Ajker Patrika

চলে গেলেন হাবীবুল্লাহ সিরাজী

নিজস্ব প্রতিবেদক
চলে গেলেন হাবীবুল্লাহ সিরাজী

ঢাকা: বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী আর নেই। সোমবার (২৪ মে) দিবাগত রাত ১১টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে গত ২৭ এপ্রিল হাবীবুল্লাহ সিরাজী পাকস্থলীজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

বাংলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা পিয়াস মজিদ তাঁর মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন।

পিয়াস মজিদ জানান, মঙ্গলবার সর্বস্তরের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য হাবীবুল্লাহ সিরাজীর মরদেহ বাংলা একাডেমিতে নেওয়া হবে। তবে সেটি কখন তা পরিবারের সঙ্গে আলাপ করে ঠিক করা হবে। ধানমন্ডিতে তাঁর বাসভবন সংলগ্ন মসজিদে জানাজা হওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজিমপুর কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে সেখানে দাফন করা হবে তাঁকে।

১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন হাবীবুল্লাহ সিরাজী। ফরিদপুর জিলা স্কুল থেকে মাধ্যমিক, ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে উচ্চশিক্ষা লাভ করেন তিনি।

২০১৬ সালে একুশে পদক, ১৯৯১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ দেশি-বিদেশি নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন হাবীবুল্লাহ সিরাজী।

হাবীবুল্লাহ সিরাজী ২০১৮ সাল থেকে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত