নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিজিটাল পশুহাট জমে উঠেছে। ধীরে ধীরে এটি জনপ্রিয় হচ্ছে। এ পর্যন্ত ডিজিটাল হাটে ১ লাখ ৮৪ হাজার গরু বিক্রি হয়েছে। যার মূল্য ১ হাজার ৩২৮ কোটি টাকা। আজ বুধবার সচিবালয়ে ডিজিটাল হাটে কোরবানির পশু বিক্রি ও ব্যবস্থাপনা বিষয়ক অনলাইন সেমিনারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এসব কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘এ বছর কোরবানির মোট পশুর ২৫ শতাংশ ডিজিটাল হাটে বিক্রি হবে। এই হাটে পশু বিক্রি করলে কোন হাসিল দিতে হবে না। কেউ জোর করে হাসিল নিলে তা চাঁদাবাজি হিসেবে গণ্য হবে। ফৌজদারি অপরাধ হিসেবে তাঁকে আইনের আওতায় আনা হবে। কৃষকদের কোন প্রকার হয়রানি করা হলে স্থানীয় জেলা প্রশাসন ও জেলা পুলিশকে তাৎক্ষণিক আইনি সেবা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
শ ম রেজাউল করিম বলেন, ‘অনলাইন পদ্ধতিতে বিক্রি হওয়া কোরবানির পশু পরিবহনে প্রমাণাদি থাকার পরও হয়রানি করা হলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এ বছর কোরবানির জন্য ১ কোটি ১৯ লাখ পশু সারা দেশে প্রস্তুত আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘পাশের দেশ থেকে বাংলাদেশের বাজারে কোরবানির পশু ঢুকতে দেওয়া হবে না। সীমান্তবর্তী এলাকার প্রশাসনকে নির্দেশনা দেওয়া আছে। আগামী দিনে পশু উৎপাদনে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করতে হলে বাইরের দেশের পশু আসা ঠেকাতেই হবে।’
সেমিনারে মন্ত্রণালয়ের বিভিন্ন জেলা ও থানা কর্মকর্তা, সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপার, ই-কমার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা অংশ নেন।
ডিজিটাল পশুহাট জমে উঠেছে। ধীরে ধীরে এটি জনপ্রিয় হচ্ছে। এ পর্যন্ত ডিজিটাল হাটে ১ লাখ ৮৪ হাজার গরু বিক্রি হয়েছে। যার মূল্য ১ হাজার ৩২৮ কোটি টাকা। আজ বুধবার সচিবালয়ে ডিজিটাল হাটে কোরবানির পশু বিক্রি ও ব্যবস্থাপনা বিষয়ক অনলাইন সেমিনারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এসব কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘এ বছর কোরবানির মোট পশুর ২৫ শতাংশ ডিজিটাল হাটে বিক্রি হবে। এই হাটে পশু বিক্রি করলে কোন হাসিল দিতে হবে না। কেউ জোর করে হাসিল নিলে তা চাঁদাবাজি হিসেবে গণ্য হবে। ফৌজদারি অপরাধ হিসেবে তাঁকে আইনের আওতায় আনা হবে। কৃষকদের কোন প্রকার হয়রানি করা হলে স্থানীয় জেলা প্রশাসন ও জেলা পুলিশকে তাৎক্ষণিক আইনি সেবা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
শ ম রেজাউল করিম বলেন, ‘অনলাইন পদ্ধতিতে বিক্রি হওয়া কোরবানির পশু পরিবহনে প্রমাণাদি থাকার পরও হয়রানি করা হলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এ বছর কোরবানির জন্য ১ কোটি ১৯ লাখ পশু সারা দেশে প্রস্তুত আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘পাশের দেশ থেকে বাংলাদেশের বাজারে কোরবানির পশু ঢুকতে দেওয়া হবে না। সীমান্তবর্তী এলাকার প্রশাসনকে নির্দেশনা দেওয়া আছে। আগামী দিনে পশু উৎপাদনে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করতে হলে বাইরের দেশের পশু আসা ঠেকাতেই হবে।’
সেমিনারে মন্ত্রণালয়ের বিভিন্ন জেলা ও থানা কর্মকর্তা, সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপার, ই-কমার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা অংশ নেন।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, সংবাদপত্রের গুণগত মানোন্নয়নে টাস্কফোর্স গঠন করবে সরকার। এই টাস্কফোর্স স্বচ্ছতার সঙ্গে সংবাদপত্রের প্রকৃত প্রচারসংখ্যা নির্ধারণ, ওয়েজবোর্ড বাস্তবায়ন, বিজ্ঞাপন হার নির্ধারণসহ সংবাদপত্রের সার্বিক উন্নয়নে কাজ করবে।
১১ মিনিট আগেরাষ্ট্রপতিরা গত ৩৩ বছরে কতজনের দণ্ড মাফ করেছেন তার তালিকা প্রকাশ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার (২১ এপ্রিল) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার বেঞ্চ এ রুল জারি করেন।
২০ মিনিট আগেপুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ পিয়েরে লেক্রোঁয়া। এ সময় তিনি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অনন্য ভূমিকার প্রশংসা করেন।
২৬ মিনিট আগেযুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ৮ এপ্রিল থেকে মোয়াজ্জেমকে অব্যাহতি দিয়ে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৩৭ মিনিট আগে