Ajker Patrika

‘শিক্ষার্থীদের ছাড় দিতে প্রধানমন্ত্রী বাসমালিকদের অনুরোধ করেছেন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ২০: ২২
‘শিক্ষার্থীদের ছাড় দিতে প্রধানমন্ত্রী বাসমালিকদের অনুরোধ করেছেন’

সরকারি বাসে সারা দেশেই শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বেসরকারি বাসমালিকদেরও এ ব্যাপারে অনুরোধ করেছেন। সামাজিক দায়বদ্ধতা থেকে বাসমালিকেরা শিক্ষার্থীদের ছাড় দেবেন বলে আশা করছে সরকার।

আজ সোমবার লালবাগের নবাবগঞ্জ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ২৩ নম্বর ওয়ার্ডে ছয়টি ইউনিটের সম্মেলনে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীরা হাফ ভাড়া দাবি করেছে, সরকারি গাড়িতে আমরা হাফ ভাড়া মওকুফ করেছি। সিটিতে দেওয়ার কথা কনশেসন, নেত্রী বললেন, না সারা দেশেই দাও। নেত্রী নিজে অনুরোধ করেছেন বেসরকারি বাসমালিকদের। বাসমালিকেরা আমাকে গতকালও বলেছেন, আজকে তাঁরা আবারও বৈঠকে বসেছেন। বাসমালিকদের আমি বলেছি, সামাজিক দায়বদ্ধতা রয়েছে। ছাত্ররা কনশেসন বহু আগ থেকেই পেত। মাঝখানে কিছুদিন বন্ধ ছিল।’ 

ওবায়দুল কাদের বলেন, ‘বাসমালিকেরা আজকেও আলোচনায় বসেছেন, আমরা আশা করব আপনারা ইতিবাচক সিদ্ধান্ত নেবেন সামাজিক দায়বদ্ধতা থেকে। আমরা ছাত্রদের রাজপথে দেখতে চাই না, তারা ক্যাম্পাসে ফিরে যাক।’ 

বিএনপি শিক্ষার্থীদের এই আন্দোলন বিক্ষোভে উসকানি দিচ্ছে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেবেরা সাপোর্ট করার নামে উসকানি দিচ্ছে। এর আগেও উসকানি দিয়েছিল, এখনো দিচ্ছে।’ 

সিটি করপোরেশনের ময়লার গাড়ি চাপায় হতাহতের ঘটনায় সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘দুই সিটির ময়লার গাড়িতে দুটি মর্মান্তিক মৃত্যু ঘটেছে, একজন ছাত্র, একজন ব্যবসায়ী। সরকার হিসেবে এর দায় এড়াতে পারি না। যদিও এটা সিটি করপোরেশনের বিষয়। রাস্তাও সিটি করপোরেশনের গাড়িও সিটি করপোরেশনের, আমার কোনো মালিকানা নেই। তারপরও আমি দায় অস্বীকার করি না।’ 

এতে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন মায়া, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত