ঢাবি সংবাদদাতা
একুশের শহীদদের ত্যাগের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল নেমেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে নানা সংগঠন, সমিতি ও রাজনৈতিক দলের ব্যানারে ক্রমান্বয়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ শুরু হয়। রাত পেরিয়ে আজ শুক্রবার একুশে ফেব্রুয়ারি দিনভর চলবে শ্রদ্ধা জানানো।
কালো ব্যাজ, কালো পতাকা ও ব্যানার নিয়ে পলাশী হয়ে জগন্নাথ হলের সামনে দিয়ে সবাই ধীরপায়ে এগিয়ে চলেছেন শহীদ মিনারের দিকে। অনেকের পোশাক ও সাজসজ্জায় রয়েছে শোকের কালো রং। কণ্ঠে আছে সেই বেদনাবিধুর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’।
১২টা ৪৫ মিনিটে পুষ্পার্ঘ্য অর্পণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
১টা ২৭ মিনিটে মুখপাত্র উমামা ফাতেমার নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় উপস্থিত ছিলেন প্ল্যাটফর্মটির সমন্বয়কদের অনেকেই।
রাত ১টা ৩৫ মিনিটে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণের সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির মুখ্য সংগঠক সারজিস আলম, মুখপাত্র সামান্তা শারমিনসহ অনেকে।
গতকাল রাতেই শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে গণঅধিকার পরিষদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশনসহ নানা সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও গতকাল রাতে শ্রদ্ধা জানান।
একুশের রাতে জনতার যে স্রোত, তা রাত পেরোলেই হয়ে যাবে কয়েক গুণ। দেশের নানা প্রান্ত থেকে শ্রদ্ধা জানাতে ছুটে আসবে মানুষ। ভাষাশহীদদের মহান ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের অপরিশোধিত ঋণ শোধের চেষ্টা করবেন ভাষাপ্রেমিক মানুষ।
এর আগে রাত ১২টা ১ মিনিট থেকে ভাষাশহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. ইউনূস, প্রধান বিচারপতি ড. সৈয়দ রিফাত আহমেদ, উপদেষ্টা পরিষদের সব সদস্য, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক ও হাইকমিশনাররা।
তারপর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন, সেনা, নৌ ও বিমান বাহিনীর পক্ষ থেকে তিন বাহিনীর প্রধান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, ডিএমপি পুলিশ কমিশনার পুষ্পার্ঘ্য অর্পণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিশ্ববিদ্যালয় পরিবার।
একুশের শহীদদের ত্যাগের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল নেমেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে নানা সংগঠন, সমিতি ও রাজনৈতিক দলের ব্যানারে ক্রমান্বয়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ শুরু হয়। রাত পেরিয়ে আজ শুক্রবার একুশে ফেব্রুয়ারি দিনভর চলবে শ্রদ্ধা জানানো।
কালো ব্যাজ, কালো পতাকা ও ব্যানার নিয়ে পলাশী হয়ে জগন্নাথ হলের সামনে দিয়ে সবাই ধীরপায়ে এগিয়ে চলেছেন শহীদ মিনারের দিকে। অনেকের পোশাক ও সাজসজ্জায় রয়েছে শোকের কালো রং। কণ্ঠে আছে সেই বেদনাবিধুর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’।
১২টা ৪৫ মিনিটে পুষ্পার্ঘ্য অর্পণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
১টা ২৭ মিনিটে মুখপাত্র উমামা ফাতেমার নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় উপস্থিত ছিলেন প্ল্যাটফর্মটির সমন্বয়কদের অনেকেই।
রাত ১টা ৩৫ মিনিটে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণের সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির মুখ্য সংগঠক সারজিস আলম, মুখপাত্র সামান্তা শারমিনসহ অনেকে।
গতকাল রাতেই শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে গণঅধিকার পরিষদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশনসহ নানা সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও গতকাল রাতে শ্রদ্ধা জানান।
একুশের রাতে জনতার যে স্রোত, তা রাত পেরোলেই হয়ে যাবে কয়েক গুণ। দেশের নানা প্রান্ত থেকে শ্রদ্ধা জানাতে ছুটে আসবে মানুষ। ভাষাশহীদদের মহান ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের অপরিশোধিত ঋণ শোধের চেষ্টা করবেন ভাষাপ্রেমিক মানুষ।
এর আগে রাত ১২টা ১ মিনিট থেকে ভাষাশহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. ইউনূস, প্রধান বিচারপতি ড. সৈয়দ রিফাত আহমেদ, উপদেষ্টা পরিষদের সব সদস্য, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক ও হাইকমিশনাররা।
তারপর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন, সেনা, নৌ ও বিমান বাহিনীর পক্ষ থেকে তিন বাহিনীর প্রধান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, ডিএমপি পুলিশ কমিশনার পুষ্পার্ঘ্য অর্পণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিশ্ববিদ্যালয় পরিবার।
চলতি শিক্ষাবর্ষের দুই মাস শেষ হলেও এখনো সব বই হাতে পায়নি স্কুল শিক্ষার্থীরা। অষ্টম ও নবম শ্রেণির এবং ইবতেদায়ি পর্যায়ের কিছু বই এখনো ছাপার অপেক্ষায়। সব মিলিয়ে ৩ কোটি পাঠ্যবই ছাপা বাকি আছে, যার অধিকাংশই মাধ্যমিক পর্যায়ের। আর বিতরণ বাকি সাড়ে ৩ কোটির বেশি পাঠ্যবই। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এ
৫ ঘণ্টা আগেপ্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে পবিত্র রমজানের ছুটি। সব মিলিয়ে ৪০ দিনের মতো বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘ এই ছুটিতে বাসায় পড়ার জন্য শিক্ষার্থীদের নির্দেশনা দিয়েছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু তাদের হাতে এখনো সব বই পৌঁছায়নি, তাই বাড়ির পড়া নিয়ে চিন্তায় পড়েছে শিক্ষার্থীরা
৫ ঘণ্টা আগেসড়ক পরিবহন আইন অনুযায়ী মোটরযান মেরামত কারখানা (ওয়ার্কশপ) চালাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) লাইসেন্স থাকতে হবে। কিন্তু সারা দেশে ৩৫ হাজারের মতো এমন কারখানা চলছে ওই লাইসেন্স ছাড়াই। আইন অনুযায়ী অবৈধ এসব সারাইখানাকে বিআরটিএ লাইসেন্সের আওতায় আনার কার্যক্রম শুরু
৭ ঘণ্টা আগেশিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ গত শুক্রবার একাডেমিতে একটি অনুষ্ঠান চলাকালীন একাডেমির সচিবের কাছে লিখিত পদত্যাগপত্র দাখিল করেন। বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে। জামিল আহমেদের উল্লিখিত কারণগুলোর মধ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও অর্থ বিভাগের প্রতি কিছু অসত্য, বিভ্রান্তিকর তথ্য ব্যবহৃত হয়ে
৮ ঘণ্টা আগে