নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকার শিক্ষার্থীদের থেকে বিআরটিসির বাসে হাফ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। কিন্তু বেসরকারি বাসে হাফ ভাড়া নেওয়ার বিষয়টি এখনো ঝুলে আছে। কোনো সিদ্ধান্তে আসেনি। পরিবহন মালিকদের সঙ্গে গতকাল বৃহস্পতিবার হাফ ভাড়ার বিষয়ে বৈঠকে প্রস্তাবনা দিতে বলেছিল বিআরটিএ। এসব বিষয় নিয়ে আবারও শনিবার ২৭ নভেম্বর মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে আরেক দফায় বৈঠক ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ।
আজ শুক্রবার ২৬ নভেম্বর সন্ধ্যায় বৈঠকের বিষয়টি আজকের পত্রিকাকে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।
বৈঠকের বিষয়ে বিআরটিএ'র চেয়ারম্যান আরও জানান, গত বৃহস্পতিবারের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি বাসে কীভাবে হাফ ভাড়া নেওয়া যায় তার প্রস্তাব দিতে বলা হয়েছিল। শনিবারের বৈঠক তারা তাদের প্রস্তাব উপস্থাপন করবেন। সে কারণে আমাদের সঙ্গে বাস মালিকদের বৈঠক হবে। বৈঠক শেষে এ বিষয়ে আমরা বিস্তারিত জানতে পারব।
হাফ ভাড়ার কি প্রস্তাব দেওয়া হবে জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা আজকের পত্রিকাকে বলেন, মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ নেতৃত্বে একটি প্রতিনিধি দল শনিবার সকাল ১১টায় বিআরটিএ সঙ্গে বৈঠক করবে। সেখানে বেসরকারি বাসে হাফ ভাড়া নিয়ে আলোচনা হবে। সরকার কি চায় আমরা সেটা শুনতে চাই। তারপর হাফ ভাড়ার বিষয়ে আমাদের প্রস্তাবও আমরা জানাব। গত ৮ বছরে ভাড়া বাড়েনি, নতুন করে যা বেড়েছে তুলনায় অনেক কম। এর বিপরীত তেলের দাম বেড়েছে, গাড়ির যন্ত্রাংশসহ সকল জিনিসের দাম বেড়েছে। এখন যদি হাফ ভাড়া নিতে হয় তাহলে তো গাড়িই দিয়ে আসতে হবে। তবে কাল (শনিবার) বিআরটিএ আমাদের কি বলে তা দেখে আমরা সিদ্ধান্ত নিবো তার আগে নয়।
এদিক, শিক্ষার্থীরা হাফ ভাড়ার দাবিতে মাঠে নামার পর করণীয় ঠিক করতে বিআরটিএ একটি কমিটি করেছিল। কমিটির প্রধান করা হয়েছিল বিআরটিএর পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানীকে। বাসে অর্ধেক ভাড়ার বিষয়ে কোনো আইন, নির্বাহী আদেশ বা বিধিমালা আছে কি না তা দেখার জন্য এই কমিটি কাজ করছেন। এ বিষয়ে জানতে চাইলে বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার জানান, 'এই কমিটি এখনো তেমন কিছু পাননি। তারা কাজ করছেন।'
সরকার শিক্ষার্থীদের থেকে বিআরটিসির বাসে হাফ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। কিন্তু বেসরকারি বাসে হাফ ভাড়া নেওয়ার বিষয়টি এখনো ঝুলে আছে। কোনো সিদ্ধান্তে আসেনি। পরিবহন মালিকদের সঙ্গে গতকাল বৃহস্পতিবার হাফ ভাড়ার বিষয়ে বৈঠকে প্রস্তাবনা দিতে বলেছিল বিআরটিএ। এসব বিষয় নিয়ে আবারও শনিবার ২৭ নভেম্বর মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে আরেক দফায় বৈঠক ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ।
আজ শুক্রবার ২৬ নভেম্বর সন্ধ্যায় বৈঠকের বিষয়টি আজকের পত্রিকাকে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।
বৈঠকের বিষয়ে বিআরটিএ'র চেয়ারম্যান আরও জানান, গত বৃহস্পতিবারের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি বাসে কীভাবে হাফ ভাড়া নেওয়া যায় তার প্রস্তাব দিতে বলা হয়েছিল। শনিবারের বৈঠক তারা তাদের প্রস্তাব উপস্থাপন করবেন। সে কারণে আমাদের সঙ্গে বাস মালিকদের বৈঠক হবে। বৈঠক শেষে এ বিষয়ে আমরা বিস্তারিত জানতে পারব।
হাফ ভাড়ার কি প্রস্তাব দেওয়া হবে জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা আজকের পত্রিকাকে বলেন, মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ নেতৃত্বে একটি প্রতিনিধি দল শনিবার সকাল ১১টায় বিআরটিএ সঙ্গে বৈঠক করবে। সেখানে বেসরকারি বাসে হাফ ভাড়া নিয়ে আলোচনা হবে। সরকার কি চায় আমরা সেটা শুনতে চাই। তারপর হাফ ভাড়ার বিষয়ে আমাদের প্রস্তাবও আমরা জানাব। গত ৮ বছরে ভাড়া বাড়েনি, নতুন করে যা বেড়েছে তুলনায় অনেক কম। এর বিপরীত তেলের দাম বেড়েছে, গাড়ির যন্ত্রাংশসহ সকল জিনিসের দাম বেড়েছে। এখন যদি হাফ ভাড়া নিতে হয় তাহলে তো গাড়িই দিয়ে আসতে হবে। তবে কাল (শনিবার) বিআরটিএ আমাদের কি বলে তা দেখে আমরা সিদ্ধান্ত নিবো তার আগে নয়।
এদিক, শিক্ষার্থীরা হাফ ভাড়ার দাবিতে মাঠে নামার পর করণীয় ঠিক করতে বিআরটিএ একটি কমিটি করেছিল। কমিটির প্রধান করা হয়েছিল বিআরটিএর পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানীকে। বাসে অর্ধেক ভাড়ার বিষয়ে কোনো আইন, নির্বাহী আদেশ বা বিধিমালা আছে কি না তা দেখার জন্য এই কমিটি কাজ করছেন। এ বিষয়ে জানতে চাইলে বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার জানান, 'এই কমিটি এখনো তেমন কিছু পাননি। তারা কাজ করছেন।'
সমালোচনার মুখে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসকের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন লেখক ও এস্তোনিয়ার নাগরিক ড. আমিনুল ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার প্রেক্ষিতে আজ সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগেকাতারের আমিরের মা এবং কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন শেখ মোজা বিনতে নাসেরের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে তাঁরা এ বৈঠক করেন।
২ ঘণ্টা আগেআগামী জুনকে সামনে রেখে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তির ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য অধিকতর জটিল আবেদন নিষ্পত্তি করার ক্ষমতা সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের হাতে দিয়েছে কমিশন।
২ ঘণ্টা আগেপ্রতিটি স্কুলে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের ভর্তির ব্যবস্থার তাগাদা দিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। স্কুলগুলোর ভেতরে এই শিশুদের জায়গা দিতে বিশেষ কক্ষ রাখার কথা বলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে