ঢাবি সংবাদদাতা
একুশের শহীদদের ত্যাগের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল নেমেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে নানা সংগঠন, সমিতি ও রাজনৈতিক দলের ব্যানারে ক্রমান্বয়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ শুরু হয়। রাত পেরিয়ে আজ শুক্রবার একুশে ফেব্রুয়ারি দিনভর চলবে শ্রদ্ধা জানানো।
কালো ব্যাজ, কালো পতাকা ও ব্যানার নিয়ে পলাশী হয়ে জগন্নাথ হলের সামনে দিয়ে সবাই ধীরপায়ে এগিয়ে চলেছেন শহীদ মিনারের দিকে। অনেকের পোশাক ও সাজসজ্জায় রয়েছে শোকের কালো রং। কণ্ঠে আছে সেই বেদনাবিধুর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’।
১২টা ৪৫ মিনিটে পুষ্পার্ঘ্য অর্পণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
১টা ২৭ মিনিটে মুখপাত্র উমামা ফাতেমার নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় উপস্থিত ছিলেন প্ল্যাটফর্মটির সমন্বয়কদের অনেকেই।
রাত ১টা ৩৫ মিনিটে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণের সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির মুখ্য সংগঠক সারজিস আলম, মুখপাত্র সামান্তা শারমিনসহ অনেকে।
গতকাল রাতেই শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে গণঅধিকার পরিষদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশনসহ নানা সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও গতকাল রাতে শ্রদ্ধা জানান।
একুশের রাতে জনতার যে স্রোত, তা রাত পেরোলেই হয়ে যাবে কয়েক গুণ। দেশের নানা প্রান্ত থেকে শ্রদ্ধা জানাতে ছুটে আসবে মানুষ। ভাষাশহীদদের মহান ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের অপরিশোধিত ঋণ শোধের চেষ্টা করবেন ভাষাপ্রেমিক মানুষ।
এর আগে রাত ১২টা ১ মিনিট থেকে ভাষাশহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. ইউনূস, প্রধান বিচারপতি ড. সৈয়দ রিফাত আহমেদ, উপদেষ্টা পরিষদের সব সদস্য, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক ও হাইকমিশনাররা।
তারপর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন, সেনা, নৌ ও বিমান বাহিনীর পক্ষ থেকে তিন বাহিনীর প্রধান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, ডিএমপি পুলিশ কমিশনার পুষ্পার্ঘ্য অর্পণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিশ্ববিদ্যালয় পরিবার।
একুশের শহীদদের ত্যাগের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল নেমেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে নানা সংগঠন, সমিতি ও রাজনৈতিক দলের ব্যানারে ক্রমান্বয়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ শুরু হয়। রাত পেরিয়ে আজ শুক্রবার একুশে ফেব্রুয়ারি দিনভর চলবে শ্রদ্ধা জানানো।
কালো ব্যাজ, কালো পতাকা ও ব্যানার নিয়ে পলাশী হয়ে জগন্নাথ হলের সামনে দিয়ে সবাই ধীরপায়ে এগিয়ে চলেছেন শহীদ মিনারের দিকে। অনেকের পোশাক ও সাজসজ্জায় রয়েছে শোকের কালো রং। কণ্ঠে আছে সেই বেদনাবিধুর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’।
১২টা ৪৫ মিনিটে পুষ্পার্ঘ্য অর্পণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
১টা ২৭ মিনিটে মুখপাত্র উমামা ফাতেমার নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় উপস্থিত ছিলেন প্ল্যাটফর্মটির সমন্বয়কদের অনেকেই।
রাত ১টা ৩৫ মিনিটে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণের সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির মুখ্য সংগঠক সারজিস আলম, মুখপাত্র সামান্তা শারমিনসহ অনেকে।
গতকাল রাতেই শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে গণঅধিকার পরিষদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশনসহ নানা সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও গতকাল রাতে শ্রদ্ধা জানান।
একুশের রাতে জনতার যে স্রোত, তা রাত পেরোলেই হয়ে যাবে কয়েক গুণ। দেশের নানা প্রান্ত থেকে শ্রদ্ধা জানাতে ছুটে আসবে মানুষ। ভাষাশহীদদের মহান ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের অপরিশোধিত ঋণ শোধের চেষ্টা করবেন ভাষাপ্রেমিক মানুষ।
এর আগে রাত ১২টা ১ মিনিট থেকে ভাষাশহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. ইউনূস, প্রধান বিচারপতি ড. সৈয়দ রিফাত আহমেদ, উপদেষ্টা পরিষদের সব সদস্য, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক ও হাইকমিশনাররা।
তারপর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন, সেনা, নৌ ও বিমান বাহিনীর পক্ষ থেকে তিন বাহিনীর প্রধান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, ডিএমপি পুলিশ কমিশনার পুষ্পার্ঘ্য অর্পণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিশ্ববিদ্যালয় পরিবার।
সমালোচনার মুখে নিয়োগ দেওয়ার দুই দিন পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র (গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া) হিসেবে মুহাম্মদ আবু আবিদের নিয়োগ বাতিল করেছে সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে সার্বিক কার্যক্রম তুলে ধরার জন্য ১৫ এপ্রিল তাঁকে খণ্ডকালীন নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। যদিও জনপ্রশাসন
২ মিনিট আগেবাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা পড়েছে। আজ শনিবার বিকেলে বিকেল সাড়ে ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শিরীন পারভীন হকের নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদনটি তুলে দেয়। প্রধান উপদেষ্টার প্রেস
৩৭ মিনিট আগেপ্রকৃত মৎস্যচাষিদের স্বার্থে হাওরে ইজারা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, কোনো হাওরে ইজারা থাকা উচিত নয়। হাওরে ইজারা বন্ধ করতে হবে। হাওর সেখানকার মানুষের অধিকারের জায়গা, আর তা রক্ষা করাই আমাদের কাজ। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে
১ ঘণ্টা আগেপুলিশ সদস্যদের আবাসন ও খাদ্য ব্যবস্থার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
৩ ঘণ্টা আগে