Ajker Patrika

সরকার মানবাধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করছে: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
সরকার মানবাধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করছে: পররাষ্ট্রমন্ত্রী

মানবাধিকার প্রতিষ্ঠায় সরকারের নানাবিধ সফলতার কথা জাতিসংঘের মানবাধিকার পরিষদে তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার মানবাধিকার রক্ষা এবং আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৪৯ তম অধিবেশনের উচ্চ পর্যায়ের বৈঠকে এক ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

জেনেভায় জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার এসব তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৪৯ তম অধিবেশন শুরু হয়েছে, যা আগামী ১ এপ্রিল শেষ হবে। ১ মার্চ ভিডিও বার্তায় লিঙ্গ সমতা প্রতিষ্ঠা ও নারীর ক্ষমতায়ন এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশের বিশেষ অর্জনের কথা উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া তিনি মানবাধিকার রক্ষা করে সফলভাবে করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারের সাফল্য তুলে ধরেন।

রোহিঙ্গাদের নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাখাইনে যথাযথ পরিবেশ তৈরি করে দ্রুত রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য মিয়ানমারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর চাপ প্রয়োগ করতে হবে।

আবদুল মোমেন বলেন, মিয়ানমার রোহিঙ্গা সমস্যা তৈরি করেছে, তাই এ সমস্যার সমাধান মিয়ানমারকেই করতে হবে। নিজ দেশ মিয়ানমারে ফিরতে পারা রোহিঙ্গাদের অধিকার।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই দায়িত্ব নিতে হবে। এ সময় তিনি মিয়ানমারে অত্যাচারের শিকার হওয়া রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার ওপরও জোর দেন।

পররাষ্ট্রমন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশসমূহের মানুষের ওপর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন। এ পরিপ্রেক্ষিতে তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গৃহীত আন্তর্জাতিক পদক্ষেপসমূহ ত্বরান্বিত করতে জাতিসংঘ মানবাধিকার পরিষদকে অবদান রাখার আহ্বান জানান। এ ছাড়া তিনি সকল অভিবাসীর মানবাধিকার রক্ষার ওপর জোর দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

দলীয় প্রধান আসবেন, তাই পুলিশ এনে খোলা হলো কার্যালয়ের তালা

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত