Ajker Patrika

ছুটির দিনে ৫ শতাধিক শিক্ষার্থীর সাক্ষাৎকার নিল মার্কিন দূতাবাস

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ জুলাই ২০২৩, ২১: ০৮
ছুটির দিনে ৫ শতাধিক শিক্ষার্থীর সাক্ষাৎকার নিল মার্কিন দূতাবাস

যুক্তরাষ্ট্র দূতাবাস গতকাল শুক্রবার শিক্ষার্থী ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের জন্য ‘সুপার ফ্রাইডে’ আয়োজন করেছিল। এই দিন দূতাবাসের কনস্যুলার কর্মীরা অতিরিক্ত সময় কাজ করে নন-ইমিগ্র্যান্ট (অনভিবাসী) শিক্ষার্থী ভিসার জন্য আবেদনকারী ৫০০-এর বেশি শিক্ষার্থীর সাক্ষাৎকার নিয়েছেন। 

২০২১-২২ শিক্ষাবর্ষে ২০০টিরও বেশি দেশ থেকে ৯ লাখ ৪৮ হাজার ৫১৯ জন শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১০ হাজার ৫৯৭ জন শিক্ষার্থীকে ঢাকায় দেশটির দূতাবাস থেকে ভিসা দেওয়া হয়েছে। 

বর্তমানে শিক্ষার্থী ভিসা দেওয়ার ক্ষেত্রে বিশ্বব্যাপী দেশটির দূতাবাস ও কনস্যুলেটগুলোর মধ্যে সপ্তম স্থানে রয়েছে। দেশটির দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। 

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বাংলাদেশি শিক্ষার্থীরা যুগান্তকারী গবেষণায় নিয়োজিত হওয়া থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ক্যাম্পাস জীবনকে সমৃদ্ধ করছেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে তাঁরা সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন। 

রাষ্ট্রদূত জানান, তিনি এটি দেখে উচ্ছ্বসিত যে বেশিসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নের জন্য যুক্তরাষ্ট্রকে বেছে নিচ্ছেন। 

গত বছর থেকে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মীরা বাংলাদেশি নাগরিকদের ভিসা পাওয়ার সময় কমাতে ১৬টি সাপ্তাহিক ছুটির দিনে নিবেদিতভাবে কাজ করার মধ্য দিয়ে শিক্ষার্থীসহ ছয় হাজারের বেশি নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারী এবং দুই হাজারের বেশি ইমিগ্র্যান্ট (অভিবাসী) ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

চীনা পণ্যে শুল্ক ‘উল্লেখযোগ্য’ পরিমাণে কমিয়ে সুখে বসবাসের ঘোষণা ট্রাম্পের

২৫ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১৪১৪ কোটি টাকার অনিয়ম

কাশ্মীরে হামলায় নিহতদের মধ্যে ছিলেন এক গোয়েন্দা কর্মকর্তা

যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক ঘনিষ্ঠ না হলে মানবজাতির সামনে ‘চরম অন্ধকার’, ভ্যান্সের হুঁশিয়ারি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত