বিশেষ প্রতিনিধি, ঢাকা
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) তাদের কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে। ৬ এপ্রিল (রোববার) এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯’-এর পরিমার্জিত সংস্করণ অনুসরণ করেই এই নির্দেশনা জারি করা হয়েছে। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের করণীয় ও বর্জনীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে তথ্য নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বলা হয়েছে।
বেবিচকের সহকারী পরিচালক (প্রশাসন) মো. তিরান হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বেবিচকের কোনো কর্মকর্তা-কর্মচারী সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, লাইক, কমেন্ট বা শেয়ার করবেন না, যাতে রাষ্ট্র বা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
এ ছাড়া ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে কিংবা ধর্মনিরপেক্ষতার নীতির পরিপন্থী কোনো তথ্য, জাতিগত সম্প্রীতি বিনষ্ট হয় এমন কনটেন্ট, জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করে এমন বক্তব্য, লৈঙ্গিক বৈষম্যমূলক মন্তব্য এবং জনমনে অসন্তোষ সৃষ্টির উপযোগী তথ্য প্রকাশ থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
বিশেষ করে ভিত্তিহীন, অসত্য বা অশ্লীল কোনো তথ্য প্রচার করা যাবে না এবং অন্য কোনো রাষ্ট্র বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে বিরূপ মন্তব্য করতেও নিষেধ করা হয়েছে।
বেবিচক সূত্র জানায়, ৫ আগস্টের পর কিছু কর্মকর্তা সামাজিক মাধ্যমে নানা ধরনের বিতর্কিত পোস্ট দিচ্ছেন। এসব পোস্টে রাজনৈতিক বক্তব্য ও ব্যক্তিগত মতামত প্রকাশের কারণে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং দাপ্তরিক পরিবেশে প্রভাব পড়ছে। এসব অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনা না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) তাদের কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে। ৬ এপ্রিল (রোববার) এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯’-এর পরিমার্জিত সংস্করণ অনুসরণ করেই এই নির্দেশনা জারি করা হয়েছে। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের করণীয় ও বর্জনীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে তথ্য নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বলা হয়েছে।
বেবিচকের সহকারী পরিচালক (প্রশাসন) মো. তিরান হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বেবিচকের কোনো কর্মকর্তা-কর্মচারী সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, লাইক, কমেন্ট বা শেয়ার করবেন না, যাতে রাষ্ট্র বা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
এ ছাড়া ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে কিংবা ধর্মনিরপেক্ষতার নীতির পরিপন্থী কোনো তথ্য, জাতিগত সম্প্রীতি বিনষ্ট হয় এমন কনটেন্ট, জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করে এমন বক্তব্য, লৈঙ্গিক বৈষম্যমূলক মন্তব্য এবং জনমনে অসন্তোষ সৃষ্টির উপযোগী তথ্য প্রকাশ থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
বিশেষ করে ভিত্তিহীন, অসত্য বা অশ্লীল কোনো তথ্য প্রচার করা যাবে না এবং অন্য কোনো রাষ্ট্র বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে বিরূপ মন্তব্য করতেও নিষেধ করা হয়েছে।
বেবিচক সূত্র জানায়, ৫ আগস্টের পর কিছু কর্মকর্তা সামাজিক মাধ্যমে নানা ধরনের বিতর্কিত পোস্ট দিচ্ছেন। এসব পোস্টে রাজনৈতিক বক্তব্য ও ব্যক্তিগত মতামত প্রকাশের কারণে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং দাপ্তরিক পরিবেশে প্রভাব পড়ছে। এসব অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনা না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগে নারী, পোষ্য ও পুরুষ কোটা থাকছে না। উচ্চ আদালতের রায় অনুযায়ী, কোটা থাকবে মাত্র ৭ শতাংশ। বাকি ৯৩ শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে। প্রস্তাবিত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫-এর খসড়ায় এমন বিধান থাকছে। খসড়া থেকে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেজুলাই আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টার ঘটনায় দেশের বিভিন্ন স্থানে করা মামলায় পুলিশের ১ হাজার ৫৯ জন সদস্যকে আসামি করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন মাত্র ৫৪ জন। স্বাধীন তদন্ত কমিশন করে বাকি দায়ীদেরও গ্রেপ্তারের চাপ দিয়ে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) জুলাই আন্দোলনের শরিক দলগুলো।
১ ঘণ্টা আগেফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে বাংলাদেশের ৫০-এর অধিক জেলায় নানা শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ করেছেন। বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে রাস্তায় নেমে আসেন। তাঁদের সঙ্গে সংহতি প্রকাশ করেন শিক্ষক-কর্মকর্তারা।
১ ঘণ্টা আগেজামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অসময়ে যমুনা নদীতে ভাঙন দেখা দিয়েছে। তীব্র ভাঙনে প্রতিনিয়ত নিঃস্ব হচ্ছেন শত শত মানুষ। এ ছাড়া ভাঙনঝুঁকিতে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা। ভাঙন ঠেকাতে দ্রুত পদক্ষেপ না নিলে আগামী বর্ষার আগেই কয়েকটি গ্রাম নদীগর্ভে চলে যাবে বলে আশঙ্কা যমুনা পারের বাসিন্দাদের।
১ ঘণ্টা আগে