Ajker Patrika

পর্নোগ্রাফির দুটিসহ আরও ছয় মামলা সিআইডির হাতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পর্নোগ্রাফির দুটিসহ আরও ছয় মামলা সিআইডির হাতে

পিয়াসা, পরিমণি ও হেলেনা জাহাঙ্গীরের ৮টি মামলার তদন্তভার পাওয়ার পর আরও ৬টি মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ডিএমপির গুলশান, খিলক্ষেত, বনানী, ভাটারা থানায় ছিল এই মামলাগুলো। সিআইডিতে যাওয়া এই মামলাগুলোর আসামিরা হলেন, হেলেনা জাহাঙ্গীর, মাসুদুল ইসলাম জিসান, পিয়াসা, নজরুল ইসলাম রাজ ও শরফুল হাসান মিশু। 

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান আজকের পত্রিকাকে বলেন, তদন্তভার পেলেও মামলাগুলোর নথি এখনো সিআইডিতে আসেনি। নথিগুলো আসলেই আমরা কাজ শুরু করে দেব। 

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বলেন, 'নাট্য প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলাটি আমাদের কাছে ছিল। তবে মামলার দায়িত্ব সিআইডির কাছে গিয়েছে। এখনো কোনো আদেশ পাইনি। আদেশ পেলেই মামলাটা দিয়ে দেব। 

ভাটারা থানায় মিশু ও জিসানের বিরুদ্ধে মোট ৪টি মামলা হয়। চারটি শুরুতেই ডিবিকে তদন্তের জন্য দেওয়া হয়। একটি মামলা প্রথম দফায় ডিবি থেকে সিআইডিতে দেওয়া হয়। বাকি তিনটি মামলা ডিবি থেকে এবার সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত