Ajker Patrika

বাংলাদেশ–চীন বন্ধুত্বের ৫০ বছর: ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও স্বাস্থ্য প্রদর্শনী

ঢাবি সংবাদদাতা
আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১৫: ১৯
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও চীনের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ইউনান শিক্ষা ও স্বাস্থ্য’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করেছে চীন। চীনের ইউনান প্রদেশ, বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

আজ রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ও চীনের গুরুত্বপূর্ণ সরকারি ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবু। এ ছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক নূরজাহান বেগম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

অনুষ্ঠানের শুরুতেই চীন ও বাংলাদেশের শিল্পীরা যৌথভাবে ইউনান প্রদেশের জনপ্রিয় লোকসংগীত ‘ছোট নদী বয়ে চলে’ এবং বাংলাদেশের কালজয়ী গান ‘তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’ পরিবেশন করেন। এ ছাড়া, চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতি তুলে ধরে বিভিন্ন আকর্ষণীয় পরিবেশনা উপস্থাপন করা হয়।

ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবু তাঁর বক্তব্যে বলেন, ‘আমাদের দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও উন্নত করার সুযোগ রয়েছে। শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান, তাকে আরও সহজ, আধুনিক এবং বিশ্বস্ত করে তোলা প্রয়োজন। পাশাপাশি, দুই দেশের ভিসা সেবা প্রদান প্রক্রিয়াকেও আরও সহজ করা উচিত।’

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক নূরজাহান বেগম বলেন, ‘বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরে এই বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হচ্ছে। সাম্প্রতিক সময়ে চীনের সহায়তায় ঢাকার ধামরাই ও রংপুরে বড় হাসপাতাল নির্মাণসহ মোট তিনটি বৃহৎ হাসপাতাল তৈরির প্রস্তুতি চলছে। এ ছাড়া, চীন বাংলাদেশকে একটি অত্যাধুনিক রোবোটিক ফিজিওথেরাপি সেট উপহার দিয়েছে। চীন সরকার বাংলাদেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নে ১ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা প্রদান করেছে। তারা বাংলাদেশের নাগরিকদের বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণেরও ব্যবস্থা করছে।’

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আগামী দিনে ঢাকা ও চট্টগ্রাম থেকে সরাসরি ইউনান প্রদেশে ফ্লাইট চালু হবে। এ বছর প্রথমবারের মতো বাংলাদেশ থেকে টাটকা আম আমদানি করবে চীন। মে মাসের শুরুতেই চীনের জনগণ বাংলাদেশের আমের স্বাদ গ্রহণ করতে পারবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, ‘বাংলাদেশ ও চীনের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্কের বয়স ৫০ বছর হলেও, এই দুই দেশের সম্পর্ক প্রায় দুই হাজার বছরের পুরোনো। আজ আমরা সম্মিলিতভাবে এই সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদ্‌যাপন করছি। এই উদ্‌যাপন আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিহাসে একটি নতুন মাইলফলক হিসেবে কাজ করবে।’

তিনি আরও বলেন, ‘বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট এই সম্পর্ক টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বর্তমানে আমাদের প্রায় ৫০০ শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত। এ ছাড়া, চীনের ১৬ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পড়াশোনা করছে এবং তারা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ছাত্রাবাসে (স্যার পিজে হার্টগ হল) বসবাস করছে। আমরা নিয়মিত তাদের খোঁজখবর রাখছি।’

অধ্যাপক নিয়াজ আহমেদ খান তার সাম্প্রতিক চীন সফরের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, ‘ছয় মাস আগে আমি চীন ভ্রমণ করেছিলাম এবং সেখানকার শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটন সহ বিভিন্ন সুযোগ-সুবিধা গভীরভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করেছি। আমি আমার পর্যবেক্ষণে প্রাপ্ত তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে প্রয়োগ করার চেষ্টা করছি এবং এই প্রচেষ্টা ভবিষ্যতে আরও জোরদার করা হবে।’

উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ ও চীনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরবর্তীতে অতিথিরা চীনের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রদর্শনী সামগ্রী পরিদর্শন করেন। অতিথিদের পরিদর্শন শেষে এই প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত