Ajker Patrika

ব্রিকস সম্মেলনে হাসিনা–মোদি বৈঠক নিয়ে অস্পষ্টতা রাখল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট : ২২ আগস্ট ২০২৩, ০২: ৩৭
ব্রিকস সম্মেলনে হাসিনা–মোদি বৈঠক নিয়ে অস্পষ্টতা রাখল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চার দেশের এই অর্থনৈতিক জোটে সদস্যদেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা ছাড়াও কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা যোগ দেওয়ার কথা রয়েছে। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমান্তরাল বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২২ আগস্ট) জোহানেসবার্গের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। 

তবে সোমবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়টি স্পষ্ট করা হলো না। ভারতের পররাষ্ট্রসচিব বলছেন, শেখ হাসিনার ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার বিষয়টি তাঁরা আয়োজক দেশের কাছ থেকে জেনেছেন। তবে সেখানে দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

নিয়মিত ব্রিফিং কালে বিবিসি নিউজের সাংবাদিক শুভজ্যোতি ঘোষ ব্রিকসে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠকের প্রসঙ্গটি উত্থাপন করেন। 

শুভজ্যোতি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিকস সম্মেলনে যোগ দেবেন বলে ঘোষণা দেওয়া হয়েছে। তাহলে জোহানেসবার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে কি কোনো বৈঠক হবে?’

এ সময় দুটি সম্পূরক প্রশ্নও করেন এ সাংবাদিক। তিনি জানতে চান, ব্রিকস জোটে নতুন সদস্য হওয়ার জন্য বাংলাদেশের প্রার্থিতাকে ভারত সমর্থন করছে কি না। 

এ ছাড়া সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, বাংলাদেশের জন্য মার্কিন ভিসা নীতি এবং বাংলাদেশের ব্যাপারে ওয়াশিংটনের তৎপরতা সম্পর্কে ভারত তার অসন্তোষের কথা স্পষ্ট করেছে। এখন এ বিষয়ে ভারতের প্রকৃত অবস্থান কী, সেটি জানতে চাওয়া হয়। 

জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, ‘না শুনুন। ব্যাপারটা আপনাকে পরিষ্কার করে বলি। আপনার শেষ প্রশ্ন, নিশ্চিতভাবে এটি একেবারে তাত্ত্বিক আলোচনা বা কাল্পনিক অনুমানের বিষয়। যদি বৈঠকটি হয় তবে এটি বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনার স্থান নয়। সম্ভাব্য বৈঠক সম্পর্কে, আমি মনে করি, পররাষ্ট্রসচিবের ওপর ছেড়ে দেব।’ 

তখন পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা বলেন, ‘ব্রিকস সম্মেলনের ফাঁকে মাননীয় প্রধানমন্ত্রী কী দ্বিপক্ষীয় বৈঠক করবেন—এই প্রশ্নটির প্রথমে জবাব দিই। আমি আপনাকে আগেই বলেছি, সেখানে প্রচুর সংখ্যক নেতা উপস্থিত থাকবেন। আমরা এটাও বুঝি যে, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীও সেখানে থাকতে পারেন। আয়োজক দেশ থেকে আমাদের এমনটাই জানানো হয়েছে। তবে ব্রিকসের সাইডলাইনে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। আমরা নেতাদের সঙ্গে সেই বৈঠকগুলো চূড়ান্ত করার পর, অবশ্যই আপনাদের জানানো হবে।’ 

বাকি দুই প্রশ্ন মুখপাত্র ও সচিব এড়িয়ে গেছেন।

উল্লেখ্য, গত রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন। সেখানে জানানো হয়, ২৪ আগস্ট জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের আগের দিন ২৩ আগস্ট একই শহরে আফ্রিকার বিভিন্ন দেশের দায়িত্বরত বাংলাদেশের রাষ্ট্রদূতদের একটি সভায় তিনি নির্দেশনামূলক বক্তব্য দেবেন। 

এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার ৬৭ জন রাষ্ট্র ও সরকারপ্রধানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা, স্বাগতিক দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের এ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে পরোয়ানা থাকায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সশরীরে উপস্থিত থাকতে পারছেন না। তিনি অনলাইনে সম্মেলনে যোগ দেবেন।

২২ আগস্ট থেকে শুরু হওয়া ব্রিকস শীর্ষ সম্মেলন চলবে ২৪ আগস্ট পর্যন্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত