Ajker Patrika

মনপুরা দ্বীপে ৩ মেগাওয়াট হাইব্রিড বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মনপুরা দ্বীপে ৩ মেগাওয়াট হাইব্রিড বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চুক্তি সই

দেশের প্রত্যন্ত অঞ্চল মনপুরা দ্বীপে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে সরকার। এ জন্য আজ সোমবার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) ও ওয়েস্টার্ন মনপুরা সোলার পাওয়ার লিমিটেডের (ডব্লিউএমএসপিএল) মধ্যে চুক্তি সই হয়েছে।

চুক্তিতে বিদ্যুৎ বিভাগের পক্ষে যুগ্মসচিব নিরোদ চন্দ্র মণ্ডল ও ওজোপাডিকোর সচিব মো. আলমগীর কবির এবং ডব্লিউএমএসপিএলের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায় দ্বীপ অঞ্চল মনপুরায় ৩ মেগাওয়াট সোলার-ব্যাটারি-ডিজেল সংবলিত একটি হাইব্রিড বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিদ্যুৎসচিব মো. হাবিবুর রহমান বলেন, ‘আগামী দিনের জ্বালানি হলো নবায়নযোগ্য জ্বালানি। নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকার নানাভাবে সহযোগিতা করছে। টেকসই জ্বালানির প্রতি সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে নবায়নযোগ্য জ্বালানির প্রসারকে উৎসাহিত করা হচ্ছে। মনপুরার এই বিদ্যুৎকেন্দ্রটি অনেক দিক থেকেই অন্যরকম। সোলারের সঙ্গে ব্যাটারি ও ডিজেল থাকবে।’ 

বিদ্যুৎসচিব আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানি থেকে আরও বিদ্যুৎ পেলে বর্তমান পরিস্থিতি মোকাবিলা করা সহজ হতো। এই বিদ্যুৎকেন্দ্র থেকে উক্ত এলাকার জনগণ গ্রিডের মানসম্পন্ন বিদ্যুৎ পাবে। ২০ বছর মেয়াদি এই বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতিদিন কমপক্ষে ৩০ হাজার কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাবে। মনপুরা দ্বীপের ২০ হাজার ৪৮৩ গ্রাহক সরকারি মূল্যে বিদ্যুৎ সুবিধা পাবেন। এই বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ফলে উক্ত দ্বীপে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন, পর্যটন শিল্পের বিকাশসহ জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন হবে। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে পিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, ওজোপাডিকো চেয়ারম্যান সেলিম আবেদ, স্রেডার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন, ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক আজহারুল ইসলাম ও প্রকল্প পরিচালক মো. মতিউর রহমান বক্তব্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত