নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী ডিসেম্বর বা জানুয়ারি মাসের মধ্যে ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ করবে সরকার। আজ বুধবার সচিবালয়ে ড্যাপের কারিগরি কমিটির সভায় স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম এই তথ্য জানান।
ড্যাপ বাস্তবায়ন রিভিউ কমিটির আহ্বায়ক তাজুল ইসলাম বলেন, 'ড্যাপ চূড়ান্ত করার লক্ষ্যে এরই মধ্যে নগর পরিকল্পনাবিদ, স্থাপত্যবিদ, রিহ্যাবসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সভা করে মতামত ও পরামর্শ নেওয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বর বা জানুয়ারি মাসের মধ্যে ড্যাপ চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ করা হবে। করোনার সংক্রমণ কমে আসায় ড্যাপ চূড়ান্ত করতে কাজ শুরু হয়েছে।'
স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, 'এই শহরে নকশা অনুযায়ী ভবন নির্মাণ হয় না। আবার সরকারি খাল-বিল দখল করে বড় বড় বিল্ডিং নির্মাণ করা হয়। কোনো অবস্থাতেই এসব আর করতে দেওয়া যাবে না। নকশা এবং বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করতে হবে। ভবন নির্মাণে প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের আরও সচেতন হয়ে ভূমিকা রাখতে হবে।'
তাজুল ইসলাম বলেন, 'ঢাকাকে আধুনিক, দৃষ্টিনন্দন ও বসবাসের উপযোগী করে গড়ে তোলার জন্য যেসব বিষয় আমলে নেওয়া দরকার তা পর্যালোচনা করে ড্যাপে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি চূড়ান্ত করার পর বাস্তবায়িত হলে ঢাকার অনেক পরিবর্তন আসবে।'
ড্যাপ বিশদভাবে পর্যালোচনা করে চূড়ান্ত করতে গত বছরের ২৫ অক্টোবর স্থানীয় সরকারমন্ত্রীকে আহ্বায়ক করে মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করে দেয় সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী; ভূমি মন্ত্রী, নৌ প্রতিমন্ত্রী, পানিসম্পদ প্রতিমন্ত্রী এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীকে ওই এই কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।
গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, ড্যাপের প্রকল্প পরিচালক আশরাফুল ইসলাম ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা বুধবারের সভায় উপস্থিত ছিলেন।
আগামী ডিসেম্বর বা জানুয়ারি মাসের মধ্যে ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ করবে সরকার। আজ বুধবার সচিবালয়ে ড্যাপের কারিগরি কমিটির সভায় স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম এই তথ্য জানান।
ড্যাপ বাস্তবায়ন রিভিউ কমিটির আহ্বায়ক তাজুল ইসলাম বলেন, 'ড্যাপ চূড়ান্ত করার লক্ষ্যে এরই মধ্যে নগর পরিকল্পনাবিদ, স্থাপত্যবিদ, রিহ্যাবসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সভা করে মতামত ও পরামর্শ নেওয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বর বা জানুয়ারি মাসের মধ্যে ড্যাপ চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ করা হবে। করোনার সংক্রমণ কমে আসায় ড্যাপ চূড়ান্ত করতে কাজ শুরু হয়েছে।'
স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, 'এই শহরে নকশা অনুযায়ী ভবন নির্মাণ হয় না। আবার সরকারি খাল-বিল দখল করে বড় বড় বিল্ডিং নির্মাণ করা হয়। কোনো অবস্থাতেই এসব আর করতে দেওয়া যাবে না। নকশা এবং বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করতে হবে। ভবন নির্মাণে প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের আরও সচেতন হয়ে ভূমিকা রাখতে হবে।'
তাজুল ইসলাম বলেন, 'ঢাকাকে আধুনিক, দৃষ্টিনন্দন ও বসবাসের উপযোগী করে গড়ে তোলার জন্য যেসব বিষয় আমলে নেওয়া দরকার তা পর্যালোচনা করে ড্যাপে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি চূড়ান্ত করার পর বাস্তবায়িত হলে ঢাকার অনেক পরিবর্তন আসবে।'
ড্যাপ বিশদভাবে পর্যালোচনা করে চূড়ান্ত করতে গত বছরের ২৫ অক্টোবর স্থানীয় সরকারমন্ত্রীকে আহ্বায়ক করে মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করে দেয় সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী; ভূমি মন্ত্রী, নৌ প্রতিমন্ত্রী, পানিসম্পদ প্রতিমন্ত্রী এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীকে ওই এই কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।
গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, ড্যাপের প্রকল্প পরিচালক আশরাফুল ইসলাম ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা বুধবারের সভায় উপস্থিত ছিলেন।
সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত ৯টি ধারা বাতিল করছে সরকার। গতকাল সোমবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সাইবার নিরাপত্তা অধ্যাদেশের বিতর্কিত ধারাগুলো বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগেপবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এ ছুটি ঘোষণা করেছে। আজ মঙ্গলবার উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে ছুটির এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগেএপ্রিল মাসে ৫৬৭টি সড়ক দুর্ঘটনায় ৫৮৩ জন নিহত ও ১২০২ জন আহত হয়েছে। এই সময়ে ২১৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২২৯ জন নিহত ও ২২৪ জন আহত হয়েছে। যা মোট দুর্ঘটনার ৩৭ দশমিক ৯১ শতাংশ, নিহতের ৩৯ দশমিক ২৭ শতাংশ ও আহতের ১৮ দশমিক ৬৪ শতাংশ।
৪ ঘণ্টা আগে১১তম গ্রেডে বেতনের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা প্রতিদিন এক ঘণ্টা কর্মবিরতি শুরু করেছেন। এ কর্মসূচি চলবে ১৫ মে পর্যন্ত। পরে পর্যায়ক্রমে কর্মবিরতির ব্যাপ্তি বাড়বে। প্রাথমিকের সহকারী শিক্ষকদের সংগঠনগুলোর মোর্চা প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি চলছে।
১৮ ঘণ্টা আগে