Ajker Patrika

শ্রীলঙ্কাকে ২০ কোটি টাকার চিকিৎসা সামগ্রী দিল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

শ্রীলঙ্কাকে ২০ কোটি টাকার চিকিৎসা সামগ্রী অনুদান দিয়েছে বাংলাদেশ। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আজ বৃহস্পতিবার এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ঢাকায় শ্রীলঙ্কার হাইকমিশনার সুদর্শন ডিএস সেনাবিরতেকে টোকেন হিসেবে ওষুধের কিছু বাক্স হস্তান্তর করেন। 

শ্রীলঙ্কা বর্তমানে অর্থনৈতিকভাবে সবচেয়ে খারাপ অবস্থায় আছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ অনুদান দেওয়া হচ্ছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ড. মোমেন এই চিকিৎসা সামগ্রী সহায়তাকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে সংহতি ও বন্ধুত্বের বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেছেন। 

মন্ত্রী বলেন, ‘এই অনুদান অবশ্যই ফার্মাসিউটিক্যালস শিল্পের উচ্চ মানের ওষুধ উৎপাদনে সক্ষমতা, আর্থিক সক্ষমতা প্রকাশ করবে এবং এটি প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার জন্য বাংলাদেশের পররাষ্ট্রনীতির সংকল্পকেও প্রমাণ করে।’ 

পররাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেন যে, বাংলাদেশ সম্ভাব্য সব উপায়ে শ্রীলঙ্কাকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে। 

শ্রীলঙ্কার হাইকমিশনার শ্রীলঙ্কার জনগণের জন্য ওষুধ সরবরাহের এই বন্ধুত্বপূর্ণ পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ সরকারের প্রতি তাঁর সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

শ্রীলঙ্কার হাইকমিশনার উল্লেখ করেন, শ্রীলঙ্কা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে গুরুত্ব দেয় এবং আগামী দিনে তা আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। 
 
রাষ্ট্রদূত ওষুধ উপহার দেওয়ার কথা উল্লেখ করে বলেন, ‘দ্বিপক্ষীয় সম্পর্কের গতিপথ সঠিক দিকে এগোচ্ছে তা আরেকবার প্রদর্শিত হলো। কয়েক দিনের মধ্যে চিকিৎসা সামগ্রী শ্রীলঙ্কায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।’ 

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজের সভাপতি নাজমুল হাসান ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ এর আগে শ্রীলঙ্কাকে ২০ কোটি ডলার অর্থ অনুদান দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত