Ajker Patrika

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে ৩ বাংলাদেশি শ্রমিক নিহত, নিখোঁজ ৪

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১১: ২৯
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে ৩ বাংলাদেশি শ্রমিক নিহত, নিখোঁজ ৪

মালয়েশিয়ায় ভবন ধসে তিন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এখনো চারজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। গতকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে ভবন ধসে হতাহতের এ ঘটনা ঘটে। মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, পেনাংয়ের নির্মাণাধীন ভবনটি মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে ধসে পড়ে। ঘটনার পর আটকে পড়া পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। এখনো চার শ্রমিকের খোঁজে ধ্বংসস্তূপের নিচে সন্ধান চলছে।

পেনাং পুলিশের ডেপুটি প্রধান মোহাম্মদ ইউসুফ জান বলেন, ‘এখন পর্যন্ত আমরা নিহত তিনজনকে শনাক্ত করেছি। এদের মধ্যে দুজন ঘটনাস্থলে মারা গেছেন এবং অন্য একজন হাসপাতালে মারা গেছেন। গুরুতর আহত অন্য দুজনকে চিকিৎসার জন্য পেনাং হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এখানে কাজে নিয়োজিত শ্রমিকদের সবাই ছিলেন বাংলাদেশি নাগরিক। ধসে পড়া কাঠামোর নিচে আরও চারজন আটকা পড়ে আছেন বলে আমাদের ধারণা।’

পেনাং ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর জুলফাহমি সুতাজি বলেছেন, ধসে পড়া কাঠামোর ওজন বেশি হওয়ায় উদ্ধার প্রচেষ্টা বেশ কঠিন হয়ে গেছে।

তিনি আরও বলেন, ‘ভারী কাঠামো অপসারণ করতে এবং ক্ষতিগ্রস্তদের কাছে যাওয়ার জন্য আমাদের বড় যন্ত্রপাতি দরকার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত