সরকারের নেই—বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের নাক গলানোর জন্য রাজনীতিকেরা অনেকটা দায়ী বলে।’ তবে কিছু ক্ষেত্রে গণমাধ্যমও দায়ী বলে ধারণা তাঁর।

মন্ত্রী বলেন, ‘দুঃখজনকভাবে ঐতিহাসিকভাবে আমাদের রাজনীতিবিদেরা অনেকটুকু দায়ী...কিছু হলেই মিশনে গিয়ে ধরনা দেয়।’

তবে সম্প্রতি কিছু গণমাধ্যম ও প্রবাসী বাংলাদেশিও এ জন্য দায়ী, এমন মন্তব্য করেন মন্ত্রী।

নির্বাচন নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ থাকলেও তারা এখন চুপ করে আছে—এমনটি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হয়, সরকার কি তাদের (পশ্চিমা দেশ) চুপ করে যেতে বাধ্য করল? জবাবে যুক্তরাষ্ট্রকে পরাশক্তি হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করার ক্ষমতা সরকারের নেই। দেশটির সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে। নির্বাচনসহ নানা বিষয়ে যুক্তরাষ্ট্রসহ বন্ধু রাষ্ট্রগুলোর উপদেশকে অত্যন্ত গুরুত্বসহকারে গ্রহণ করা হয়।’

যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়—এমনটি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা নির্বাচন বানচালের চেষ্টা করছে, তাদের মার্কিন ভিসা নীতির আওতায় নিয়ে আনুক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রেপ্তার হয়ে অবাক ডন, বললেন—‘স্যার আমাকে কীভাবে গ্রেপ্তার করলেন’

সুদানে ‘গণহত্যা’য় আরব আমিরাতের গোপন তৎপরতা ও কলম্বিয়ার ভাড়াটে সেনা

একাত্তরের হত্যাযজ্ঞে সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন: জামায়াত

অবশেষে নতুন ঠিকানায় ১০০ সাজাপ্রাপ্ত বন্দী

ইসরায়েলকে খুশি করতে সাংবাদিক শিরিন হত্যাকাণ্ডের প্রতিবেদন ‘দুর্বল’ করে বাইডেন প্রশাসন

এলাকার খবর
Loading...