Ajker Patrika

আল-কায়েদা সন্দেহে গুজরাটে ৪ বাংলাদেশি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

আল-কায়েদার সঙ্গে জড়িত সন্দেহে ভারতের গুজরাটে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে সে দেশের জঙ্গিবিরোধী স্কোয়াড (এটিএস)। তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশ করে আহমেদাবাদে স্থানীয় যুবকদের আল কায়েদার পথে অনুপ্রাণিত করা ও আল-কায়েদার জন্য অর্থ সংগ্রহ করার অভিযোগ আনা হয়েছে।

ভারতীয় পত্রিকা দ্যা হিন্দু, গুজরাটে পুলিশের হাতে গ্রেপ্তারকৃত ওই চার বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে। অভিযুক্তরা হলেন, মোহাম্মদ সজিব, মুন্না খালিদ আনসারি, আজহারুল ইসলাম আনসারি ও মমিনুল আনসারি। গ্রেপ্তারের সময় তাদের কাছে থেকে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার গণমাধ্যম শাখার তৈরি করা ভুয়া পরিচয়পত্র ও বই জব্দ করা হয়।

গত সোমবার গুজরাটের জঙ্গি বিরোধী স্কোয়াডের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) দীপন ভদ্রনের এক বিবৃতিতে বাংলাদেশিদের গ্রেপ্তারের তথ্য দেন। বিবৃতিতে তিনি বলেন, পুলিশ প্রথমে সজিবকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করে। বাংলাদেশি এই নাগরিক আহমেদাবাদের রাখাল এলাকায় অবস্থান করছিলেন।

জিজ্ঞাসাবাদে সজিব এটিএসকে জানায়, তিনি ও অন্য তিন বাংলাদেশি আল-কায়েদার নেটওয়ার্কের সঙ্গে জড়িত। বাংলাদেশে অবস্থানরত তাদের প্রশিক্ষকদের কাছ থেকে তারা নির্দেশনা নিয়ে তারা ভারতে এসেছেন। বাংলাদেশ থেকে যিনি তাদের নির্দেশনা দেন, তার নাম বলেছেন শরিফুল ইসলাম। শরিফুলের মাধ্যমে এই চার তরুণের সাথে শায়বার নামে এক ব্যক্তির পরিচয় হয়। আর এই শায়বার বাংলাদেশে ময়মনসিংহ জেলায় আল-কায়েদার কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন বলে জানান। 

ওই বিবৃতিতে এটিএসের কর্মকর্তারা বলেন, গুজরাটের লোকজনকে মৌলবাদী করে তোলার চেষ্টা করেছিলেন তারা। একই সঙ্গে সেখান থেকে অর্থ সংগ্রহের পর তা বাংলাদেশে স্থানান্তর করেছেন। তবে কী পরিমাণ অর্থ বাংলাদেশে স্থানান্তর করা হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি গুজরাট এটিএস।

এদিকে ঘটনাটি দেশের জঙ্গিবাদ প্রতিরোধ নিয়ে কাজ করা ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজমের একাধিক কর্মকর্তার নজরে আনলে তারা বলেছেন, বিষয়টি তাদের নজরে এসেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত