Ajker Patrika

একদিনে রেকর্ড ৩৪৩ ডেঙ্গু রোগী ভর্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একদিনে রেকর্ড ৩৪৩ ডেঙ্গু রোগী ভর্তি

করোনার দাপট কমলেও ডেঙ্গুর চোখ রাঙানি থামছে না। গত এক দিনে ডেঙ্গুতে আবারও রেকর্ড রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩৪৩ জন। গত ২ সেপ্টেম্বর সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ছিল ৩৩০ জন। 

নতুন শনাক্ত রোগীর মধ্যে ঢাকায় শনাক্ত ও ভর্তি হয়েছেন ২৮৬ জন এবং ঢাকার বাইরে ৫৭ জন। আগের দিন রোগী ভর্তি হয়েছিলেন ২৭৫ জন। তাঁদের মধ্যে ঢাকায় ২২০ জন এবং বাইরে ৫৫ জন। এ নিয়ে চলতি মাসের সাত দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৮ জন। এর মধ্যে মারা গেছেন ৬ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ১২ হাজার ৪৩৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ১০১ জন। এ সময় মৃত্যু হয়েছে মোট ৫২ জনের। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি আছে ১ হাজার ২৮১ জন। ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ১৩৩ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছে ১৪৮ জন। 

গত ২৪ ঘণ্টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে রেকর্ড ৭৯ জন, ঢাকা শিশু হাসপাতালে ৪ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৬ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৩ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৫ জন, বিজিবি হাসপাতালে একজন ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজনসহ মোট ১০৯ জন সরকারি ও স্বায়ত্তশাসিত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন। অন্যরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। 

ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে ছয়টি ডেডিকেটেড হাসপাতাল নির্ধারণ করে দেওয়া হয়েছে। কিন্তু এর চারটিই অকার্যকর। কীটতত্ত্ববিদরা সতর্ক করে বলেছেন, চলতি মাসের ১৫ দিন পর্যন্ত ডেঙ্গুর প্রাদুর্ভাব কমার কোনো সম্ভাবনা নেই। এ সময়ে মশক নিধন কার্যক্রম আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন তাঁরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত