Ajker Patrika

ডেঙ্গু রোগী বেড়েই চলছে, ৮৭ শতাংশই রাজধানীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ জুন ২০২২, ১৭: ৪২
ডেঙ্গু রোগী বেড়েই চলছে, ৮৭ শতাংশই রাজধানীর

ঢাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। চলতি বছর শনাক্ত হওয়া রোগীর মধ্যে ৮৭ শতাংশই রাজধানী ঢাকায়। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে। তাদের মধ্যে রাজধানী ঢাকায় ৩৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৩৫ জন। তাদের মধ্যে রাজধানী ঢাকায় ৩৩ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (২৫ জুন) পর্যন্ত মোট ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৯২০ জন। তাদের মধ্যে রাজধানী ঢাকায় ৭৯৮ জন। অর্থাৎ প্রায় ৮৭ শতাংশ রোগীই রাজধানীর। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট রোগী ভর্তি আছে ১২৭ জন। তাদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ১১৮ জন। আর ৯ জন চিকিৎসা নিচ্ছে ঢাকার বাইরে। 

এ বছর ডেঙ্গু রোগী আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। চলতি জুন থেকে ডেঙ্গুর সংক্রমণ শুরু হয়েছে। সেপ্টেম্বর-অক্টোবরে সংক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে বলে জানাচ্ছেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে—অডিও ফাঁস

নেছারাবাদের সেই প্রধান শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত