ঢাবি সংবাদদাতা
একুশের শহীদদের ত্যাগের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল নেমেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে নানা সংগঠন, সমিতি ও রাজনৈতিক দলের ব্যানারে ক্রমান্বয়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ শুরু হয়। রাত পেরিয়ে আজ শুক্রবার একুশে ফেব্রুয়ারি দিনভর চলবে শ্রদ্ধা জানানো।
কালো ব্যাজ, কালো পতাকা ও ব্যানার নিয়ে পলাশী হয়ে জগন্নাথ হলের সামনে দিয়ে সবাই ধীরপায়ে এগিয়ে চলেছেন শহীদ মিনারের দিকে। অনেকের পোশাক ও সাজসজ্জায় রয়েছে শোকের কালো রং। কণ্ঠে আছে সেই বেদনাবিধুর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’।
১২টা ৪৫ মিনিটে পুষ্পার্ঘ্য অর্পণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
১টা ২৭ মিনিটে মুখপাত্র উমামা ফাতেমার নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় উপস্থিত ছিলেন প্ল্যাটফর্মটির সমন্বয়কদের অনেকেই।
রাত ১টা ৩৫ মিনিটে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণের সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির মুখ্য সংগঠক সারজিস আলম, মুখপাত্র সামান্তা শারমিনসহ অনেকে।
গতকাল রাতেই শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে গণঅধিকার পরিষদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশনসহ নানা সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও গতকাল রাতে শ্রদ্ধা জানান।
একুশের রাতে জনতার যে স্রোত, তা রাত পেরোলেই হয়ে যাবে কয়েক গুণ। দেশের নানা প্রান্ত থেকে শ্রদ্ধা জানাতে ছুটে আসবে মানুষ। ভাষাশহীদদের মহান ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের অপরিশোধিত ঋণ শোধের চেষ্টা করবেন ভাষাপ্রেমিক মানুষ।
এর আগে রাত ১২টা ১ মিনিট থেকে ভাষাশহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. ইউনূস, প্রধান বিচারপতি ড. সৈয়দ রিফাত আহমেদ, উপদেষ্টা পরিষদের সব সদস্য, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক ও হাইকমিশনাররা।
তারপর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন, সেনা, নৌ ও বিমান বাহিনীর পক্ষ থেকে তিন বাহিনীর প্রধান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, ডিএমপি পুলিশ কমিশনার পুষ্পার্ঘ্য অর্পণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিশ্ববিদ্যালয় পরিবার।
একুশের শহীদদের ত্যাগের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল নেমেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে নানা সংগঠন, সমিতি ও রাজনৈতিক দলের ব্যানারে ক্রমান্বয়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ শুরু হয়। রাত পেরিয়ে আজ শুক্রবার একুশে ফেব্রুয়ারি দিনভর চলবে শ্রদ্ধা জানানো।
কালো ব্যাজ, কালো পতাকা ও ব্যানার নিয়ে পলাশী হয়ে জগন্নাথ হলের সামনে দিয়ে সবাই ধীরপায়ে এগিয়ে চলেছেন শহীদ মিনারের দিকে। অনেকের পোশাক ও সাজসজ্জায় রয়েছে শোকের কালো রং। কণ্ঠে আছে সেই বেদনাবিধুর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’।
১২টা ৪৫ মিনিটে পুষ্পার্ঘ্য অর্পণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
১টা ২৭ মিনিটে মুখপাত্র উমামা ফাতেমার নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় উপস্থিত ছিলেন প্ল্যাটফর্মটির সমন্বয়কদের অনেকেই।
রাত ১টা ৩৫ মিনিটে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণের সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির মুখ্য সংগঠক সারজিস আলম, মুখপাত্র সামান্তা শারমিনসহ অনেকে।
গতকাল রাতেই শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে গণঅধিকার পরিষদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশনসহ নানা সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও গতকাল রাতে শ্রদ্ধা জানান।
একুশের রাতে জনতার যে স্রোত, তা রাত পেরোলেই হয়ে যাবে কয়েক গুণ। দেশের নানা প্রান্ত থেকে শ্রদ্ধা জানাতে ছুটে আসবে মানুষ। ভাষাশহীদদের মহান ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের অপরিশোধিত ঋণ শোধের চেষ্টা করবেন ভাষাপ্রেমিক মানুষ।
এর আগে রাত ১২টা ১ মিনিট থেকে ভাষাশহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. ইউনূস, প্রধান বিচারপতি ড. সৈয়দ রিফাত আহমেদ, উপদেষ্টা পরিষদের সব সদস্য, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক ও হাইকমিশনাররা।
তারপর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন, সেনা, নৌ ও বিমান বাহিনীর পক্ষ থেকে তিন বাহিনীর প্রধান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, ডিএমপি পুলিশ কমিশনার পুষ্পার্ঘ্য অর্পণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিশ্ববিদ্যালয় পরিবার।
চিকিৎসক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি চাকরিতে প্রবেশের বয়স আগের মতো সাধারণ প্রার্থীদের থেকে দুই বছর বেশি (৩৪ বছর) নির্ধারণের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে বিভিন্ন করপোরেশন ও সরকারি প্রতিষ্ঠানে পঞ্চম ও ষষ্ঠ গ্রেডসহ বিশেষায়িত কিছু পদে সরাসরি নিয়োগের বয়সসীমাও আগের মতো...
৪ ঘণ্টা আগেনেপালে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যদের নিরাপদে ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। আজ মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো, নূর আলম এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
৬ ঘণ্টা আগেনেপালের উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। সেখানে প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়ে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা এবং আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছে।
৭ ঘণ্টা আগেনেপালে উদ্ভূত পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে ঢাকা-কাঠমান্ডু রুটের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট আগামীকাল বুধবার বেলা ২টা পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সংস্থাটির জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
৭ ঘণ্টা আগে