আয়নাল হোসেন, ঢাকা
বাংলাদেশে অবস্থান করা বৈধ-অবৈধ বিদেশি নাগরিকদের বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে সরকার। বিভিন্ন সংস্থার মাধ্যমে বিদেশিদের তালিকা তৈরি করা হবে। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের মাধ্যমে বাড়ির মালিকদের কাছ থেকে বিদেশি নাগরিকদের তথ্য চাওয়া হবে। এরপর অবৈধ বিদেশিদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য একটি টাস্কফোর্স গঠন করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অবৈধ বিদেশি নাগরিকদের বিষয়ে করণীয় ঠিক করতে ২২ জানুয়ারি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে একটি সভা হয়। টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছে সেই সভায়। এ ছাড়া সংশ্লিষ্ট সব দপ্তর বা সংস্থার অংশগ্রহণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ওয়ার্কশপও হবে এ জন্য।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে আরও জানা গেছে, অবৈধ বিদেশি নাগরিকদের বিষয়ে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর বা সংস্থার ফোকাল পয়েন্ট নির্ধারণ করা। দেশের সব চেকপয়েন্টে বিশেষ সতর্কতা অবলম্বনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) অনুরোধ করা হবে বলে সিদ্ধান্ত হয়। এ ছাড়া অবৈধ নাগরিকদের বিষয়ে সচেতনতামূলত ও কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য দেশের সব সিটি করপোরেশন, সব মহানগর পুলিশকে অনুরোধ করা হবে বলেও সিদ্ধান্ত হয়। একই সঙ্গে অবৈধ নাগরিকদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দেশের সব জেলা প্রশাসকদের অনুরোধ করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বছরের ৩০ অক্টোবর পর্যন্ত দেশে বৈধ বিদেশি নাগরিকের সংখ্যা ছিল ৪৯ হাজার ২৬৬ জন। সরকারের পদক্ষেপে ১৮ জানুয়ারি পর্যন্ত তা কমে হয় ৩৩ হাজার ৬৪৮ জন। তাঁদের কাছ থেকে ১০ কোটি ৫৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
পুলিশের বিশেষ শাখার তথ্য অনুযায়ী, বাংলাদেশে বৈধভাবে অবস্থানকারী বিদেশিদের মধ্যে শীর্ষে ভারত। তথ্য অনুযায়ী, দেশে ২০২৪ সালের জুন পর্যন্ত বৈধভাবে অবস্থান করা বিদেশি নাগরিকের সংখ্যা ১ লাখ ১০ হাজার ৫৪৭ জন। তাঁদের মধ্যে ভারতীয় ৩৫ হাজার ৩২৭ জন, চীনের ১৩ হাজার ৪০৪, দক্ষিণ কোরিয়ার ৫ হাজার ৫৫, শ্রীলঙ্কার ৩ হাজার ৭৮৫ জন নাগরিক রয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ ও পুলিশের বিশেষ শাখা বাংলাদেশে অবস্থান করা বিদেশি নাগরিকদের ওপর নজরদারি ও তথ্য সংগ্রহ করে। সূত্রের তথ্য অনুযায়ী, গত বছরের জুন পর্যন্ত ভারত, চীন, দক্ষিণ কোরিয়াসহ ৯৭টি দেশের ১৩ হাজার ৫৭১ জন নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করেন। তাঁদের পাসপোর্ট বা ভিসার মেয়াদ অনেক আগে শেষ হয়েছে। আত্মগোপনে থেকে তাঁরা বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধভাবে কাজও করছেন। কাগজ-কলমে তাঁদের মধ্যে ভারতীয়দের সংখ্যা ৭ হাজার ৪৭২ জন। তবে কাগজপত্রের বাইরে অবৈধভাবে কয়েক লাখ বিদেশি বাংলাদেশে অবস্থান করছেন বলে তথ্য রয়েছে। যাদের সিংহভাগই ভারতীয়।
গত জুন পর্যন্ত দেশে অবৈধভাবে বসবাস করা বিদেশিদের মধ্যে দক্ষিণ কোরিয়ার ১ হাজার ১৭ জন, চীনের ৯৮১, শ্রীলঙ্কার ১৮৭, যুক্তরাজ্যের ২৩১, কানাডার ৯৭, নাইজেরিয়ার ৪৬১ জন রয়েছেন।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, বিদেশি অবৈধ নাগরিকদের কোনোভাবেই এ দেশে থাকতে দেওয়া হবে না। অবৈধভাবে এ দেশে থাকায় তাঁদের জরিমানাও অনেকটা বাড়ানো হয়েছে।
বাংলাদেশে অবস্থান করা বৈধ-অবৈধ বিদেশি নাগরিকদের বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে সরকার। বিভিন্ন সংস্থার মাধ্যমে বিদেশিদের তালিকা তৈরি করা হবে। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের মাধ্যমে বাড়ির মালিকদের কাছ থেকে বিদেশি নাগরিকদের তথ্য চাওয়া হবে। এরপর অবৈধ বিদেশিদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য একটি টাস্কফোর্স গঠন করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অবৈধ বিদেশি নাগরিকদের বিষয়ে করণীয় ঠিক করতে ২২ জানুয়ারি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে একটি সভা হয়। টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছে সেই সভায়। এ ছাড়া সংশ্লিষ্ট সব দপ্তর বা সংস্থার অংশগ্রহণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ওয়ার্কশপও হবে এ জন্য।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে আরও জানা গেছে, অবৈধ বিদেশি নাগরিকদের বিষয়ে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর বা সংস্থার ফোকাল পয়েন্ট নির্ধারণ করা। দেশের সব চেকপয়েন্টে বিশেষ সতর্কতা অবলম্বনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) অনুরোধ করা হবে বলে সিদ্ধান্ত হয়। এ ছাড়া অবৈধ নাগরিকদের বিষয়ে সচেতনতামূলত ও কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য দেশের সব সিটি করপোরেশন, সব মহানগর পুলিশকে অনুরোধ করা হবে বলেও সিদ্ধান্ত হয়। একই সঙ্গে অবৈধ নাগরিকদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দেশের সব জেলা প্রশাসকদের অনুরোধ করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বছরের ৩০ অক্টোবর পর্যন্ত দেশে বৈধ বিদেশি নাগরিকের সংখ্যা ছিল ৪৯ হাজার ২৬৬ জন। সরকারের পদক্ষেপে ১৮ জানুয়ারি পর্যন্ত তা কমে হয় ৩৩ হাজার ৬৪৮ জন। তাঁদের কাছ থেকে ১০ কোটি ৫৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
পুলিশের বিশেষ শাখার তথ্য অনুযায়ী, বাংলাদেশে বৈধভাবে অবস্থানকারী বিদেশিদের মধ্যে শীর্ষে ভারত। তথ্য অনুযায়ী, দেশে ২০২৪ সালের জুন পর্যন্ত বৈধভাবে অবস্থান করা বিদেশি নাগরিকের সংখ্যা ১ লাখ ১০ হাজার ৫৪৭ জন। তাঁদের মধ্যে ভারতীয় ৩৫ হাজার ৩২৭ জন, চীনের ১৩ হাজার ৪০৪, দক্ষিণ কোরিয়ার ৫ হাজার ৫৫, শ্রীলঙ্কার ৩ হাজার ৭৮৫ জন নাগরিক রয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ ও পুলিশের বিশেষ শাখা বাংলাদেশে অবস্থান করা বিদেশি নাগরিকদের ওপর নজরদারি ও তথ্য সংগ্রহ করে। সূত্রের তথ্য অনুযায়ী, গত বছরের জুন পর্যন্ত ভারত, চীন, দক্ষিণ কোরিয়াসহ ৯৭টি দেশের ১৩ হাজার ৫৭১ জন নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করেন। তাঁদের পাসপোর্ট বা ভিসার মেয়াদ অনেক আগে শেষ হয়েছে। আত্মগোপনে থেকে তাঁরা বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধভাবে কাজও করছেন। কাগজ-কলমে তাঁদের মধ্যে ভারতীয়দের সংখ্যা ৭ হাজার ৪৭২ জন। তবে কাগজপত্রের বাইরে অবৈধভাবে কয়েক লাখ বিদেশি বাংলাদেশে অবস্থান করছেন বলে তথ্য রয়েছে। যাদের সিংহভাগই ভারতীয়।
গত জুন পর্যন্ত দেশে অবৈধভাবে বসবাস করা বিদেশিদের মধ্যে দক্ষিণ কোরিয়ার ১ হাজার ১৭ জন, চীনের ৯৮১, শ্রীলঙ্কার ১৮৭, যুক্তরাজ্যের ২৩১, কানাডার ৯৭, নাইজেরিয়ার ৪৬১ জন রয়েছেন।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, বিদেশি অবৈধ নাগরিকদের কোনোভাবেই এ দেশে থাকতে দেওয়া হবে না। অবৈধভাবে এ দেশে থাকায় তাঁদের জরিমানাও অনেকটা বাড়ানো হয়েছে।
রেলযাত্রা নিয়ে মানুষের ভোগান্তির গল্পের শেষ নেই। সময়মতো ট্রেন না ছাড়া, দরকারি টিকিট না পাওয়া, অপরিচ্ছন্ন আসন, নোংরা প্ল্যাটফর্ম— এমন অভিযোগের দীর্ঘ তালিকা রয়েছে যাত্রী-মনে। ট্রেনে ও স্টেশনে সেসব অভিযোগ জানানোর জন্য রয়েছে বড় আকারের রুলটানা খাতা, যার সরকারি নাম ‘কমপ্লেইন রেজিস্ট্রার বুক’।
২ ঘণ্টা আগেঅবশেষে ব্ল্যাংক স্মার্ট কার্ড কেনার জট খুলছে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের (সেপ্টেম্বর) প্রথম সপ্তাহ থেকে ব্ল্যাংক স্মার্ট কার্ড হাতে পাবে নির্বাচন কমিশন (ইসি)। আইডেনটিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস (আইডিইএ) দ্বিতীয় পর্যায় প্রকল্পের মাধ্যমে ২ কোটি ৩৬ লাখ ৩৪ হাজার কার্ড কিনছে...
৪ ঘণ্টা আগেবিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত কিছু প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে, যেখানে সাবেক সরকারি কর্মকর্তা এ বি এম আব্দুস সাত্তার নাম উল্লেখ না করে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছেন। আমরা এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। প্রমাণ উপস্থাপন বা ব্যক্তিদের...
১০ ঘণ্টা আগেরাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে জুলাই জাতীয় সনদ তৈরির প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে এ নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছে
১ দিন আগে