নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আল-কায়েদার সঙ্গে জড়িত সন্দেহে ভারতের গুজরাটে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে সে দেশের জঙ্গিবিরোধী স্কোয়াড (এটিএস)। তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশ করে আহমেদাবাদে স্থানীয় যুবকদের আল কায়েদার পথে অনুপ্রাণিত করা ও আল-কায়েদার জন্য অর্থ সংগ্রহ করার অভিযোগ আনা হয়েছে।
ভারতীয় পত্রিকা দ্যা হিন্দু, গুজরাটে পুলিশের হাতে গ্রেপ্তারকৃত ওই চার বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে। অভিযুক্তরা হলেন, মোহাম্মদ সজিব, মুন্না খালিদ আনসারি, আজহারুল ইসলাম আনসারি ও মমিনুল আনসারি। গ্রেপ্তারের সময় তাদের কাছে থেকে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার গণমাধ্যম শাখার তৈরি করা ভুয়া পরিচয়পত্র ও বই জব্দ করা হয়।
গত সোমবার গুজরাটের জঙ্গি বিরোধী স্কোয়াডের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) দীপন ভদ্রনের এক বিবৃতিতে বাংলাদেশিদের গ্রেপ্তারের তথ্য দেন। বিবৃতিতে তিনি বলেন, পুলিশ প্রথমে সজিবকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করে। বাংলাদেশি এই নাগরিক আহমেদাবাদের রাখাল এলাকায় অবস্থান করছিলেন।
জিজ্ঞাসাবাদে সজিব এটিএসকে জানায়, তিনি ও অন্য তিন বাংলাদেশি আল-কায়েদার নেটওয়ার্কের সঙ্গে জড়িত। বাংলাদেশে অবস্থানরত তাদের প্রশিক্ষকদের কাছ থেকে তারা নির্দেশনা নিয়ে তারা ভারতে এসেছেন। বাংলাদেশ থেকে যিনি তাদের নির্দেশনা দেন, তার নাম বলেছেন শরিফুল ইসলাম। শরিফুলের মাধ্যমে এই চার তরুণের সাথে শায়বার নামে এক ব্যক্তির পরিচয় হয়। আর এই শায়বার বাংলাদেশে ময়মনসিংহ জেলায় আল-কায়েদার কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন বলে জানান।
ওই বিবৃতিতে এটিএসের কর্মকর্তারা বলেন, গুজরাটের লোকজনকে মৌলবাদী করে তোলার চেষ্টা করেছিলেন তারা। একই সঙ্গে সেখান থেকে অর্থ সংগ্রহের পর তা বাংলাদেশে স্থানান্তর করেছেন। তবে কী পরিমাণ অর্থ বাংলাদেশে স্থানান্তর করা হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি গুজরাট এটিএস।
এদিকে ঘটনাটি দেশের জঙ্গিবাদ প্রতিরোধ নিয়ে কাজ করা ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজমের একাধিক কর্মকর্তার নজরে আনলে তারা বলেছেন, বিষয়টি তাদের নজরে এসেছে।
আল-কায়েদার সঙ্গে জড়িত সন্দেহে ভারতের গুজরাটে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে সে দেশের জঙ্গিবিরোধী স্কোয়াড (এটিএস)। তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশ করে আহমেদাবাদে স্থানীয় যুবকদের আল কায়েদার পথে অনুপ্রাণিত করা ও আল-কায়েদার জন্য অর্থ সংগ্রহ করার অভিযোগ আনা হয়েছে।
ভারতীয় পত্রিকা দ্যা হিন্দু, গুজরাটে পুলিশের হাতে গ্রেপ্তারকৃত ওই চার বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে। অভিযুক্তরা হলেন, মোহাম্মদ সজিব, মুন্না খালিদ আনসারি, আজহারুল ইসলাম আনসারি ও মমিনুল আনসারি। গ্রেপ্তারের সময় তাদের কাছে থেকে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার গণমাধ্যম শাখার তৈরি করা ভুয়া পরিচয়পত্র ও বই জব্দ করা হয়।
গত সোমবার গুজরাটের জঙ্গি বিরোধী স্কোয়াডের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) দীপন ভদ্রনের এক বিবৃতিতে বাংলাদেশিদের গ্রেপ্তারের তথ্য দেন। বিবৃতিতে তিনি বলেন, পুলিশ প্রথমে সজিবকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করে। বাংলাদেশি এই নাগরিক আহমেদাবাদের রাখাল এলাকায় অবস্থান করছিলেন।
জিজ্ঞাসাবাদে সজিব এটিএসকে জানায়, তিনি ও অন্য তিন বাংলাদেশি আল-কায়েদার নেটওয়ার্কের সঙ্গে জড়িত। বাংলাদেশে অবস্থানরত তাদের প্রশিক্ষকদের কাছ থেকে তারা নির্দেশনা নিয়ে তারা ভারতে এসেছেন। বাংলাদেশ থেকে যিনি তাদের নির্দেশনা দেন, তার নাম বলেছেন শরিফুল ইসলাম। শরিফুলের মাধ্যমে এই চার তরুণের সাথে শায়বার নামে এক ব্যক্তির পরিচয় হয়। আর এই শায়বার বাংলাদেশে ময়মনসিংহ জেলায় আল-কায়েদার কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন বলে জানান।
ওই বিবৃতিতে এটিএসের কর্মকর্তারা বলেন, গুজরাটের লোকজনকে মৌলবাদী করে তোলার চেষ্টা করেছিলেন তারা। একই সঙ্গে সেখান থেকে অর্থ সংগ্রহের পর তা বাংলাদেশে স্থানান্তর করেছেন। তবে কী পরিমাণ অর্থ বাংলাদেশে স্থানান্তর করা হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি গুজরাট এটিএস।
এদিকে ঘটনাটি দেশের জঙ্গিবাদ প্রতিরোধ নিয়ে কাজ করা ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজমের একাধিক কর্মকর্তার নজরে আনলে তারা বলেছেন, বিষয়টি তাদের নজরে এসেছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বলা হয়, এলসা (ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পিচ অ্যাসিস্ট্যান্ট) একটি মোবাইল অ্যাপ, যা এআই প্রযুক্তি ব্যবহার করে ইংরেজিকে দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহারকারীদের উচ্চারণ ও সাবলীলভাবে কথা বলার দক্ষতা বাড়াতে সাহায্য করে। ২০১৫ সালে যাত্রা শুরু করা যুক্তরাষ্ট্রভিত্তিক এই অ্যাপ...
১ ঘণ্টা আগেআইএসপিআর জানিয়েছে, এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৫ মহড়ার মূল উদ্দেশ্য আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তা কার্যক্রমে দুই দেশের সেনাবাহিনীর পারস্পরিক সহযোগিতা ও যৌথ প্রস্তুতি জোরদার করা।
১ ঘণ্টা আগেঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে আহতদের উন্নত চিকিৎসা সেবা দিতে সিঙ্গাপুর ও চীন থেকে দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশে পৌঁছেছে।
৯ ঘণ্টা আগেগোপালগঞ্জ জেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর রাজনৈতিক সমাবেশে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সমর্থকদের হামলার পর সংঘর্ষ ও গুলিতে ৫ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। এই ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) একটি প্রাথমিক তথ্যানুসন্ধান চালিয়েছে। পরিস্থিতি সামলাতে সেখানে গুরুতর...
৯ ঘণ্টা আগে