Ajker Patrika

সব ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১২: ৫৮
শাহবাগে গত রোববার শিক্ষকদের এভাবেই পেটায় পুলিশ। ফাইল ছবি
শাহবাগে গত রোববার শিক্ষকদের এভাবেই পেটায় পুলিশ। ফাইল ছবি

প্রাথমিক বিদ্যালয়ের মতো মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে বৈঠক শেষে বিকেলে ৪টার দিকে শাহবাগে এ ঘোষণা দেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের যুগ্ম সচিব (মাদ্রাসা অনুবিভাগ) এস এম মাসুদুল হক।

তিনি বলেন, পর্যায়ক্রমে সব ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পরে আজকের পত্রিকার সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ইতিমধ্যে আমরা এ বিষয়ে পরিকল্পনা নিয়েছি এবং কার্যক্রম শুরু করেছি। প্রথমে তাদের এমপিওভুক্ত করা হবে। পরে জাতীয়করণ করা হবে। এ ছাড়া মিড ডে মিল ও উপবৃত্তি চালু এবং অবকাঠামো উন্নয়ন করা হবে।’

সরকারের এ ঘোষণার মাধ্যমে চলমান আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি।

জানতে চাইলে সংগঠনটির সদস্যসচিব মোহাম্মদ আল-আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার পর্যায়ক্রমে সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণসহ আমাদের সব দাবি মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে। সরকারের আশ্বাসে চলমান আন্দোলন স্থগিত করা হয়েছে। আশা করছি, সরকারের ঘোষণা মতো শিগগির আমাদের ৬ দফা দাবি বাস্তবায়ন হবে।’

সারা দেশে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা রয়েছে প্রায় ১২ হাজার। এর মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত ৬ হাজার ৯৯৭টি, আর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের তালিকাভুক্ত রয়েছে প্রায় ৫ হাজার। এসব মাদ্রাসায় শিক্ষক-কর্মচারী রয়েছে প্রায় ৬৫ হাজার। আর শিক্ষার্থী রয়েছে ১২ লাখের মতো।

গতকাল সোমবার স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন আন্দোলনরত ইবতেদায়ি শিক্ষকেরা। আজ সকাল থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকেরা।

এর আগে রোববার দুপুরে রাজধানীর শাহবাগে ৬ দফা দাবিতে ইবতেদায়ি শিক্ষকদের পদযাত্রা কর্মসূচিতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিপেটা করে পুলিশ। এতে ছয়জন আহত হয়।

৬ দফা দাবির মধ্যে রয়েছে—স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো জাতীয়করণ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার নীতিমালা-২০১৮ বাস্তবায়ন, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার, রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোডবিহীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো মাদ্রাসা বোর্ডের কোডের অন্তর্ভুক্তকরণ, প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় ১ জন অফিস সহায়কের পদ সৃষ্টি এবং প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার অবকাঠামো ও ভবন নির্মাণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাশিয়ার জব্দ ১৬২ বিলিয়ন ডলার দিয়ে ইউক্রেনের জন্য কোথা থেকে অস্ত্র কেনা হবে, তা নিয়ে বিভক্ত ইইউ

প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব আবেগতাড়িত, রাষ্ট্র আবেগের ওপর চলে না: সালাহউদ্দিন

‎টঙ্গী থেকে নিখোঁজ ইমামকে পঞ্চগড়ে উদ্ধার

আসামিদের কোনো অনুশোচনা নেই, উল্টো সেনাবাহিনীকে রাষ্ট্রের বিরুদ্ধে উসকে দিয়েছে: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনা ও কামালসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায়ের দিন নির্ধারণ ১৩ নভেম্বর

এলাকার খবর
Loading...