Ajker Patrika

হজ কাফেলার নামে প্রতারণা, সতর্ক থাকতে বলছে মন্ত্রণালয়

হজ কাফেলার নামে প্রতারণা, সতর্ক থাকতে বলছে মন্ত্রণালয়

হজে পাঠানোর নামে সরল ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে প্রতারণা করছে শক্তিশালী একটি প্রতারক চক্র। নিজেদের কোনো বৈধ হজ এজেন্সি না থাকলেও তারা বিভিন্ন কাফেলা বা গ্রুপ তৈরি করে নিরীহ মুসল্লিদের কাছ থেকে অর্থ আদায় করছে। প্রতারণার বিষয়টি ধর্ম মন্ত্রণালয়ের নজরেও এসেছে। এ জন্য হজে যেতে লাইসেন্সবিহীন কোনো এজেন্সির সঙ্গে লেনদেন না করার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

আজ রোববার লাইসেন্সবিহীন বিভিন্ন ব্যক্তি/গ্রুপ/কাফেলা নামে হজযাত্রীদের সঙ্গে প্রতারণা বিষয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে মন্ত্রণালয়। 

এতে বলা হয়, হজযাত্রী ও হজ এজেন্সিসহ হজ সংশ্লিষ্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হজ ও ওমরাহ লাইসেন্স নেই এমন ব্যক্তি/গ্রুপ/গ্রুপ লিডার/কথিত মোয়াল্লেম কিংবা লাইসেন্সবিহীন বিভিন্ন কাফেলার নামে হজ ও ওমরাহ যাত্রী সংগ্রহ এবং তাদের কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগ পাওয়া যাচ্ছে। এ কারণে হজযাত্রীরা এবং হজ এজেন্সি প্রতারণা ও হয়রানির শিকার হচ্ছেন। তাই ধর্ম মন্ত্রণালয়ের স্বীকৃত হজ এজেন্সি সম্পর্কে (www.hajj.gov.bd) নিশ্চিত হয়ে এজেন্সির সঙ্গে সরাসরি লিখিত চুক্তি সম্পাদন করে লেনদেন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। 

হজে নেওয়ার নামে লাইসেন্সবিহীন বিভিন্ন ব্যক্তি/গ্রুপ/গ্রুপ লিডার/কথিত মোয়াল্লেম/কাফেলার সঙ্গে হজ সংক্রান্ত যে কোনো ধরনের লেনদেন থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, পাশাপাশি এ রূপ ব্যক্তিদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্যও অনুরোধ করা হলো। 

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন। আগামী ২১ মার্চ পর্যন্ত হজযাত্রী নিবন্ধন করা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত