Ajker Patrika

গুঞ্জনের অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ জুন ২০২৪, ১৯: ৩৪
গুঞ্জনের অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান

গুঞ্জনের অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হলেন দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার ইমেরিটাস সম্পাদক মো. নাঈমুল ইসলাম খান। আজ বৃহস্পতিবার (৬ জুন) তাঁকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ‘নাঈমুল ইসলাম খানকে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর (প্রধানমন্ত্রীর) সন্তুষ্টিসাপেক্ষে (যেটি আগে ঘটে) সরকারের সচিব পদমর্যাদা ও ৭৮ হাজার টাকা (নির্ধারিত) বেতন ও অন্য সুবিধাদিসহ প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।’

প্রজ্ঞাপন অনুযায়ী, এই নিয়োগের অন্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। 

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলাল গত ১০ মার্চ মারা যান। তারপর থেকেই পদটি শূন্য ছিল। 

এই পদে নাঈমুল ইসলাম খানকে নিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সারসংক্ষেপ ফাঁস হওয়ার গুঞ্জনের সূত্রপাত হয়। সাধারণত সারসংক্ষেপের পাঠানোর পরপরই প্রজ্ঞাপন জারি করা হয়। দেরির কারণে বিষয়টি নিয়ে নানামুখী আলোচনা ছিল। 

নাঈমুল ইসলাম খান সাপ্তাহিক খবরের কাগজের সম্পাদক হিসেবে আলোচনায় আসেন প্রায় চার দশক আগে। এরপর তিনি একে একে কমপক্ষে চারটি বাংলা দৈনিক আজকের কাগজ, ভোরের কাগজ, আমাদের সময় ও আমাদের অর্থনীতির প্রতিষ্ঠাকালীন সম্পাদক হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত