Ajker Patrika

ট্রাক মালিক-শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৬: ১৫
ট্রাক মালিক-শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার  

দাবি বাস্তবায়নের আশ্বাস পেয়ে চলমান ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করেছেন ট্রাক মালিক-শ্রমিকেরা। সচিবালয়ে বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন তাঁরা। 

বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশনের সভাপতি তালুকদার মোহাম্মদ মনির বলেন, ‘৭২ ঘণ্টার যে কর্মসূচি ছিল, মন্ত্রীর সভাপতিত্বে আলোচনায় সন্তুষ্ট, আনন্দিত। আমরা আমাদের কর্মবিরতি প্রত্যাহার করে নিলাম।’ 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, `দুটি সংগঠন ১৫টি দাবিদাওয়া করেছিল। সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আমরা বসেছিলাম। তাদের দাবিগুলো শুনেছি। আমরা মনে করি, যে দাবিগুলো তাৎক্ষণিকভাবে পূরণ করা সম্ভব সেগুলো পূরণ করব। যেগুলো সময় লাগবে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। বিআরটিএর চেয়ারম্যান টাস্কফোর্স গঠন করবেন ড্রাইভিং লাইসেন্স নিয়ে। 

১৫ দফা দাবি বাস্তবায়নে গত ২১ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার কর্মবিরতি পালন করছিলেন ট্রাক মালিক ও শ্রমিকেরা। তাঁদের দাবিদাওয়া নিয়ে ১৫ সদস্যের প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চার ঘণ্টা বৈঠক করে। 

ট্রাক মালিক-শ্রমিকদের ১৫ দফা দাবি হলো—মোটরযান মালিকদের ওপর চাপিয়ে দেওয়া বর্ধিত আয়কর অবিলম্বে প্রত্যাহার করা, যেসব চালক ভারী মোটরযান চালাচ্ছেন তাঁদের সবাইকে সহজ শর্তে এবং সরকারি ফির বিনিময়ে লাইসেন্স দেওয়া, ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে পুনরায় হয়রানিমূলক ফিটনেস ও পরীক্ষা পদ্ধতি বাতিল, সব শ্রেণির মোটরযানে নিয়োজিত শ্রমিকদের রাষ্ট্রীয় রেশন-সুবিধার আওতায় আনা, সব বন্দরে অবস্থিত ট্রান্সপোর্ট এজেন্সির মনোনীত প্রতিনিধি এবং সব ড্রাইভার ও সহকারীকে বন্দরে হয়রানিমুক্ত প্রবেশের সুবিধার্থে বার্ষিক নবায়নযোগ্য বায়োমেট্রিক স্মার্টকার্ড দেওয়া, গাড়ির কাগজপত্র চেকিংয়ের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা, যেখানে-সেখানে গাড়ি চেকিং না করা, পুলিশের ঘুষ বাণিজ্যসহ সব ধরনের হয়রানি ও নির্যাতন বন্ধ, প্রতি ৫০ কিলোমিটার পর পর পণ্য পরিবহনে শ্রমিকদের জন্য দেশের সড়ক ও মহাসড়কে বিশ্রামাগার ও টার্মিনাল নির্মাণ, সড়ক দুর্ঘটনায় অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মৃত্যুবরণকারী সড়ক পরিবহন শ্রমিকদের পরিবারকে রাষ্ট্রীয় তহবিল থেকে এককালীন ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে ধর্মঘটে ছিলেন ট্রাক মালিক ও শ্রমিকেরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত