ঢাবি সংবাদদাতা
একুশের শহীদদের ত্যাগের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল নেমেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে নানা সংগঠন, সমিতি ও রাজনৈতিক দলের ব্যানারে ক্রমান্বয়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ শুরু হয়। রাত পেরিয়ে আজ শুক্রবার একুশে ফেব্রুয়ারি দিনভর চলবে শ্রদ্ধা জানানো।
কালো ব্যাজ, কালো পতাকা ও ব্যানার নিয়ে পলাশী হয়ে জগন্নাথ হলের সামনে দিয়ে সবাই ধীরপায়ে এগিয়ে চলেছেন শহীদ মিনারের দিকে। অনেকের পোশাক ও সাজসজ্জায় রয়েছে শোকের কালো রং। কণ্ঠে আছে সেই বেদনাবিধুর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’।
১২টা ৪৫ মিনিটে পুষ্পার্ঘ্য অর্পণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
১টা ২৭ মিনিটে মুখপাত্র উমামা ফাতেমার নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় উপস্থিত ছিলেন প্ল্যাটফর্মটির সমন্বয়কদের অনেকেই।
রাত ১টা ৩৫ মিনিটে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণের সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির মুখ্য সংগঠক সারজিস আলম, মুখপাত্র সামান্তা শারমিনসহ অনেকে।
গতকাল রাতেই শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে গণঅধিকার পরিষদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশনসহ নানা সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও গতকাল রাতে শ্রদ্ধা জানান।
একুশের রাতে জনতার যে স্রোত, তা রাত পেরোলেই হয়ে যাবে কয়েক গুণ। দেশের নানা প্রান্ত থেকে শ্রদ্ধা জানাতে ছুটে আসবে মানুষ। ভাষাশহীদদের মহান ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের অপরিশোধিত ঋণ শোধের চেষ্টা করবেন ভাষাপ্রেমিক মানুষ।
এর আগে রাত ১২টা ১ মিনিট থেকে ভাষাশহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. ইউনূস, প্রধান বিচারপতি ড. সৈয়দ রিফাত আহমেদ, উপদেষ্টা পরিষদের সব সদস্য, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক ও হাইকমিশনাররা।
তারপর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন, সেনা, নৌ ও বিমান বাহিনীর পক্ষ থেকে তিন বাহিনীর প্রধান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, ডিএমপি পুলিশ কমিশনার পুষ্পার্ঘ্য অর্পণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিশ্ববিদ্যালয় পরিবার।
একুশের শহীদদের ত্যাগের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল নেমেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে নানা সংগঠন, সমিতি ও রাজনৈতিক দলের ব্যানারে ক্রমান্বয়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ শুরু হয়। রাত পেরিয়ে আজ শুক্রবার একুশে ফেব্রুয়ারি দিনভর চলবে শ্রদ্ধা জানানো।
কালো ব্যাজ, কালো পতাকা ও ব্যানার নিয়ে পলাশী হয়ে জগন্নাথ হলের সামনে দিয়ে সবাই ধীরপায়ে এগিয়ে চলেছেন শহীদ মিনারের দিকে। অনেকের পোশাক ও সাজসজ্জায় রয়েছে শোকের কালো রং। কণ্ঠে আছে সেই বেদনাবিধুর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’।
১২টা ৪৫ মিনিটে পুষ্পার্ঘ্য অর্পণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
১টা ২৭ মিনিটে মুখপাত্র উমামা ফাতেমার নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় উপস্থিত ছিলেন প্ল্যাটফর্মটির সমন্বয়কদের অনেকেই।
রাত ১টা ৩৫ মিনিটে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণের সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির মুখ্য সংগঠক সারজিস আলম, মুখপাত্র সামান্তা শারমিনসহ অনেকে।
গতকাল রাতেই শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে গণঅধিকার পরিষদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশনসহ নানা সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও গতকাল রাতে শ্রদ্ধা জানান।
একুশের রাতে জনতার যে স্রোত, তা রাত পেরোলেই হয়ে যাবে কয়েক গুণ। দেশের নানা প্রান্ত থেকে শ্রদ্ধা জানাতে ছুটে আসবে মানুষ। ভাষাশহীদদের মহান ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের অপরিশোধিত ঋণ শোধের চেষ্টা করবেন ভাষাপ্রেমিক মানুষ।
এর আগে রাত ১২টা ১ মিনিট থেকে ভাষাশহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. ইউনূস, প্রধান বিচারপতি ড. সৈয়দ রিফাত আহমেদ, উপদেষ্টা পরিষদের সব সদস্য, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক ও হাইকমিশনাররা।
তারপর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন, সেনা, নৌ ও বিমান বাহিনীর পক্ষ থেকে তিন বাহিনীর প্রধান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, ডিএমপি পুলিশ কমিশনার পুষ্পার্ঘ্য অর্পণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিশ্ববিদ্যালয় পরিবার।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতার বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারকাজ শেষে রায় ঘোষণা হতে পারে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই। একই সময়ে আরও কয়েকটি মামলার বিচারকাজ শেষ হতে পারে।
৮ ঘণ্টা আগেচিকিৎসক নিয়োগে ৪৮ তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) পরীক্ষার ফল প্রকাশ করা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ২০৬ জন। এর মধ্যে সহকারী সার্জন ৪ হাজার ৬৯৫ জন, আর ডেন্টাল সার্জন ৫১১ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযো
১০ ঘণ্টা আগেনির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাইয়ে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার (বিরোধী দলের) এবং সংসদের তৃতীয় বৃহত্তম দলের একজন প্রতিনিধির সমন্বয়ে একটি বাছাই কমিটি করা হবে। ওই কমিটি একজনকে প্রধান উপদেষ্টা হিসেবে চূড়ান্ত করবে এবং রাষ্ট্রপতি তাঁকেই প্রধান উপদেষ্টা
১১ ঘণ্টা আগেবাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এবং মহাপরিচালকের নির্দেশনায় ঢাকা মহানগরের আওতাধীন চারটি জোনের নিম্ন আয়ের বসতি এলাকায় নগর প্রতিরক্ষা দল (টিডিপি) মৌলিক প্রশিক্ষণের প্রথম ধাপ উদ্বোধন করা হয়েছে। আজ রোববার আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
১২ ঘণ্টা আগে