Ajker Patrika

অবসরের এক দিন আগে সিনিয়র সচিব হলেন মোস্তাফিজুর রহমান

আপডেট : ২৩ মে ২০২৩, ২২: ৩৬
অবসরের এক দিন আগে সিনিয়র সচিব হলেন মোস্তাফিজুর রহমান

চাকরির মেয়াদ শেষ হওয়ার এক দিন আগে পদোন্নতি পেয়ে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব হয়েছেন মো. মোস্তাফিজুর রহমান। তিনি এ বিভাগে সচিব পদে কর্মরত ছিলেন।

আজ মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে গত ২২ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, চাকরিজীবনের মেয়াদ শেষ হওয়ায় জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তাফিজুর রহমানকে ২৪ মে অবসর প্রদান করা হলো।

মোস্তাফিজুর রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ১০ম ব্যাচের একজন কর্মকর্তা। ১৯৯১ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন তিনি। পরবর্তী সময়ে মাঠ প্রশাসনের সকল স্তরে এবং কেন্দ্রীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে কর্মকাল অতিবাহিত করেন। জননিরাপত্তা বিভাগের আগে ভূমি মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্ব পালন করেছিলেন মোস্তাফিজুর রহমান। তিনি ১৯৬৪ সালের ২৫ মে খুলনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত