Ajker Patrika

ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় নিহতদের প্রতি জাতীয় সংসদে শোক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১৯: ৩২
ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় নিহতদের প্রতি জাতীয় সংসদে শোক

ফিলিস্তিনে ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় নিহতদের প্রতি শোক জানিয়েছে বাংলাদেশের জাতীয় সংসদ। আজ রোববার একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর উত্থাপিত এ-সংক্রান্ত শোকপ্রস্তাব গ্রহণ করা হয়। 

শোকপ্রস্তাবে স্পিকার বলেন, ‘গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য জায়গায় ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় নিহত শিশু ও হতাহতদের স্মরণে জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ, আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’ 

এ ছাড়া মরক্কো ও আফগানিস্তানে ভূমিকম্প, লিবিয়ায় বন্যা, সিকিমের বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা ও শোক জানায় সংসদ। লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, পটুয়াখালী-১ আসনের এম শাহজাহান মিয়া এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আব্দুস সাত্তারের মৃত্যুতে শোক জানানো হয়। 

গত ৭ অক্টোবরের ইসরায়েলে হামলা চালায় হামাস। এর পর থেকে অব্যাহতভাবে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। ভারতীয় সংবাদমাধ্যম আল জাজিরা সবশেষ তথ্য অনুযায়ী, চলমান যুদ্ধে এ পর্যন্ত ৪ হাজার ৩৮৫ ফিলিস্তিনি এবং ১ হাজার ৪০০ ইসরায়েলি নিহত হয়েছেন। 

শোকপ্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মহান মুক্তিযুদ্ধ এবং দেশের সাধারণ মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলনে সংসদ সদস্য একে এম শাহজাহান কামাল ও শাহজাহান মিয়া সব সময় সক্রিয় ছিলেন। তিনি বলেন, ‘এই দুজন ছিলেন তুখোড় ছাত্রনেতা এবং বীর মুক্তিযোদ্ধা। আন্দোলন সংগ্রামে আমাদের সব সময়ের সহযোদ্ধা।’ 

শেখ হাসিনা বলেন, ‘জন্মিলে মরিতে হবে তা আমরা জানি তবে এই সংসদের শেষ সময়ে এসে একে একে সংসদ সদস্যরা আমাদের ছেড়ে যাচ্ছেন। এটা আমাদের জন্য সত্যিই কষ্টকর।’ 

তিনি লক্ষ্মীপুর-৩ আসনের সদস্য একেএম শাহজাহান কামাল, পটুয়াখালী-১ আসনের সদস্য শাহজাহান মিয়া ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সদস্য মো. আব্দুস সাত্তার ভূঞার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। 

সরকার দলীয় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ বলেন, আন্তর্জাতিক মোড়ল বিভিন্নভাবে বাংলাদেশের রাজনীতিতে ঢুকতে চাচ্ছে। ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের মুসলমানেরা যেভাবে নিহত হচ্ছে, বাংলাদেশের কোনো ধর্মীয় রাজনৈতিক দল তাঁদের (ইসরায়েল) বিরুদ্ধে স্টেপ নিচ্ছে না, কোনো পদক্ষেপ নিচ্ছে না। কারণ কী? বিদেশিরা চায় এ দেশের মৌলভিরা বিভিন্ন সংগঠনের মাধ্যমে রাজনীতিতে আসুক। 

দেশের উন্নয়নে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগ যেন আবারও ক্ষমতায় আসতে পারে সে জন্য সকলের দোয়া চান আ স ম ফিরোজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত