মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরকে দুই দেশ ও জনগণের মধ্যে সংহতির প্রতীক বলে বর্ণনা করেছেন বাংলাদেশে দেশটির হাইকমিশনার হাজনাহ মোহাম্মদ হাশিম। মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বারনামার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত জুলাই-আগস্টের আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। তারপর নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। সেই সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো দেশের সরকারপ্রধান বাংলাদেশ সফর করছেন।
বারনামার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের জনগণ বর্তমানে একটি চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই অবস্থায় বাংলাদেশে আনোয়ার ইব্রাহিমের সরকারি সফর দেশটির জনগণের সঙ্গে মালয়েশিয়ার সংহতির প্রতীক।
মালয়েশিয়ার হাইকমিশনার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই সফর ইতিহাসের প্রতিধ্বনি। কারণ, মুসলিম দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে ১৯৭২ সালের ৩১ জানুয়ারি মালয়েশিয়া বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়।’
এ সময় হাইকমিশনার জানান, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন এবং আজ শুক্রবার সন্ধ্যায় কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হওয়ার আগে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৩ সালে বাংলাদেশ মালয়েশিয়ার ২৭তম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ছিল। দেশটির ১৯তম বৃহত্তম রপ্তানি গন্তব্যস্থল ছিল বাংলাদেশ এবং আমদানির ৪৭তম বৃহত্তম উৎসও ছিল ঢাকা। তবে অঞ্চল বিবেচনায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার বাংলাদেশ। ২০২৩ সালে মালয়েশিয়া-বাংলাদেশের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ছিল ২৭৮ কোটি ডলার।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরকে দুই দেশ ও জনগণের মধ্যে সংহতির প্রতীক বলে বর্ণনা করেছেন বাংলাদেশে দেশটির হাইকমিশনার হাজনাহ মোহাম্মদ হাশিম। মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বারনামার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত জুলাই-আগস্টের আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। তারপর নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। সেই সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো দেশের সরকারপ্রধান বাংলাদেশ সফর করছেন।
বারনামার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের জনগণ বর্তমানে একটি চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই অবস্থায় বাংলাদেশে আনোয়ার ইব্রাহিমের সরকারি সফর দেশটির জনগণের সঙ্গে মালয়েশিয়ার সংহতির প্রতীক।
মালয়েশিয়ার হাইকমিশনার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই সফর ইতিহাসের প্রতিধ্বনি। কারণ, মুসলিম দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে ১৯৭২ সালের ৩১ জানুয়ারি মালয়েশিয়া বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়।’
এ সময় হাইকমিশনার জানান, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন এবং আজ শুক্রবার সন্ধ্যায় কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হওয়ার আগে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৩ সালে বাংলাদেশ মালয়েশিয়ার ২৭তম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ছিল। দেশটির ১৯তম বৃহত্তম রপ্তানি গন্তব্যস্থল ছিল বাংলাদেশ এবং আমদানির ৪৭তম বৃহত্তম উৎসও ছিল ঢাকা। তবে অঞ্চল বিবেচনায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার বাংলাদেশ। ২০২৩ সালে মালয়েশিয়া-বাংলাদেশের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ছিল ২৭৮ কোটি ডলার।
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মৌলিক কাঠামোর সংস্কার এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা এমন নির্দেশনা দিয়েছেন বলে সূত্রে জানা গেছে।
৪ ঘণ্টা আগেগোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে গতকাল বুধবার হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ মহাপরিদর্শক গতকাল গণমাধ্যমকে জানান, গোপালগঞ্জের ঘটনায় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি পুলিশ। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও গুলির শব্দ শোনা গেছে। বেসরকারি সংস্থা আইন
৬ ঘণ্টা আগেসাময়িক বরখাস্তের পর রাষ্ট্রের গোপনীয় নথি ফাঁস করার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব (কাস্টমস পলিসি) মুকিতুল হাসানের বিরুদ্ধে এবার মামলা করা হয়েছে। গতকাল বুধবার আরেক দ্বিতীয় সচিব (বোর্ড প্রশাসন-৪) বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় এই মামলা করেন।
৬ ঘণ্টা আগেঢাকা টু বুড়িমারী ট্রেন চলাচলে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মো. হামিদুর রহমানের বেঞ্চ এই রুল জারি করেন। আগামী তিন সপ্তাহের মধ্যে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ের মহাপরিচালকসহ...
৭ ঘণ্টা আগে