Ajker Patrika

বিএসএমএমইউ উপাচার্যের মেয়াদ হবে ৪ বছর

বিশেষ প্রতিনিধি, ঢাকা
Thumbnail image

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্যের মেয়াদ এক বছর বাড়িয়ে চার বছর করা হয়েছে। ফলে এখন থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো বিএসএমএমইউ উপাচার্যের মেয়াদও তিন বছরের বদলে চার বছর হবে। 

এ লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন ২০২৩-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। 

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ‘এ সংশোধনীর মূল বিষয় ছিল অপরাপর সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য বা কোষাধ্যক্ষের মেয়াদ চার বছর কিন্তু বর্তমান আইনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন বছর। সংশোধনীতে এটিকে অন্য বিশ্ববিদ্যালয়ের মতো চার বছর করার প্রস্তাব এসেছে।’ 

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ‘আরেকটি ছিল ইউজিসির মাধ্যমে সব বিশ্ববিদ্যালয়ে একটি ইনস্টিটিউট অব কোয়ালিটি এনসিওরেন্স সেল করার কথা। এটি অন্তর্ভুক্ত করে বাস্তবায়নের ব্যবস্থা করা হয়েছে। সিন্ডিকেট সদস্য ৩০ জন থেকে বাড়িয়ে ৩১ জন করা হয়েছে। আগে স্পিকার কর্তৃক তিনজন সংসদ সদস্য সিন্ডিকেটের ছিলেন। এখন এর মধ্যে একজন নারী সংসদ সদস্য হবেন।’ 

সিন্ডিকেটে আগে শুধু স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি থাকলেও এখন স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের ডিজিও থাকবেন জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘একাডেমিক কাউন্সিলেরও সামান্য পরিবর্তন আনা হয়েছে। নিরীক্ষা কার্যক্রমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মনোনীত একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম এবং মহাহিসাব নিরীক্ষক বা নিয়ন্ত্রক দ্বারা সম্পন্নের বিধান এখানে রাখা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত