কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের অস্থিতিশীলতা ও সহিংসতা চায় না। ঢাকায় ইউরোপের ২৭ জাতির এই জোটের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
এই নির্বাচনের পরিবেশ নিয়ে জোটটি বিবদমান প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ধরনের মধ্যস্থতাও করবে না বলে তিনি জানান।
একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকায় ডেনমার্ক, ইতালি, ফ্রান্স নেদারল্যান্ডস, সুইডেন, জার্মানি ও স্পেনের রাষ্ট্রদূতেরা উপস্থিত ছিলেন।
নির্বাচনের আগের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ইইউ আগামী জুলাই মাসে একটি স্বাধীন বিশেষজ্ঞ দল পাঠাবে জানিয়ে চার্লস হোয়াইটলি বলেন, ‘এই বিশেষজ্ঞ দল পরিস্থিতি মূল্যায়ন করে তাদের মতামত ইইউ হাই রিপ্রেজেনটেটিভ জোসেফ বোরেলের কাছে জমা দেবে। তিনিই সিদ্ধান্ত নেবেন বাংলাদেশে নির্বাচনের সময় ইইউ পর্যবেক্ষক পাঠাবে কি না।’
নির্বাচন কমিশন থেকে ইইউর পর্যবেক্ষক চেয়ে একটি চিঠি দেওয়া হয়েছে বলে তিনি জানান। ইইউ পর্যবেক্ষক দল পাঠাতে প্রস্তুত বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন।
জোসেফ বোরেলের আগের করা একটি মন্তব্য উদ্ধৃত করে রাষ্ট্রদূত বলেন, ইইউ পর্যবেক্ষক তখনই পাঠানো হবে, যখন নির্বাচন অংশগ্রহণমূলক হবে।
বিশেষজ্ঞ দল আসাকে প্রথম ধাপ হিসেবে বর্ণনা করে রাষ্ট্রদূত বলেন, কোনো বিশেষ দল নির্বাচনে অংশ নেওয়ার ওপর পর্যবেক্ষক পাঠানো নির্ভর করবে কি করবে না, তা এখনই বলা যাচ্ছে না।
নির্বাচন নিয়ে ইইউ সব দলের সঙ্গেই কথা বলা অব্যাহত রাখবে বলে তিনি জানান।
ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের অস্থিতিশীলতা ও সহিংসতা চায় না। ঢাকায় ইউরোপের ২৭ জাতির এই জোটের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
এই নির্বাচনের পরিবেশ নিয়ে জোটটি বিবদমান প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ধরনের মধ্যস্থতাও করবে না বলে তিনি জানান।
একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকায় ডেনমার্ক, ইতালি, ফ্রান্স নেদারল্যান্ডস, সুইডেন, জার্মানি ও স্পেনের রাষ্ট্রদূতেরা উপস্থিত ছিলেন।
নির্বাচনের আগের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ইইউ আগামী জুলাই মাসে একটি স্বাধীন বিশেষজ্ঞ দল পাঠাবে জানিয়ে চার্লস হোয়াইটলি বলেন, ‘এই বিশেষজ্ঞ দল পরিস্থিতি মূল্যায়ন করে তাদের মতামত ইইউ হাই রিপ্রেজেনটেটিভ জোসেফ বোরেলের কাছে জমা দেবে। তিনিই সিদ্ধান্ত নেবেন বাংলাদেশে নির্বাচনের সময় ইইউ পর্যবেক্ষক পাঠাবে কি না।’
নির্বাচন কমিশন থেকে ইইউর পর্যবেক্ষক চেয়ে একটি চিঠি দেওয়া হয়েছে বলে তিনি জানান। ইইউ পর্যবেক্ষক দল পাঠাতে প্রস্তুত বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন।
জোসেফ বোরেলের আগের করা একটি মন্তব্য উদ্ধৃত করে রাষ্ট্রদূত বলেন, ইইউ পর্যবেক্ষক তখনই পাঠানো হবে, যখন নির্বাচন অংশগ্রহণমূলক হবে।
বিশেষজ্ঞ দল আসাকে প্রথম ধাপ হিসেবে বর্ণনা করে রাষ্ট্রদূত বলেন, কোনো বিশেষ দল নির্বাচনে অংশ নেওয়ার ওপর পর্যবেক্ষক পাঠানো নির্ভর করবে কি করবে না, তা এখনই বলা যাচ্ছে না।
নির্বাচন নিয়ে ইইউ সব দলের সঙ্গেই কথা বলা অব্যাহত রাখবে বলে তিনি জানান।
ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) অগ্রবর্তী নির্বাচন পর্যবেক্ষক দল নির্বাচন পূর্ববর্তী পরিবেশ দেখতে সেপ্টেম্বরের মাঝামাঝি বাংলাদেশে আসছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
১ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রোববার এনসিপি বলে গেছে নির্বাচন কমিশনের (ইসি) মেরুদণ্ড নেই। বিষয়টি নজরে আনলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ পাল্টা প্রশ্ন করেন-মেরুদণ্ড না থাকলে সোজা হয়ে দাঁড়িয়ে আছি কীভাবে?
১৫ মিনিট আগেসাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদ মারা গেছেন। আজ সোমবার দুপুরে চট্টগ্রামের অভিজাত চট্টগ্রাম ক্লাবের আবাসিক কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগেধর্মভিত্তিক রাজনীতির প্রভাব গত এক বছরে অনেক বেশি বেড়েছে। তথ্য প্রকাশ ও মতপ্রকাশের স্বাধীনতা এখনো বাধার মুখে রয়েছে। অনেক ক্ষেত্রে সহিংসতা ও বলপ্রয়োগের কারণে নারীর অধিকার, ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্য হুমকির মুখে পড়েছে, যা বৈষম্যবিরোধী চেতনার সঙ্গে সাংঘর্ষিক। এ ছাড়া সংস্কার নিয়ে ঐকমত্য না হওয়ায়...
২ ঘণ্টা আগে