নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে গণপরিবহনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচলের নির্দেশনা দিয়েছিল সরকার। বাসের ক্ষেত্রে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। আগামী শনিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে আসন সংখ্যার সমান যাত্রী নিয়ে বাস চলাচল করবে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।
তিনি বলেন, আজ বিকেলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে গাড়িতে যত সিট তত যাত্রী নিয়ে চলাচলের সিদ্ধান্ত আমাদের মৌখিকভাবে জানানো হয়েছে। গাড়িতে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখাসহ গাড়ির স্টাফ ও যাত্রীদের মাস্ক বাধ্যতামূলক থাকতে হবে এবং স্টাফদের করোনা টিকা নেওয়ার সনদপত্র সঙ্গে রাখতে হবে। তবে কোনোভাবেই বাসে দাঁড়ানো যাত্রী বহন করা যাবে না।
এনায়েত উল্যাহ আরও বলেন, নতুন নির্দেশনা অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি। শনিবার থেকে গণপরিবহন সব সিটে যাত্রী নিয়ে চলবে। সে ক্ষেত্রে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালানো হবে বিআরটিএর নির্দেশনা মেনে।
বাসে স্বাস্থ্যবিধি মানতে বিআরটিএর নির্দেশনায় বলা হয়েছে, গণপরিবহনে যাত্রী, চালক, সুপারভাইজার/কন্ডাক্টর, হেলপার-কাম ক্লিনার এবং টিকিট বিক্রয় কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং তাঁদের জন্য প্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে গণপরিবহনে যাত্রী ওঠা-নামা করার ব্যবস্থা করতে হবে।
যাত্রার শুরু ও শেষে মোটরযান পরিষ্কার-পরিচ্ছন্নসহ জীবাণুমুক্ত করতে হবে। এ ছাড়া মোটরযানের মালিককে যাত্রীদের হ্যান্ডব্যাগ, মালপত্র জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুমুক্ত করার ব্যবস্থা করতে বলা হয়েছে।
এর আগে গতকাল বুধবার বিআরটিএর সঙ্গে বাস মালিকদের বৈঠকে অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচলের বিষয়ে সিদ্ধান্ত হয়। সেই সঙ্গে ভাড়া না বাড়ানোর বিষয়েও একমত হয় মালিকপক্ষ।
করোনা সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ১১টি বিধিনিষেধ দিয়ে গত ১০ জানুয়ারি প্রজ্ঞাপন দেয় সরকার। সেখানে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচলের নির্দেশনা দেওয়া হয়। ১৩ জানুয়ারি থেকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়। সেই নির্দেশনা অনুযায়ী আগামী শনিবার (১৫ জানুয়ারি) থেকে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে অর্ধকে যাত্রী পরিবহন করা হবে তবে কোনো ভাড়া বাড়ানো হবে না বলে জানিয়েছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।
করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে গণপরিবহনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচলের নির্দেশনা দিয়েছিল সরকার। বাসের ক্ষেত্রে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। আগামী শনিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে আসন সংখ্যার সমান যাত্রী নিয়ে বাস চলাচল করবে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।
তিনি বলেন, আজ বিকেলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে গাড়িতে যত সিট তত যাত্রী নিয়ে চলাচলের সিদ্ধান্ত আমাদের মৌখিকভাবে জানানো হয়েছে। গাড়িতে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখাসহ গাড়ির স্টাফ ও যাত্রীদের মাস্ক বাধ্যতামূলক থাকতে হবে এবং স্টাফদের করোনা টিকা নেওয়ার সনদপত্র সঙ্গে রাখতে হবে। তবে কোনোভাবেই বাসে দাঁড়ানো যাত্রী বহন করা যাবে না।
এনায়েত উল্যাহ আরও বলেন, নতুন নির্দেশনা অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি। শনিবার থেকে গণপরিবহন সব সিটে যাত্রী নিয়ে চলবে। সে ক্ষেত্রে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালানো হবে বিআরটিএর নির্দেশনা মেনে।
বাসে স্বাস্থ্যবিধি মানতে বিআরটিএর নির্দেশনায় বলা হয়েছে, গণপরিবহনে যাত্রী, চালক, সুপারভাইজার/কন্ডাক্টর, হেলপার-কাম ক্লিনার এবং টিকিট বিক্রয় কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং তাঁদের জন্য প্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে গণপরিবহনে যাত্রী ওঠা-নামা করার ব্যবস্থা করতে হবে।
যাত্রার শুরু ও শেষে মোটরযান পরিষ্কার-পরিচ্ছন্নসহ জীবাণুমুক্ত করতে হবে। এ ছাড়া মোটরযানের মালিককে যাত্রীদের হ্যান্ডব্যাগ, মালপত্র জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুমুক্ত করার ব্যবস্থা করতে বলা হয়েছে।
এর আগে গতকাল বুধবার বিআরটিএর সঙ্গে বাস মালিকদের বৈঠকে অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচলের বিষয়ে সিদ্ধান্ত হয়। সেই সঙ্গে ভাড়া না বাড়ানোর বিষয়েও একমত হয় মালিকপক্ষ।
করোনা সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ১১টি বিধিনিষেধ দিয়ে গত ১০ জানুয়ারি প্রজ্ঞাপন দেয় সরকার। সেখানে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচলের নির্দেশনা দেওয়া হয়। ১৩ জানুয়ারি থেকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়। সেই নির্দেশনা অনুযায়ী আগামী শনিবার (১৫ জানুয়ারি) থেকে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে অর্ধকে যাত্রী পরিবহন করা হবে তবে কোনো ভাড়া বাড়ানো হবে না বলে জানিয়েছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।
নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন বা আছেন কিংবা নিবন্ধন পেতে আবেদনের সময়ের মধ্যে কোনো নির্বাচনের প্রার্থী হতে আগ্রহী এমন কোনো ব্যক্তি যদি পর্যবেক্ষণের জন্য আবেদনকারী কোনো সংস্থার প্রধান নির্বাহী কিংবা পরিচালনা পর্ষদে বা ব্যবস্থাপনা কমিটির সদস্য হয়ে থাকেন, তাহলে সেটি যে নামেই হোক না...
৩ ঘণ্টা আগেএখন চলছে ইলিশের ভরা মৌসুম। ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে ১১ জুন মধ্যরাত থেকে জেলেরা ইলিশ শিকারে নেমেছিলেন নদী-সাগরে। কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণে ধরা পড়ছে না এই মাছ। এর জন্য ভোলায় নদীর তলদেশে অসংখ্য ডুবোচর এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্দ্বীপ চ্যানেলে জলবায়ু পরিবর্তন ও শিল্পকারখানার বর্জ্যের প্রভাবকে...
৭ ঘণ্টা আগেছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় সংসদ (দশম, একাদশ ও দ্বাদশ) নির্বাচনে দায়িত্ব পালন করা ব্যক্তিদের আগামী সংসদ নির্বাচনে দায়িত্ব দেওয়া হবে না। আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
৭ ঘণ্টা আগেমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসার খোঁজ নিতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
১১ ঘণ্টা আগে