Ajker Patrika

বন্যার্তদের সহযোগিতা করতে চেয়ে ড. ইউনূসকে শাহবাজের চিঠি

আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১৬: ০৪
বন্যার্তদের সহযোগিতা করতে চেয়ে ড. ইউনূসকে শাহবাজের চিঠি

বাংলাদেশের বন্যার্তদের সর্বাত্মক সহযোগিতা করতে চেয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গতকাল শুক্রবার তিনি এ চিঠি দেন। এটি ঢাকার নতুন সরকারের সঙ্গে শাহবাজ শরিফের প্রথম অফিশিয়াল যোগাযোগ। 

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘বন্যায় বাংলাদেশের যাঁরা তাঁদের স্বজন, বাড়িঘর এবং কর্মস্থল হারিয়েছেন, পাকিস্তানের জনগণ তাঁদের পাশে আছে। আমরা আশা করছি যে আপনার নেতৃত্বে বাংলাদেশ শিগগিরই বর্তমান সংকট কাটিয়ে উঠবে এবং এই কঠিন সময়ে আমরা বাংলাদেশকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে প্রস্তুত আছি।’ 

ভারতে গত কয়েক দিনের টানা বর্ষণে নদীর পানি বৃদ্ধির জেরে সৃষ্ট বন্যায় বাংলাদেশের ফেনী, নোয়াখালী, মৌলভীবাজার, খাগড়াছড়িসহ মোট ১১টি জেলা তলিয়ে গেছে। এ পর্যন্ত বন্যার পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন ১৮ জন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪৫ লাখেরও বেশি মানুষ। 

সশস্ত্র বাহিনী এবং স্থানীয় উদ্ধারকারীদের তৎপরতায় বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত প্রায় দুই লাখ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। সারা দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্যাদুর্গত লোকজনদের পাশে দাঁড়িয়েছেন। 

এর আগে, ১৯ আগস্ট ড. মুহম্মদ ইউনূসকে চিঠি দিয়েছিলেন শাহবাজ শরিফ। সেই চিঠিতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ককে ফের এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। এ ছাড়া ৭ আগস্ট এক বার্তায় বাংলাদেশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রতি সংহতি জানায় দেশটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত